কম্বোডিয়া

কম্বোডিয়া
খেমার প্রজাতন্ত্রের বর্তমান নাম কি?
উওর: কম্বোডিয়া।

খমের দেশ নামে পরিচিত কোন দেশ?
উত্তর: কম্বোডিয়া।

ইতিহাসে কম্পুচিয়া নামে পরিচিত কোন দেশ?
উত্তর: কম্বোডিয়া।

কম্বোডিয়ার রাষ্ট্রীয় নাম কী?
উত্তরঃ ক্যাম্বোডিয়া রাজ্য।

কম্বোডিয়ার রাজধানী কোথায়?
উত্তরঃ নমপেন।

কম্বোডিয়ার বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ নমপেন।

কম্বোডিয়ার রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ খমের ও ফরাসি।

কম্বোডিয়ার প্রধান ধর্ম কোনটি?
উত্তরঃ বৌদ্ধ।

কম্বোডিয়ার জনসংখ্যা কত?
উত্তরঃ ১৫,৪৫৮,৩৩২ জন। (২০১৪ আদমশুমারি)

কম্বোডিয়ার আয়তন কত?
উত্তরঃ ১,৮১,০৩৫ বর্গ কি.মি।

কম্বোডিয়ার জাতীয় পরিষদের সদস্য সংখ্যা কত?
উওর: ১২৩ জন।

কম্বোডিয়ার মুদ্রার নাম কি?
উত্তরঃ কম্বোডিয়ান রিয়েল (KHR)।

কম্বোডিয়ার জাতীয় পশু কোনটি?
উত্তরঃ Kouprey.

কম্বোডিয়ার সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক রাজতন্ত্র সরকার ব্যবস্থা। সরকার প্রধান প্রধানমন্ত্রী ও রাষ্ট্র প্রধান রাজা।

কম্বোডিয়ার বর্তমান রাজা কে?
উত্তর: নরোদম শিয়ামনি।

কম্বোডিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর: হুন সেন।

কম্বোডিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?
উওর: ১৯৫৩ সালে।

কম্বোডিয়া কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
উত্তর: ফ্রান্স।

কম্বোডিয়া জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?
উওর: ১৪ ডিসেম্বর, ১৯৫৫ সালে।


কম্বোডিয়ায় রাজতন্ত্রের অবসান হয় কবে?
উত্তর: ১৯৭০ সালে।

কম্বোডিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৭০ সালে।

খেমাররুজ দেশের রাজনৈতিক দল?
উত্তর: কম্বোডিয়ার।

খেমাররুজ কত সালে ক্ষমতায় আসে?
উত্তর: ১৯৭৫ সালে।

খেমাররুজ কি ধরণের রাজনৈতিক দল?
উত্তর: সাম্যবাদী সমাজতান্ত্রিক দল।

খেমাররুজ সরকারের পতন হয় কত সালে?
উত্তর: ১৯৭৯ সালে।

কম্বোডিয়া সমাজতন্ত্র পরিত্যাগ করে কত সালে?
উত্তর: ১৯৮৯ সালে।

কম্বোডিয়ায় রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয় কত সালে?
উত্তর: ১৯৯৩ সালে।

জাতিসংঘের তদারকিতে বহুদলীয় নির্বাচনের মাধ্যমে কবে কম্বোডিয়ায় সংবিধান পরিষদ গঠিত হয় কবে?
উওর: ১৯৯৩ সালের, ২৩ মে।

গণতন্ত্র চত্ত্বর কোথায় অবস্থিত?
উত্তর: নমপেন, কম্বোডিয়া।

পলপট কোন দেশের নাগরিক?
উওর: কম্বোডিয়ার।

কত সালে সিহানুক পুনরায় কম্বোডিয়ার রাজা হন?
উওর: ১৯৯৩ সালে।

কম্বোডিয়া কবে আসিয়ানের সদস্য পদ লাভ করে?
উওর: ১৯৯৯ সালে।

কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুক কবে মারা যান?
উওর: ১৫ অক্টোবর, ২০১২।

আঙ্কর সাম্রাজ্যের কেন্দ্র কোথায় ছিল?
উত্তর: কম্বোডিয়া।

আঙ্কর সাম্রাজ্য কত বছর বিস্তৃত ছিল?
উত্তর: ৬০০ বছর।

পৃথিবীর সর্ববৃহৎ মন্দির কোনটি?
উত্তর: আঙ্করভার্ট।

পৃথিবীর সর্ববৃহৎ মন্দির আঙ্করভার্ট কোথায় অবস্থিত?
উত্তর: কম্বোডিয়া।

আঙ্করভার্ট মন্দির কে স্থাপন করেন?
উত্তর: রাজা দ্বিতীয় সূর্য বর্মণ।