করোনাভাইরাস (COVID-19)
May 01, 2020

উত্তর: Coronavirus disease 2019.
Corona শব্দটি কোন ধরনের?
উত্তর: লাতিন।
করোনা শব্দের অর্থ কি?
উত্তর: পুষ্পমাল্য বা পুষ্পমুকুট।
করোনাভাইরাস কি?
উত্তর: করোনা ভাইরাস হলো ভাইরাসের এমন এক প্রজাতি যা নিদুভাইরাস বর্গের করোনাভাইরদা পরিবারভুক্ত করোনাভাইরিনা উপগোত্রের সংক্রমক প্রজাতি।
করোনাভাইরাসের নাম কি?
উত্তর: কোভিড-১৯ (Covid-19) যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত।
এ পর্যন্ত করোনা ভাইরাসের কতটি টাইপ সনাক্ত হয়েছে?
উত্তর: ৭ টি।
করোনাভাইরাস কিভাবে ছড়ায়?
উত্তর: আক্রান্ত রোগীর সংস্পর্শ, হাঁচি কাঁশি ইত্যাদির মাধ্যমে।
করোনাভাইরাসের লক্ষণ গুলো কি কি?
উত্তর: জ্বর, অবসাদ, শুষ্ক কাশি, শ্বাস কষ্ট, গলা ব্যাথা ইত্যাদি তবে কিছু রোগীর ক্ষেত্রে উপরোক্ত সকল উপসর্গ দেখা গেলেও জ্বর থাকেনা।
করোনাভাইরাস প্রতিরোধে করণীয় কি কি?
উত্তর: মানুষজনের চলাচল সীমিত করে দেয়া, হাত ধুতে সবাইকে সবাইকে উৎসাহিত করা, স্বাস্থ্যকর্মীরা প্রতিরক্ষামূলক পোশাক পড়ে রোগীদের আলাদা আলাদা করে চিকিৎসা সেবা দেয়া।
করোনাভাইরাস সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়েছিল?
উত্তর: ১৯৬০ সালে।
করোনাভাইরাস ১ম কোথায় আবিষ্কৃত হয়েছিল?
উত্তর : মালয়েশিয়া।
নতুন করে করোনাভাইরাস আবার আবিষ্কার করা হয় কবে?
উত্তর: ২০১৯ সালে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের কি নাম দেন?
উত্তর: কেভিট ১৯।
সম্প্রতি কোথায় থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে?
উত্তর: চীনের উহান শহরের সামুদ্রিক মাছের পাইকারি বাজার।
কত তারিখে উহানে ভাইরাস টি সনাক্ত করা হয়?
উত্তর : ৩১ শে ডিসেম্বর ২০১৯।
করোনাভাইরাসের উৎস কি?
উত্তর: চীনের হর্সশু নামের একপ্রকার বাদুর। তবে মুরগি, বাদুর, খরগোশ, সাপ ইত্যাদি এই ভাইরাসের উৎস বলে গবেষকরা মনে করেন।
কোয়ারান্টিন কি?
উত্তর: বিশ্বব্যাপী যেকোন রোগ যেন মহামারী রূপ ধারণ করতে না পারে বা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য নেওয়া একটি পদক্ষেপ।
করোনাভাইরাসে প্রথম কোন দেশের প্রেসিডেন্ট আক্রান্ত হন?
উত্তর: পর্তুগালের।
কোন সংস্থা করোনাভাইরাসকে প্যানডেমিক বা মহামারি হিসেবে ঘোষণা করেছে?
উত্তর : (WHO) World health organisation.
কত তারিখে (WHO) করোনাভাইরাসকে প্যানডেমিক বা মহামারী হিসেবে ঘোষণা করেছে?
উত্তর: ১১ ই মার্চ ২০২০।
এ পর্যন্ত কতটি দেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে?
উত্তর : ১৮৫ টি।
সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কোন কোন দেশ?
উত্তর : চীন, ইতালি, ইরান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র।
করোনাভাইরাস প্রতিরোধের জন্য তৈরি প্রথম ঔষধের নাম কি?
উত্তর: রেমডেসিভি।
করেনাভাইরাসের টিকার নাম কি?
উত্তর: আলফা টু ভি।
করোনাভাইরাসের টিকা আবিষ্কার করেন কোন দেশ?
উত্তর: জার্মানি।
করোনাভাইরাসের টিকা আলফা টু ভি পরীক্ষামূলক প্রয়োগ করা হয় কবে?
উত্তর: ১৬ মার্চ, ২০২০।
করোনা ভাইরাসের টিকা আলফা টু ভি কার উপর প্রথম প্রয়োগ করা হয়?
উত্তর: জেনিফার হ্যালার নামক এক মার্কিন নারীর শরীরে।
বাংলাদেশে প্রথম কবে করোনাভাইরাস রোগী শনাক্ত করা হয়?
উত্তর: ৮ মার্চ, ২০২০।
বাংলাদেশ করোনাভাইরাসে আক্রান্ত হওয়া কততম দেশ?
উত্তর: ১০৭ তম দেশ।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কতজন?
উত্তর: ৩,৭৭২ জন। (২২ এপ্রিল, ২০২০)
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে কতজন?
উত্তর: ১২০ জন। (২২ এপ্রিল, ২০২০)