ইন্দোনেশিয়া
April 26, 2021

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় নাম কী?
উত্তরঃ ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র।
ইন্দোনেশিয়ার রাজধানী কোথায়?
উত্তরঃ বোর্নিও।
ইন্দোনেশিয়ার রাজধানী বোর্নিও করা হয়েছে কবে?
উত্তরঃ ২৬ আগস্ট, ২০১৯।
ইন্দোনেশিয়ার সাবেক রাজধানীর নাম কি?
উত্তরঃ জাকার্তা।
ইন্দোনেশিয়ার বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ জাকার্তা।
ইন্দোনেশিয়া কয়টি প্রদেশ নিয়ে গঠিত?
উত্তরঃ ৩৩ টি।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ বাহাসা ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার প্রধান ধর্ম কোনটি?
উত্তরঃ ইসলাম।
ইন্দোনেশিয়ার জনসংখ্যা কত?
উত্তরঃ ২৬১, ১১৫, ৪৫৬ জন। (২০১৬ আদমশুমারি)
ইন্দোনেশিয়ার আইনসভার নাম কি?
উত্তরঃ পিপলস কনসাল্টেটিভ অ্যাসেম্বলি।
ইন্দোনেশিয়ার আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তরঃ দুই কক্ষ বিশিষ্ট।
ইন্দোনেশিয়ার আইনসভায় আসন সংখ্যা কত?
উত্তরঃ ৫৫০ জন।
ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি?
উত্তরঃ ইন্দোনেশিয়ান রূপী।
ইন্দোনেশিয়ার জাতীয় পশু কোনটি?
উত্তরঃ কোমোডো ড্রাগন।
ইন্দোনেশিয়ার সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা।
বিশ্বের সর্ববৃহৎ দীপপুঞ্জ কোনটি?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়া কতটি দ্বীপ নিয়ে গঠিত?
উত্তরঃ ১৭,০০০ টি দ্বীপ নিয়ে।
ইন্দোনেশিয়ার বৃহত্তম দ্বীপ কোনগুলো?
উত্তরঃ সুমাত্রা, জাভা, কালিমান্টান, সুলাভেসি ও ইরিয়ান জাভা।
ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ জোকো উইদোদো।
জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
উত্তর: ইন্দোনেশিয়া।
নেদারল্যান্ড ইন্দোনেশিয়া দখল করে কবে?
উত্তরঃ ১৯২২ সালে।
ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে কবে?
উত্তরঃ ১৭ আগষ্ট, ১৯৮৫ সালে।
ইন্দোনেশিয়া কোন দেশের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেন?
উত্তরঃ নেদারল্যান্ড এর কাছ থেকে।
ইন্দোনেশিয়র প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ ড. আহম্মদ সুকর্ণ।
ইন্দোনেশিয়ার স্বৈরশাসক বলা হয় কাকে?
উত্তরঃ জেনারেল সুহার্তোক।
জেনারেল সুহার্তোক কাকে ক্ষমতাচুত্য করে ক্ষমতায় আসেন?
উত্তরঃ ১৯৬৬ সালে আহম্মেদ সুকর্ণকে।
কবে সুহার্তোর ৩২ বছরের শাসনের অবসান ঘটে?
উত্তরঃ ২১মে, ১৯৯৮।
ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনারেল সুহার্তো কবে মারা যান?
উত্তরঃ ২৭ জানুয়ারি, ২০০৮।
মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ মেথবর্তী সুকর্ণপুত্রী। (ইন্দোনেশিয়ার প্রথম মহিলা ও পঞ্চম প্রেসিডেন্ট)
বহুল আলোচিত স্বাধীনতাকামী দ্বীপ ‘আচেহ প্রদেশ’ ও ‘ইরিয়ান জায়া’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
জেনারেল সুহার্তো কবে ইন্দোনেশিয়ার ক্ষমতা দখল করেন?
উত্তরঃ ১৯৬৭ সালের, ২২ ফেব্রুয়ারি।
ইন্দোনেশিয়ার পার্লামেন্টের আসন সংখ্যা কত?
উত্তরঃ ৪৬০টি।
‘আচেহ প্রদেশ’ সম্পর্কে ইন্দোনেশীয় পার্লামেন্টের সিদ্ধান্ত কী?
উত্তরঃ স্বায়ত্তশাসনের ব্যাপারে গণভোট প্রদান।
বিচ্ছিন্নকামী আচেহ প্রদেশের গেরিলা বাহিনীর নাম কী?
উত্তরঃ ফ্রি আচেহ মুভমেন্ট।
ইন্দোনেশিয়ার লোমবক দ্বীপে কাদের মধ্যে দাঙ্গা সংঘটিত হয়?
উত্তরঃ মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে।
ইন্দোনেশিয়ার বোর্বিও দ্বীপে জাতিগত দাঙ্গা সংঘটিত হয় কাদের মধ্যে?
উত্তরঃ আদিবাসী দায়ক ও জাজ দ্বীপ থেকে অভিবাসী হয়ে আগত মাদুরী উপজাতির মধ্যে।
কবে সুহার্তোর ৩২ বছরের শাসনের অবসার ঘটে?
উত্তরঃ ১৯৯৮ সালের, ২১ মে।
ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট কবে পূর্ব তিমুরের স্বাধীনতার রায় অনুমোদন করে?
উত্তরঃ ১৯৯৯ সালে, ২০ অক্টোবর।
ফ্রি আচেহ মুভমেন্টের মুখপাত্র কে?
উত্তরঃ সাইফুদ্দিন।
মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ইন্দোনেশিয়ার মেঘবতী সুকর্ণপুত্রী।
ইন্দোনেশিয়ায় সর্বশেষ কোন প্রদেশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করে?
উত্তরঃ ইরিয়ান জায়া ।
ইরিয়ান জায়ার স্বাধীনতাকামী নেতার নাম কী?
উত্তরঃ খুইম ইলুয়ে ।
ইন্দোনেশিয়ার কোন দ্বীপ মসলা-দ্বীপ বলা হয়?
উত্তরঃ লুম্বক দ্বীপকে ।
ফ্রি আচেহ মুভমেন্ট কত সাল থেকে স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলন করেছে?
উত্তরঃ ১৯৭৬ সাল থেকে ।
ইন্দোনেশিয়া সরকারের পক্ষে কে পূর্ব তিমুরের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করেন?
উত্তরঃ মেঘবর্তী সুকর্ণ।
পূর্ব তিমুরের স্বাধীনতার স্বীকৃতি প্রদান করে কবে?
উত্তরঃ ১৫ আগষ্ট, ২০০১ তারিখে ।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া কোন দুটি দ্বীপের মালিকানা দাবি করে প্রস্তাব উপস্থাপন করে?
উত্তরঃ লিজিটান ও সিপাডান দ্বীপের।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া কোন দুটি দ্বীপের মালিকানা দাবি করে প্রস্তাব উপস্থাপন করা হয় কোথায়?
উত্তরঃ আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগে ।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নাইট ক্লাবে বোমা বিষ্ফোরণ ঘটে কবে?
উত্তরঃ ১২ অক্টোবর, ২০০২ সালে ।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কোন নাইট ক্লাবে ভয়াবহ বোমা হামলা হয়?
উত্তরঃ সারি নাইট ক্লাবে ।
২০০৪ সালে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সুনামিতে নিহতদের স্বরণে কোথায় ‘সুনামি জাদুঘর’ স্থাপিত হয়েছে?
উত্তরঃ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের বান্দা আচেহতে।
ইন্দোনেশিয়ার সুনামি জাদুঘরের স্থাপতি কে?
উত্তরঃ বিদওয়ান কামিল ।
জাতিসংঘ থেকে সেচ্ছায় পদত্যাগকারী দেশ কোনটি?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘ থেকে সেচ্ছায় পদত্যাগ করেন?
উত্তরঃ ১৯৬৫ সালে। আবার একি বছর সদস্য হিসেবে ফিরে আসে।
বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্যুমেন্ট কোথায় অবস্থিত?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা কি?
উত্তরঃ ইন্দোনেশিয়ার অঙ্গরাজ্য।
আচেহ প্রদেশটি কোন দেশের অংশ?
উত্তরঃ ইন্দোনেশিয়ার।
বালি কোথায় অবস্থিত?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
বান্দা আচেহ কোথায় অবস্থিত?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
বরবুদুর কোথায় অবস্থিত?
উত্তরঃ ইন্দোনেশিয়া।