ফিলিপাইন

ফিলিপাইন
ফিলিপাইনের রাষ্ট্রীয় নাম কী?
উত্তরঃ ফিলিপাইন প্রজাতন্ত্র।

ফিলিপাইনের রাজধানী কোথায়?
উত্তরঃ ম্যানিলা।

ফিলিপাইনের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ কেসোন।

ফিলিপাইনের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ তাগালগ বা ফিলিপিনো ও ইংরেজি ভাষা।

ফিলিপাইনের আইনসভার নাম কি?
উত্তরঃ কংগ্রেস।

ফিলিপাইনের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তরঃ দ্বি-কক্ষ বিশিষ্ট।

ফিলিপাইনের প্রধান ধর্ম কোনটি?
উত্তরঃ ক্যথলিক খ্রিস্ট।

ফিলিপাইনের জনসংখ্যা কত?
উত্তরঃ ৯৮,৬৩০,০০০ জন। (আদমশুমারি ২০১৩)

ফিলিপাইনের আয়তন কত?
উত্তরঃ ৩,০০,০০০ বর্গ কি.মি।

ফিলিপাইনের মুদ্রার নাম কি?
উত্তরঃ পেসো।

ফিলিপাইনের জাতীয় পশু কোনটি?
উত্তরঃ Carabao (এক প্রজাতির মহিষ)

ফিলিপাইনের সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ রাষ্ট্রপতি শাসিত।

পেসো মুদ্রা ব্যবহারকারী একমাত্র এশিয়ান দেশ কোনটি?
উত্তরঃ ফিলিপাইন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশটি আমেরিকার উপনিবেশ ছিল?
উত্তরঃ  ফিলিপাইন।

ফিলিপাইন কবে আমেরিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ  ১৯৪৬ সালে।

ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ রদ্রিগো দুতার্তে।

ফিলিপাইনের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
উত্তরঃ  ৬ বছর।

ফিলিপাইন তথা এশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উত্তরঃ কোরাজন এ্যাকুইনো।

ফিলিপাইন  স্বায়ত্তশাসন লাভ করে কবে?
উত্তরঃ ১৯৩৪ সালে।

কতটি দ্বীপ নিয়ে ফিলিপাইন দেশটি গড়ে উঠেছে?
উত্তরঃ  ৭,১০০ টি দ্বীপ নিয়ে।

কার নামানুসারে ফিলিপাইন দেশটির নাম রাখা হয়েছে?
উত্তরঃ  স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের নামানুসারে।

ফিলিপাইন স্বাধীনতা অর্জনকরে কবে?
উত্তরঃ  ১৯৪৬ সালের, ৪ জুলাই ।

ফিলিপাইনের 'সূবিক বে' থেকে মার্কিন নৌঘাঁটি কোথায় স্হানন্তরিক করা হয়?
উত্তরঃ  সিঙ্গাপুরে।

মুসলিম মরো  বিদ্রোহীদের  সাথে ফিলিপাইন  সরকার করে শান্তি চুক্তি স্বাক্ষর করে?
উত্তরঃ  ২ সেপ্টেম্বর, ১৯৯৬ ।

Moro National Liberation Front (MNLF) কোন দেশের স্বাধীনতকামী সংগঠনের নাম?
উত্তরঃ  ফিলিপাইনের।

মুসলিম মরো বিদ্রোহীদের সঙ্গে ফিলিপাইন সরকার কবে অস্ত্র  বিরতি চুক্তি স্বাক্ষর করে?
উত্তরঃ  ৭ আগস্ট, ২০০১।

'আবু  সায়াফ’ কোন  দেশের গেরিলা  সংগঠনের   নাম?
উত্তরঃ  ফিলিপাইনের।

মিন্দানাও দ্বীপের ১৪ টি অঞ্চলে কবে গণভোট অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ  ১৯৯৯ সালে।