সৌদি আরব
April 26, 2021

উত্তর: সৌদি আরব রাজ্য।
সৌদি আরবের রাজধানী কোথায়?
উত্তর: রিয়াদ।
সৌদি আরবের বৃহত্তম শহর কোনটি?
উত্তর: রিয়াদ।
সৌদি আরবের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তর: আরবি।
সৌদি আরবের আয়তন কত?
উত্তর: ২১,৪৯,৬৯০ বর্গকিলোমিটার।
সৌদি আরবের জনসংখ্যা কত?
উত্তর: ৩৩,০০০,০০০ জন। (২০১৭ আদমশুমারি)
সৌদি আরবের মুদ্রার নাম কি?
উত্তর: রিয়াল।
সৌদি আরবের জাতীয় প্রতীক কী?
উত্তর: দুটি তরবারি ও খেঁজুর গাছ সম্মনিত প্রতীক।
সৌদি আরবের শাসন ব্যবস্থা কেমন?
উত্তর: রাজতান্ত্রিক।
কে সৌদি আরব প্রতিষ্ঠা করেন?
উওর: আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান আল ফয়সাল আল সউদ।
সৌদি আরব প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯২৬ সালের ৮ জানুয়ারি।
কোন দেশের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না?
উওর: সৌদি আরব।
সৌদি আরব জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?
উওর: ১৯৪৫ সালে।
বিশ্বের কোন দেশের কোন সংবিধান ও পার্লামেন্ট নেই?
উওর: সৌদি আরবের।
সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই কোন দেশের?
উওর: ভ্যাটিকানের।
সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কবে মারা যান?
উওর: ১ আগষ্ট ২০০০ ( কিং ফয়সাল হাসপাতালে )।
সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ মারা যান কবে?
উওর: ২৩ জানুয়ারি ২০১৫ সালে।
সৌদি আরবের বতর্মান বাদশাহ কে?
উওর: সালমান বিন আব্দুল আজিজ।
সৌদি আরবের বর্তমান যুবরাজ কে?
উত্তর: মুহাম্মদ বিন সালমান আল সৌদ।
সৌদি আরবে মন্ত্রীসভার প্রথম মন্ত্রী কে নির্বাচিত হন?
উওর: নোরা আল ফাইজ ( শিক্ষা অধিদপ্তরের উপমন্ত্রী)।
সৌদি আরবের প্রথম রাজনৈতিক দলের নাম কি?
উওর: ইসলামী উম্মাহ পার্টি।
সৌদি আরবের নারীরা প্রথম নির্বাচনে অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ করে কবে?
উওর: ১২ ডিসেম্বর ২০১৫ সালে।
সৌদি আরবের প্রথম নারী সম্পাদক কে?
উওর: সুমাইয়া যাবারতী ( দৈনিক সৌদি গেজেট -এর সম্পাদক )।