থাইল্যান্ড

থাইল্যান্ড
থাইল্যান্ডের পূর্ব নাম কি?
উত্তর: শ্যামদেশ।

সাদা হাতির দেশ বলা হয় কোন দেশকে?
উত্তর: থাইল্যান্ডকে।

থাইল্যান্ডের রাষ্ট্রীয় নাম কী?
উত্তর: তাইরাজ্য।

থাইল্যান্ডের রাজধানী কোথায়?
উত্তর: ব্যাংকক।

থাইল্যান্ডের বৃহত্তম শহর কোনটি?
উত্তর: ব্যাংকক।

থাইল্যান্ডের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তর: থাই।

থাইল্যান্ডের প্রধান ধর্ম কোনটি?
উত্তর: বৌদ্ধ।

থাইল্যান্ডের জনসংখ্যা কত?
উত্তর: ৬৭,০৯১,১২০ জন।

থাইল্যান্ডের আয়তন কত?
উত্তর: ৫,১৩,১২০ র্বর্গ কিলোমিটার।

থাইল্যান্ডের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তর: দুই কক্ষ বিশিষ্ট।

থাইল্যান্ডের আইনসভার নাম কি?
উত্তর: উচ্চকক্ষের নাম সিনেট এবং নিম্নকক্ষের নাম প্রতিনিধিসভা।

থাইল্যান্ডের আইনসভায় আসন সংখ্যা কত?
উত্তর: উচ্চকক্ষে ১৫০ জন এবং নিম্নকক্ষে ৪৮০ জন।

থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
উত্তর: থাই বাত।

থাইল্যান্ডের জাতীয় পশু কোনটি?
উত্তর: হাতি।

থাইল্যান্ডের সরকার ব্যবস্থা কেমন?
উত্তর: সাংবিধানিক রাজতন্ত্র।

থাইল্যান্ড কবে সাংবিধানিক রাজতন্ত্রে রুপ লাভ করে?
উওর: ১৯৩২ সালে।

দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র।। কোন দেশ কারোর শাসনাধীনে ছিল না?
উওর: থাইল্যান্ড।

থাইল্যান্ড শব্দের অর্থ কী?
উওর: মুক্ত ভূমি।

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় রাজ্য শাসন করার কৃতিত্ব কোন দেশের রাজার?
উওর: থাইল্যান্ডের রাজা ভূমিবলের।

রাজা ভূমিবল কতদিন থাইল্যান্ডের সিংহাসনে ছিলেন?
উত্তর: ৭০ বছর।

থাইল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
উওর: ১৬ ডিসেম্বর, ১৯৬৪ সালে।

থাইল্যান্ডের বর্তমান রাজা কে?
উত্তর: মহা ভজিরালঙ্কম।

থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উওর: প্রযুত চান-ও-চা।

থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর: ইংলাক সিনাওয়াত্রা।

বাধ্যতামূলক ভাবে তিন মাসের জন্য সন্নাসী হতে হয় কোন দেশের যুবককে?
উত্তর: থাইল্যান্ডের।

দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশে ভোট দান বাধ্যতামূলক?
উত্তর: থাইল্যান্ড।

বিশ্বের প্রথম নারিকেল তেলের ফুয়েল স্টেশন কোথায়?
উত্তর: থাইল্যান্ড।

পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর: থাইল্যান্ড।