ভিয়েতনাম

ভিয়েতনাম
ভিয়েতনামের রাষ্ট্রীয় নাম কী?
উত্তর: ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র।

ভিয়েতনামের রাজধানী কোথায়?
উত্তর: হ্যানয়।

ভিয়েতনামের বৃহত্তম শহর কোনটি?
উত্তর: হো চি মিন সিটি।

ভিয়েতনামের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তর: ভিয়েতনামী।

ভিয়েতনামের প্রধান ধর্ম কোনটি?
উত্তর: বেশিভাগ মানুষ নিজেদের অধার্মিক মনে করেন।

ভিয়েতনামের জনসংখ্যা কত?
উত্তর: ৮৫,৮৪৬,৯৯৭ জন।

ভিয়েতনামের আয়তন কত?
উত্তর: ৩,৩১,২১০ বর্গ কি.মি।

ভিয়েতনামের মুদ্রার নাম কি?
উত্তর: ভিয়েতনামিজ ডং।

ভিয়েতনামের জাতীয় পশু কোনটি?
উত্তর: বাঘ, মোঘ ও ড্রাগন।

ভিয়েতনামের সরকার ব্যবস্থা কেমন?
উত্তর: নির্বাহী বিভাগ, জাতীয় সংসদ ও বিচার বিভাগ নিয়ে ভিয়েতনামের সরকার ব্যবস্থা গঠিত। রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের প্রধান প্রধানমন্ত্রী। সংবিধান অনুসারে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টিই একমাত্র বৈধ রাজনৈতিক দল।

ভিয়েতনামের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তর: ট্রুং তান সাং।

ভিয়েতনামের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর: গুয়েন তান দং।

উওর ও দক্ষিণ ভিয়েতনাম নামক পৃথক রাষ্ট্রের অভ্যুদয় ঘটে কবে?
উওর: ১৯৫৪ সালে।

কোন সালে উভয় ভিয়েতনামের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়?
উওর: ১৯৫৭ সালে।

"The Tiger of bicycle" নামে পরিচিত কোন দেশ?
উওর: ভিয়েতনাম।

ভিয়েতনামের সর্বোচ্চ প্রশাসনিক প্রতিষ্ঠান কী?
উওর: স্টেট কাউন্সিল।

উওর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় কবে?
উওর: ১৯৭৬ সালের,২ জুলাই।

ভিয়েতনামের জাতীয়তাবাদী নেতা কে?
উওর: নাগো দিন দিয়েম।

ভিয়েতনাম যুদ্ধের স্থায়ীত্বকাল ছিল কত বছর?
উওর: ৩০ বছর।

লী ডাক থো কে ছিলেন?
উওর: ভিয়েতনামি নেতা।

ভিয়েতনাম যুদ্ধের অবসানকল্পে শান্তি চুক্তি সম্পাদিত হয় কবে?
উওর: ১৯৭৩ সালে।

হো চি মিন জড়িত কিসের সাথে?
উওর: ভিয়েতনামের সাথে।

ভিয়েতনাম চীনের শাসন মুক্ত হয় কবে?
উওর: ১৯৩৯ সালে।