দেব বংশ
April 25, 2021
![]() |
দেব বংশের স্থাপত্য: শালবন বৌদ্ধ বিহার| Photo: Quiz Bee |
ইতিহাসে কয়টি দেব বংশের সম্পর্কে জানা যায়?
উত্তর: ২ টি।
সমতটের দেব বংশ:
দেব বংশ বাংলার কোন অঞ্চলে শাসন করেন?
উত্তর: সমতট অঞ্চলে।
দেব বংশের রাজধানী কোথায় ছিল?
উত্তর: কুমিল্লার দেব পর্বতে।
দেব রাজাদের শাসন কাল কত?
উত্তর: ৭৪০-৮৯৯ খ্রিস্টাব্দ।
আনন্দ বিহার কে নির্মাণ করেন?
উত্তর: রাজা আনন্দদেব।
আনন্দ বিহার হচ্ছে?
উত্তর: একটি বৌদ্ধ বিহার।
রাজা আনন্দদেবের পুত্রের নাম কি?
উত্তর: ভবদেব।
দেব বংশের শেষ রাজা কে ছিল?
উত্তর: ভবদেব।
দেব বংশের অন্যান্য কৃত্তির মধ্যে রয়েছে?
উত্তর: শালবন বিহার, ভোজ বিহার, ইটাখোলা মুড়া ও রূপবান মুড়া।
ময়নামতীর প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ কোন রাজ বংশের নিদর্শন?
উত্তর: দেব বংশের।
পোড়ামাটির ফলক কোন রাজ বংশের নিদর্শন?
উত্তর: দেব বংশের।
বিক্রমপুরের দেব বংশ:
সেন বংশের পতনের পর পূর্ব বঙ্গে কোন রাজ বংশ শাসন করেন?
উত্তর: দেব বংশ।
দেব বংশের রাজধানী কোথায় ছিল?
উত্তর: বিক্রমপুর, মুন্সিগঞ্জ।
বিক্রমপুরের দেব বংশের রাজারা কোন ধর্মের অনুসারী ছিল?
উত্তর: বৈষ্ণব হিন্দু।