ই-কমার্স

ই-কমার্স | E-Commerce
ই-কমার্স | Photo: Quiz Bee | Original Photo: Getty Images
ই-কমার্স কি?
উত্তরঃ ই-কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স, যা একটি ইন্টারনেট ও কম্পিউটার নেটওয়ার্ক নির্ভর বাণিজ্য ক্ষেত্র যেখানে কোন পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয় করা হয়ে থাকে।

ই-কমার্সের জনক কে?
উত্তরঃ Vaitheeswaran.

ই-কমার্সের ক্ষেত্র সমূহ কি কি?
উত্তরঃ অনলাইনে ক্রয়-বিক্রয়, মূল্য পরিশোধ, পণ্য নিলাম, টিকেট কেনা, পণ্য ক্রয় ও বিক্রয়, অনলাইন বিজ্ঞাপন বাণিজ্য ইত্যাদি।

জনপ্রিয় কয়েকটি ই-কমার্স সাইট:

আমাজন ডট কম (amazon.com):

আমাজন ডট কম (amazon.com) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ৫ জুলাই, ১৯৯৪।

আমাজন ডট কম (amzon.com) এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জেফ বেজোস।

আমাজন ডট কম এর আয়ের পরিমাণ কত?
উত্তরঃ ২৩২.৯ বিলিয়ন মার্কিন ডলার।

আলিবাবা ডট কম (alibaba.com):

আলিবাবা ডট কম প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৯৯ সালে।

আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জ্যাক মা।

আলিবাবা ডট কমের আয়ের পরিমান কত?
উত্তর: ৩৯.৮৯৮ বিলিয়ন মার্কিন ডলার। (২০১৮)

ইবে ডট কম (ebay.com):

ইবে প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ৩ সেপ্টেম্বর ১৯৯৫।

ইবে এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: পিয়ের ওমিলিয়ার।

ইবে ডট কম এর আয়ের পরিমান কত?
উত্তর: ৮.৫৯ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশে ই-কমার্স:

বাংলাদেশ ব্যাংক অনলাইন ব্যাংক অনুমোদন করে কবে?
উত্তরঃ ২০০৯ সালে।

বাংলাদেশ ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের অনুমোদন দেয় কবে?
উত্তর: ২০১৩ সালে।

ই-ক্যাব কি?
উত্তরঃ ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।

বাংলাদেশ ই-কমার্স সাইট এর মাধ্যমে লেনদেনের পরিমান কত?
উত্তরঃ দশ বিলিয়ন টাকা। (ই-ক্যাব-২০১৭)

বাংলাদেশ জনপ্রিয় ই-কমার্স সাইট কোনগুলো?
উত্তরঃ rokomari.com, daraz.com.bd, evaly.com.bd, pickaboo.com, ajkerdeal.com ইত্যাদি।

রকমারি ডট কম (rokomari.com):

রকমারি ডট কম প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯ জানুয়ারি ২০১২।

রকমারি ডট কম এর মালিক কে?
উত্তরঃ অন্যরকম গ্রুপ।

রকমারি ডট কম কিসের জন্য বিখ্যাত?
উত্তরঃ অনলাইনে বই বিক্রি।

দারাজ (daraz.com.bd):

দারাজ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ২০১২ সালে।

দারাজ এর মালিকানা কোন কোম্পানির?
উত্তরঃ চীনা কোম্পানি আলিবাবা গ্রুপের।

দারাজের বাণিজ্য অঞ্চল সমূহ হলো?
উত্তরঃ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মিয়ানমার ও শ্রীলঙ্কা।

বাংলাদেশে দারাজ কার্যক্রম শুরু করে কবে?
উত্তরঃ ২০১৪ সালে।