আন্তর্জাতিক সংবাদ সংস্থা

আম্তর্জাতিক সংবাদ সংস্থা
আন্তর্জাতিক সংবাদ সংস্থা । Photo: Quiz Bee । Original: Pixabay
এএফপি (AFP):

বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থার নাম কি?
উওরঃ Agency France- Presse (AFP)

AFP প্রতিষ্ঠিত হয় কত সালে?
উওরঃ ১৮৩৫ সালে।

AFP এর প্রতিষ্ঠাতা কে?
উওরঃ চার্লস লুইস হ্যাবাস।

AFP কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা?
উওরঃ ফ্রান্স।

AFP এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উওরঃ প্যারিস, ফ্রান্স।

উৎস: AFP

AP (এপি):

AP এর পূর্ণরূপ কী?
উওরঃ Associated Press.

AP (এপি) প্রতিষ্ঠিত হয় কত সালে?
উওরঃ ১৮৪৬ সাল।

AP (এপি) সংস্থাটি কোন দেশভিত্তিক?
উওরঃ যুক্তরাষ্ট্র।

AP এর সদরদপ্তর কোথায়?
উওরঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উৎস: AP

ভয়েস অব আমেরিকা (VOA):

ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয় কত সালে?
উওরঃ ১৯৪২ সালে।

ভয়েস অব আমেরিকার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উওরঃ ওয়াশিংটন ডি.সি।

ভয়েস অব আমেরিকা বাংলা সম্প্রচার শুরু করে কত সালে?
উওরঃ ১৯৫৮ সালে।

উৎস: VOA

রয়টার্স ( Reuters ):

বিশ্বের সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি?
উওরঃ রয়টার্স।

রয়টার্স প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
উওরঃ ১৮৫১ সালে।

রয়টার্স কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা?
উওরঃ ব্রিটেন।

রয়টার্সের প্রতিষ্ঠাতা কে?
উওরঃ পল জুলিয়াস রয়টার্স।

রয়টার্সের সদর দপ্তর কোথায়?
উওরঃ লন্ডন,ব্রিটেন।

উৎস: Reuters

বিবিসি (BBC):

বিবিসি এর পূর্ণরুপ কি?
উওরঃ British Broadcasting Corporation

বিবিসি এর প্রতিষ্ঠা কত সালে?
উওরঃ ১৯২২ সালে।

বিবিসি সংবাদ মাধ্যমটি কোন দেশভিত্তিক?
উওরঃ ব্রিটেন।

বিবিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উওরঃ ব্রডকাস্টিং হাউস (লন্ডন), যুক্তরাজ্যে।

বিবিসি বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে কবে?
উওরঃ ১১ অক্টোবর ১৯৪১ সালে।

উৎস: BBC

সিআরআই (CRI):

China Radio International (CRI) প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
উওরঃ ৩ডিসেম্বর ১৯৪১ সালে।

CRI মাধ্যমটি কোন দেশভিত্তিক?
উওরঃ চীন।

CRI এর সদর দপ্তর কোথায়?
উওরঃ বেইজিং, চীন।

CRI বাংলা অনুষ্ঠান সম্প্রচার শুরু করে কবে?
উওরঃ ১লা জানুয়ারি ১৯৬৯ সাল।

CRI মোট অনুষ্ঠান প্রচার করে কতটি ভাষায়?
উওরঃ ৩৯ টি।

CRI সংবাদ সংস্থাটি কি ভিত্তিক?
উওরঃ রাষ্ট্রীয়।

উৎস: CRI

ডয়েচে ভেলে ( Deutsche ):

DW এর পূর্ণরুপ কি?
উওরঃ Deutsche Welle

DW সংবাদ সংস্থাটি কোন দেশ ভিত্তিক?
উওরঃ জার্মান ভিত্তিক।

ডয়েচে ভেলের প্রতিষ্ঠা কত সালে?
উওরঃ ৩ মে ১৯৫৩ সালে।

ডয়েচে ভেলের সদর দপ্তর কোথায়?
উওরঃ বন, জার্মানি।

ডয়েচে ভেলে বাংলা অনুষ্ঠান সম্প্রচার শুরু করে কবে?
উওরঃ ১৫ এপ্রিল ১৯৭৫ সালে।

ডয়েচে ভেলে অনুষ্ঠান প্রচার করে কয়টি ভাষায়?
উওরঃ ২৯ টি।

উৎস: Deutsche Welle

সিএনএন ( CNN ):

CNN এর পূর্ণরুপ কী?
উওরঃ Cable News Network

CNN এর কার্যক্রম শুরু হয় কবে?
উওরঃ ১লা জুন ১৯৮৬ সালে।

CNN এর প্রতিষ্ঠাতা কে?
উওরঃ টেড টার্নার।

CNN এর স্যাটেলাইট চ্যানেলটি কোন দেশভিত্তিক?
উওরঃ যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ টেলিভিশনে CNN এর অনুষ্ঠান কত সালে সম্প্রচার হয়?
উওরঃ ২৯ সেপ্টেম্বর ১৯৯২ সালে।

CNN এর সদর দপ্তর কোথায়?
উওরঃ আটলান্টা, জর্জিয়ায় (যুক্তরাষ্ট্র)।

উৎস: CNN

সিনহুয়া নিউজ এজেন্সি ( Xinhuan News Agency ):

সিনহুয়া নিউজ এজেন্সি কোন দেশের সংবাদ সংস্থা?
উওরঃ চীন ভিত্তিক।

সিনহুয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উওরঃ বেইজিং, চীন।

সিনহুয়া সংবাদ সংস্থার পূর্বনাম কি?
উওরঃ রেড চায়না নিউজ এজেন্সি।

সিনহুয়ার প্রতিষ্ঠা কত সালে?
উওরঃ ১৯৩১ সালে।

রেড চায়না নিউজ এজেন্সির বর্তমান নাম সিনহুয়া নিউজ এজেন্সি করা হয় কত সালে?
উওরঃ ১৯৩৭ সালে।

উৎস: Xinhua News Agency

আল জাজিরা ( Al Jazeera ):

আল জাজিরা কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা?
উওরঃ কাতার।

আল জাজিরা শব্দের অর্থ কী?
উওরঃ দ্বীপ।

আল জাজিরা প্রতিষ্ঠিত হয় কত সালে?
উওরঃ ১লা নভেম্বর ১৯৯৬।

আল জাজিরার সদর দপ্তর কোথায়?
উওরঃ দোহা, কাতার।

আল জাজিরা সংবাদ সংস্থাটির মালিক কে?
উওরঃ শেখ হামাদ বিন থামার আল থামি।

উৎস: Al Jazeera

অন্যান্য:

ইন্টারফ্যাক্সের প্রতিষ্ঠা হয় কবে?
উওরঃ ১৯৮৯ সালে।

"ফক্স নিউজ" চ্যানেলটি কোন দেশ ভিত্তিক?
উওরঃ যুক্তরাষ্ট্র।

"স্কাই নিউজ" সংবাদ সংস্থাটি কোন দেশ ভিত্তিক?
উওরঃ যুক্তরাষ্ট্র।

"আল হুববাহ" নামক টিভি চ্যানেলটি কোন দেশের?
উওরঃ যুক্তরাষ্ট্রের।

NNN এর পূর্ণরুপ কি?
উওরঃ Nam News Network

NNN এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উওরঃ মালয়েশিয়ার, কুয়ালালামপুর।

রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান সম্প্রচার শুরু করে কবে?
উওরঃ ১৭ এপ্রিল, ১৯৮২ সালে।