ইরান

ইরান
দেশ পরিচিতি: ইরান | Photo: Quiz Bee
ইরানের পূর্ব নাম কি?
উওর: পারস্য।

ইরানের সরকারি নাম কি?
উওর: ইসলামিক রিপাবলিক অব ইরান।

ইরানের রাজধানী কোথায়?
উত্তর: তেহরান।

ইরানের বৃহত্তম শহর কোনটি?
উত্তর: তেহরান।

ইরানের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তর: ফার্সি।

ইরানের আইনসভার নাম কি?
উত্তর: পিপলস হাউস বা ইরানের মজলিস। 

ইরানের আইনসভা কত কক্ষ বিশিষ্ট?
উত্তর: এক কক্ষ বিশিষ্ট।

ইরানের প্রধান ধর্ম কোনটি?
উত্তর: ইসলাম।

ইরানের জনসংখ্যা কত?
উত্তর: ৮১,০০০,০০০ জন (প্রায়)। (আদমশুমারি: ২০১৭)

ইরানের আয়তন কত?
উত্তর: ১৬,৪৮,১৯৫ বর্গকিলোমিটার।

ইরানের মুদ্রার নাম কি?
উত্তর: রিয়েল।

ইরানের সরকার ব্যবস্থা কেমন?
উত্তর: ইসলামিক কাঠামোয় সংগঠিত সরকার। যার প্রধান রাষ্ট্রপতি।

ইরান কোন দেশের উপনিবেশ ছিল?
উওর: ব্রিটেনের।

ইরান স্বাধীনতা লাভ করে কবে?
উত্তর: ১৯২৫ সালে।

ইরানের বর্তমান প্রেসিডেন্ট কে?
উওর: হাসান রুহানি।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে?
উত্তর: আয়াতুল্লাহ আলী খামেনী।

ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধে কাকে সমর্থন করেন?
উওর: জার্মানিকে।

ইরাক - ইরান যুদ্ধ বিরতিতে অংশগ্রহণকারীর জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?
উওর: UNIMOG।

ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় কবে?
উওর: ১৯৭৯ সালে।

ইরানে রাজতন্ত্রের পতন হয় কত সালে?
উত্তর: ১৯৭৯ সালে।

ইরানের সর্বশেষ রাজা কে ছিলেন?
উত্তর: রেজা মোহাম্মদ শাহ পাহলভী।

ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে  কোন দ্বীপ নিয়ে?
উওর: আবু মুসা।

রেজা শাহ পাহলভী ইরান ছেড়েছেন কবে?
উওর: ১৯৭৯ সালের, ১৬ জানুয়ারি।

ইরানে ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয়েছে কবে?
উওর: ১৯৭৯ সালের,১ এপ্রিল।

ইরান ও সংযুক্ত আমিরাতের মধ্যে কোন দ্বীপ নিয়ে দ্বন্দ্ব বিদ্যমান?
উওর: আবু মুসা দ্বীপের মালিকানা।

ফ্রিডম মুভমেন্ট কোন দেশের সংগঠন?
উওর: ইরানের।

ইসলামী বিপ্লবের পর ইরানের প্রথম মহিলা প্রেসিডেন্ট  পদপ্রার্থী কে?
উওর: ফারাহ খোশরাভি।

ইরানের বর্তমান পার্লামেন্টে কতজন নারী সদস্য রয়েছে?
উওর: ১৩ জন।

ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় কবে?
উত্তর: ১৯৮০ সালে।

ইরানের যমজ বোন লালেহ ও লাদান কবে মারা যায়?
উওর: ৮ জুলাই ২০০৩ সালে।

যমজবোন লালেহ ও লাদানের অস্ত্রোপচার করা হয় কোথায়?
উওর: সিঙ্গাপুরের রাফলস হাসপাতালে।

ইরানের কোন কট্টরপন্হী সংগঠন সালমান রুশদিকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে?
উওর: জেনারেল স্টাফ ফর দ্য গ্লোরিফিকেশন অব মারটায়ার্স অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড।

কোন তারিখে ইরানে বন্দি  নির্যাতন নিপীড়ন নিষিদ্ধ এবং নাগরিক অধিকার নিশ্চিত করে একটি আইন পাস করা হয়?
উওর: ৪ মে,২০০৪।

সম্প্রতি ইরানের জাতীয় পতাকায় কী সংযুক্ত করা হয়?
উওর: কালেমা তাইয়্যেবা-আসশাহাদুয়ান লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ।

সম্প্রতি কোন দেশের পতাকা অর্ধনমিত করা হয় না?
উওর: ইরানের।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর প্রথমবারের মতো মহিলা মন্ত্রী নির্বাচিত হন কে?
উওর: মারজিয়াহ জাহিদ (স্বাস্থ্য মন্ত্রণালয়)।

'ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস সেন্টার' নামে নিষিদ্ধ মানবাধিকার সংগঠনটির প্রতিষ্ঠাতা কে?
উওর: ইরানের শিরিন এবাদি।

ইরান কততম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু করে?
উত্তর:৩২ তম দেশ হিসেবে।

 ইরান প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করে কবে?
উওর: ২১ আগষ্ট ২০১০ সালে দক্ষিণ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।

ইরানের কোন পারমাণবিক প্লান্টকে প্রথম পারমাণবিক অস্ত্র উপযোগী Highly Enriched Uranium প্রস্তুতের জন্য সন্দেহ করা হয়?
উত্তর: ইস্পাহান পারমাণবিক প্লান্ট।

বাম নগরী কোথায় অবস্থিত?
উত্তর: ইরান।

সিল্ক সিটি বলা হয়?
উত্তর: ইরানের বাম নগরী কে।

ইরানের সশস্ত্র বাহিনী কয় ভাগে বিভক্ত?
উত্তর: দুই ভাগে। যথা: রেভ্যুলিউশনারি গার্ড ও নিয়মিত সেনা

সাবেক রেভ্যুলিউশনারি গার্ডের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয় কবে?
উত্তর: ৩ জানুয়ারি, ২০২০।

মধ্যপ্রাচ্যের কোন দেশের পতাকায় কালেমা খচিত?
উত্তর: ইরান ও সৌদি আরব।

দামভান্দ পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত?
উত্তর: ইরান।