ইরাক

ইরাক
দেশ পরিচিতি: ইরাক | Photo: Quiz Bee
ইরাকের পূর্ব নাম কী? 
উত্তরঃ মেসোপটেমিয়া।

সভ্যতার চারণক্ষেত্র বলা হয়?
উত্তরঃ মেসোপটেমিয়াকে।

ব্যবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ ইরাক। 

এশিয়ার শিয়া অধ্যুষিত দেশ কোনটি?
উত্তরঃ ইরাক।

ইরাকের রাষ্ট্রীয় নাম কী? 
উত্তরঃ ইরাক প্রজাতন্ত্র।

ইরাকের রাজধানী কোথায়?
উত্তরঃ বাগদাদ।

ইরাকের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ বাগদাদ।

ইরাকের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ আরবি।

ইরাকের আইনসভার নাম কি?
উত্তরঃ জাতীয় সংসদ।

ইরাকের প্রধান ধর্ম কোনটি?
উত্তরঃ ইসলাম।

ইরাকের জনসংখ্যা কত?
উত্তরঃ ৩০,৩৯৯,৫৭২ জন (প্রায়)। (আদমশুমারি:২০১১)

ইরাকের আয়তন কত?
উত্তরঃ ৪,৩৮,৩১৭ বর্গ কিলোমিটার।

ইরাকের মুদ্রার নাম কি?
উত্তরঃ ইরাকি দিনার।

ইরাকের সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ সংসদীয় গণতন্ত্র।

ইরাকে বর্তমান প্রেসিডেন্ট কে? 
উত্তরঃ ফুয়াদ মাসুম।

ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী কে? 
উত্তরঃ হায়দর আল-আবাদি।

ইরাকের পার্লামেন্টে মোট আসন কতটি? 
উত্তরঃ ২৭৫টি।

ইরাক-ইরানকে পৃথক করেছে?
উত্তরঃ শাত-ইল-আরব জলাধারা।

ইরাকের প্রধান সমুদ্র বন্দর কোনটি?
উত্তরঃ উমকাস।

বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ আবু জাফর আল মনসুর।

বাগদাদ নগরী প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ৭৬২ সালে।

ইরাক কোন দেশের উপনিবেশ ছিল? 
উত্তরঃ ব্রিটেনের।

ইরাক কবে স্বাধীনতা লাভ করে? 
উত্তরঃ ১৯৩২ সালে।

আরব দেশগুলোর পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে কত সালে? 
উত্তরঃ ১৯৭৩ সালে।

সাদ্দাম হোসেন কবে ইরাকের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন? 
উত্তরঃ ১৬ জুলাই, ১৯৭৯।

সাদ্দাম হোসেনের রাজনৈতিক দলের নাম কি ছিল?
উত্তরঃ বাথ পার্টি।

ইরাক-ইরান যুদ্ধের সময়কাল?
উত্তরঃ ১৯৮০-১৯৮৮।

ইরাক-ইরান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 
উত্তরঃ ২০ সেপ্টেম্বর, ১৯৮৮।

ইরাক-ইরান যুদ্ধ কত বছর চলে?
উত্তরঃ ৯ বছর।

উপসাগরীয় যুদ্ধের সূচনা হয় কবে?
উত্তরঃ ২ আগস্ট, ১৯৯০।

কত সালে ইরাক কুয়েত দখল করে?
উত্তরঃ ২-৪ আগস্ট, ১৯৯০।

ইরাক কুয়েতকে তার কততম প্রদেশ হিসাবে ঘোষণা করেছিল? 
উত্তরঃ ১৯তম।

যৌথ বাহিনী কবে ইরাকের উপর বিমান হামলা চালায়? 
উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৯১।

উপসাগরীয় যুদ্ধে অংশগ্রহণকারী ‘রিপাবলিকান গার্ড’ কোন দেশের সুসজ্জিত বাহিনী? 
উত্তরঃ ইরাকের।

উপসাগরীয় যুদ্ধে বহুল আলোচিত বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘প্যাট্রিয়ট’ কোন দেশের? 
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

উপসাগরীয় যুদ্ধে ইরাক কর্তৃক দখলকৃত ‘খাজাজি’ শহরটি কোন দেশের? 
উত্তরঃ সৌদি আরব।

উপসাগরীর যুদ্ধে ব্যবহৃত ‘স্কাড’ ক্ষেপনাস্ত্রটি কোন দেশের?
উত্তরঃ ইরাকের।

উপসাগরীয় যুদ্ধের স্থায়িত্ব ছিল কত দিন? 
উত্তরঃ ৮৬ দিন।

ইরাকের রিপাবলিকেশন পার্ডের ৬টি ডিভিশনের নাম কী? 
উত্তরঃ মদিনা, বাগদাদ, আদনান, হাম্বুরাবি, নেবুচাদনেজার ও নিদা।

ইরাকের সাদ্দামবিরোধী প্রধান শিয়া সংগঠনটির নাম কী? 
উত্তরঃ সুপ্রিম অ্যাসেম্বলি অব ইসলামিক রিভুল্যুশন ইরাক।

ইরাকের নেতা আহমেদ চালাবির সংগঠনটির নাম কী? 
উত্তরঃ ইরাকি ন্যাশনাল কংগ্রেস (আইনএনসি)।

‘অপারেশন ডেজার্ট ষ্টর্ম’ কী? 
উত্তরঃ ১৯ জানুয়ারি, ১৯৯১ সালে বহুজাতিক বাহিনী কর্তৃক ইরাকের বিরুদ্ধে পরিচালিত হামলা।

ইরাকের জাতিসংঘের সকল শর্ত মেনে কুয়েত থেকে সৈন্য প্রত্যাহার ঘোষণা করে কবে? 
উত্তরঃ ৫ মার্চ, ১৯৯১।

ইরাক কুয়েতকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে কত সালে? 
উত্তরঃ ১০ নভেম্বন, ১৯৯৪। 

‘অপারেশন ডেজার্ট ফক্স’ কী? 
উত্তরঃ ১৭ ডিসেম্বর, ১৯৯৮ ইরাকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক অভিযান হচ্ছে অপারেশন ডেজার্ট ফক্স।

মার্কিন যুক্তরাষ্ট্র কবে ইরাক আক্রমণ করে?
উত্তরঃ ২০ মার্চ, ২০০৩।

ইরাকের উপর থেকে জাতিসংঘ কবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার কর দেয়? 
উত্তরঃ ২২ মে, ২০০৩।

ইরাকের ক্ষমতাচুত্য প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কবে মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন? 
উত্তরঃ ১৩ ডিসেম্বর ২০০৩।

সাদ্দাম হোসেন কোথায় মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন? 
উত্তরঃ ডিকরিতে আদ-দাউদ নামক এক ছোট্ট শহরের খামার বাড়িতে।

ইরাকের কোন বিদ্রোহী শিয়া নেতা মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে নিদ্রোহের নেতৃত্ব দিয়েছে? উত্তরঃ আয়াতুল্লাহ মুকতাদা আল সদর।

সাদ্দাম হোসেনের বিচারের জন্য মার্কিন কর্তৃপক্ষ কর্তৃক গঠিত বিশেষ ট্রাইবুন্যালের প্রধান বিচারপতির নাম কী? 
উত্তরঃ সালেম চালাবি।

ইরাকের ক্ষমতাচুত্য প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন মার্কিন বাহিনীর পরিচালিত যে অভিযানে গ্রেফতার হন তার নাম কী? 
উত্তরঃ অপারেশন রেড ডন।

অপারেশন রেড ডনের পূর্ব নাম কি?
উত্তরঃ অপারেশন ইরাকি ফ্রিডম।

ইরাকের অন্তর্বর্তীকালীন সংবিধানে প্রথমে কে স্বাক্ষর করেন? 
উত্তরঃ গভর্নিং কাউন্সিল সভাপতি মোহাম্মদ বাহার আল উলুম।

ইরাকের নতুন সংবিধান অনুমোদন হয় কবে? উত্তরঃ ২৫ অক্টোবর, ২০০৫ সালে।

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচারে ফাঁসির রায় ঘোষণা করা হয় কবে? 
উত্তরঃ ৫ নভেম্বর ২০০৬ সালে।

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে কেন ফাঁসির রায় দেওয়া হয়?
উত্তরঃ দুজাইল হত্যা মামলায়।

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচারের রায় ঘোষণা করেন কে? 
উত্তরঃ বিচারক রউফ রশিদ আব্দুর রহমান।

সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয় কবে?
উত্তরঃ ৩০ ডিসেম্বর, ২০০৬।

ইরাকি নেতা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বুশের ভুল অভিযোগ উত্থাপনের ন্যায় স্বীকার করেন কে? 
উত্তরঃ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) প্রধান জর্জ টেনেট।

মেহেদি আর্মি কি?
উত্তরঃ ইরাকের শিয়াপন্থী মার্কিন বিরোধী গেরিলা 
গ্রুপ।

কোন দেশের জাতীয় পতাকায় ‘আল্লাহ আকবর’ লেখা থাকে? 
উত্তরঃ ইরাকের।

আবু গারিব জেলখানা কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ইরাক।

ক্যাম্পনামা কোন দেশের কারাগার?
উত্তরঃ ইরাক।

কারবালা বর্তমানে কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ইরাক।

ফালুজা শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ইরাক।

ইসলামিক স্টেট ফালুজা শহর দখল করে কবে?
উত্তরঃ ২০১৪ সালের জানুয়ারিতে।