ইসরায়েল

ইসরায়েল
ইসরায়েলের রাষ্ট্রীয় নাম কী? 
উত্তরঃ ইসরায়েল।

ইসরায়েলের রাজধানী কোথায়?
উত্তরঃ জেরুজালেম।

ইসরায়েলের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ জেরুজালেম।

ইসরায়েলের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ হিব্রু ও আরবি।

ইসরায়েলের আইনসভার নাম কি?
উত্তরঃ নেসেট।

ইসরায়েলের প্রধান ধর্ম কোনটি?
উত্তরঃ ইহুদি।

ইসরায়েলের জনসংখ্যা কত?
উত্তরঃ ৮,৫৪১,০০০ জন। (আদমশুমারি ২০১৬)

ইসরায়েলের আয়তন কত?
উত্তরঃ ২২,০৭২ বর্গ কিলোমিটার।

ইসরায়েলের মুদ্রার নাম কি?
উত্তরঃ শেকেল।

ইসরায়েলের সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ সংসদীয় গণতন্ত্র।

ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? 
উত্তরঃ ১৪ মে, ১৯৪৮ সালে।

ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে?
বা
ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্ট্রা কে?
উত্তরঃ ডেভিট বেনগুরিয়ান।

প্যালেষ্টাইনের কোথায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়?
উত্তরঃ তেল আবিবের (Tel Aviv) জাদুঘরে ডেভিড বেনগুরিনের নেতৃত্বে প্যালেষ্টাইনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়। 

ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা কে?
উত্তরঃ হাঙ্গেরির ড. থিওডোর হার্জল।

এশিয়া বা আরব বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটি?
উত্তরঃ ইসরায়েল।

আরব বিশ্বের ক্যানসার বলা হয় কোন দেশ কে?
উত্তরঃ ইসরায়েল।

বর্তমান ইসরায়েলের আধিবাসীরা কার বংশধর?
উত্তরঃ হিব্রুদের।

ইসরায়লকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়?
উত্তরঃ যুক্তরাজ্য।

ইসরায়লকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তরঃ তুরস্ক।

আরব বিশ্বে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? 
উত্তরঃ মিশর।

গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে কোন দেশের? 
উত্তরঃ সিরিয়া ও ইসরায়েলের।

এশিয়ার ইহুদি বসতি রাষ্ট্র কোনটি? 
উত্তরঃ ইসরায়েল।

ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করে?
উত্তরঃ ১৯৬৭ সালে।

‘ক্যাম্প ডেভিড’ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 
উত্তরঃ ১৯ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে।

‘ক্যাম্প ডেভিড’ চুক্তি স্বাক্ষরিত হয় কোন কোন দেশের মধ্যে? 
উত্তরঃ মিশর ও ইসরায়েল।

‘ক্যাম্প ডেভিড’ চুক্তির প্রধান উদ্যোক্তা কে?
উত্তরঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।

‘ওয়াই রিভার শান্তি’ চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ১৯৯৮ সালে।

‘ওয়াই রিভার চুক্তি’ কে কি বলা হয়?
উত্তরঃ শান্তির বিনিময়ে ভূমি চুক্তি।

বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে যুক্ত?
উত্তরঃ ইসরায়েল।

বেলফোর ঘোষণা কি?
উত্তরঃ মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা।

বেলফোর ঘোষণা কখন করা হয়? 
উত্তরঃ ১৯১৭ সালে।

বেলফার ঘোষণা কে করেন?
উত্তরঃ সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর।

ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তরঃ হাইম আজরিয়েল ভাইজমেন।

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কে? 
উত্তরঃ বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট কে? 
উত্তরঃ রিউভেন রুভি রিভলিন।

ইসরায়েলের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ গোল্ডমায়ার।

বেনিয়ামিন নেতানিয়াহুর দলের নাম কি?
উত্তরঃ লিকুদ পার্টি।

ইসরায়েলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? 
উত্তরঃ মিশর।

ইসরায়েলের পার্লামেন্ট আসদ সংখ্যা কত? 
উত্তরঃ ১২০টি।

ইসরাইলের পার্লামেন্ট ও প্রেসিডেন্টের মেয়াদকাল কত? 
উত্তরঃ যথাক্রমে ৪ ও ৫ বছর।

ইসরায়েল মিশর আক্রমণ করেছিল কবে? 
উত্তরঃ ১৯৫৬ সালে।

ইসরায়েল-প্যালেষ্টাইনের মধ্যে কবে হেবরন চুক্তি স্বাক্ষরিত হয়? 
উত্তরঃ ১৫ জানুয়ারি, ১৯৬৭ সালে।

ইসরায়েল কবে পূর্ব জেরুজালেমকে রাজধানী বলে ঘোষণা করে? 
উত্তরঃ ১৯৮০ সালে ইরাক-ইরানের মধ্যে যুদ্ধ আরম্ভ হলে ইসরায়েল এ সুযোগ পূর্ব জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে।

‘মোসাদ’ কী? 
উত্তরঃ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা।

‘আমান’ (AMAN) কী? 
উত্তরঃ ইসরায়েলের সেনা গোয়েন্দা সংস্থা। 

ইহুদিবাদ আন্দোলনে প্রবক্তা কে? 
উত্তরঃ থিওডোর হার্জল।

কবে মিশর-সিরিয়া যৌথভাবে ইসরায়েল আক্রমণ করেন? 
উত্তরঃ ৬ অক্টোবর, ১৯৭৩ সালে।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ‘ভূমির বিনিময়ে শান্তি’ চুক্তিটি স্বাক্ষরিত হয় কবে? 
উত্তরঃ ২৩ অক্টোবর, ১৯৯৮ সালে।

ইসরায়েলের কোন প্রধানমন্ত্রী আততায়ীর গুলিতে প্রথম নিহত হন? 
উত্তরঃ আইজ্যাক রবিন।

আইজ্যাক রবিনের হত্যাকারী কে? 
উত্তরঃ তেলআবিবের বার ইলান বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ইগাল আমির।

বৈরুতের কসাই বলা হয় কাকে?
উত্তরঃ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনকে।

ইসরায়েলের প্রাচীর নির্মানের বৈধতা নিয়ে আন্তর্জাতিক আদালতে কবে শুনানি শুরু হয়? উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি, ২০০৪।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নিরাপদ করিডোর চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ৫ অক্টোবর ১৯৯৯।

‘ওয়াই নদী শান্তি চুক্তি’ বাস্তবায়নের চুক্তি হয় কবে?
উত্তরঃ ৪ সেপ্টেম্বর, ১৯৯৯। ফিলিস্তিনে নেতা ইয়াসির আরাফাত ও ইসরাইলি প্রধানমন্ত্রী  এহুদ বারাকের মধ্যে এই চুক্তি হয়।

জেরুজালেম বর্তমানে কোন দেশের অধীনে রয়েছে? উত্তরঃ ইসরায়েলের অধীনে।

ইসরায়েলী প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন কবে ফিলিস্তিনের ওপর সর্বাত্মন যুদ্ধ ঘোষণা করে? 
উত্তরঃ ৩১ মার্চ, ২০০২।

গোলান মালভূমি কোথায় অবস্থিত?
উত্তরঃ গ্যালিলিও সাগরের উপকূলে।

গোলান মালভূমি নিয়ে বিরোধ হয়েছে কোন কোন দেশের মধ্যে?
উত্তরঃ ইসরায়েল ও সিরিয়া।

ওয়েলিং ওয়াল কি?
উত্তরঃ জেরুজালেমে অবস্থিত ইহুদিদের একটি পবিত্র স্থান।

ডোম অব দ্য রকস কোথায় অবস্থিত?
উত্তরঃ ইসরায়েল।

আরব-ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় কত বার?
উত্তরঃ ৪ বার।

ইতিহাসে যে যুদ্ধটি সুয়েজ সংকট নামে পরিচিত?
উত্তরঃ ১৯৫৬ সালের আরব-ইসরায়েল যুদ্ধ।

ইসরায়েল মিশর আক্রমন করেন?
উত্তরঃ ১৯৫৬ সালে।

লেবানন ও ইসরায়েলর মধ্যে বিরোধপূর্ণ নদী কোনটি?
উত্তরঃ ওয়াজনি নদী।

UNESCO কোন শহরকে শান্তির শহর বলে ঘোষণা করেন?
উত্তরঃ হেরবন শহর কে।

ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে হেরবন চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ১৫ জানুয়ারি, ১৯৯৭।

বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের  টেলিযোগাযোগ নেই?
উত্তরঃ ইসরায়েল।

ইসরায়েল-ফিলিস্তিনের সীমান্তের নাম কি?
উত্তরঃ গ্রিনলাইন।

আল-কুদস বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ জেরুজালেম, ইসরায়েল।

আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তরঃ জেরুজালেম, ইসরায়েল।

ইসরায়েলের ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি?
উত্তরঃ Iron Dome.