ভাষা

ভাষা
বিভিন্ন ভাষায় লেখা ধন্যবাদ | Original Photo: Getty Images 
বিশ্বের মোট ভাষার সংখ্যা কত?
উওরঃ প্রায় আড়াই হাজারের অধিক।

পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা কী?
উওরঃ হিব্রু।

ইসরাইলের রাষ্ট্রভাষা কি?
উওরঃ হিব্রু 

বিশ্বে সবচেয়ে বেশি কোন ভাষায়  মানুষ কথা বলে?
উওরঃ চীনের মান্দারিন ভাষায়।

পৃথিবীর সর্বশ্রেষ্ট ভাষাবিদ কে?
উওরঃ স্যার জন বোয়িং।

স্যার জন বোয়িং কোন দেশের ভাষাবিদ?
উত্তরঃ ইংল্যান্ডের।

বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ কে?
উওরঃ ড.মুহাম্মদ শহীদুল্লাহ্।

বিশ্বের কোন দেশ ‘জাতিবহুল দেশ’ নামে খ্যাত?
উওরঃ ভারত।

বিশ্বে সর্বোচ্চ সরকারি ভাষা আছে কোন দেশে?
উওরঃ ভারতে ২২ টি।

বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘে প্রস্তাব উদ্ভাবন করে কোন সংস্থা?
উওরঃ Mother Language Lover of the World নামে কানাডার একটি সংস্থা।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত কোথায়?
উওরঃ ঢাকার সেগুনবাগিচায়।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয় কবে?
উওরঃ ১৭ নভেম্বর, ১৯৯৯।

২১ ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন কোন সংস্থা?
উত্তরঃ UNESCO.

জাতিসংঘ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয় কবে?
উওরঃ ৫ ডিসেম্বর, ২০০৮।

পৃথিবীতে ভাষার জন্য যুদ্ধ করেছিলো কারা?
উওরঃ বাঙালি জাতি।

২১শে ফেব্রুয়ারিকে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় কবে?
উওরঃ ২০০০ সালে।

সিয়েরা লিয়নের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় কোন ভাষা?
উওরঃ বাংলাভাষা।

ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান কত?
উওরঃ ৭ম।

ইনোস্কোর মতে বিশ্ব থেকে  বিলুপ্তপ্রায় ভাষার সংখ্যা কত?
উওরঃ প্রায় ২৪৯৮টি।

আন্তর্জাতিক ভাষাবর্ষ কবে?
উওরঃ ২০০৮ সাল।

এসপ্যারান্তো ভাষা হল কৃত্রিম ভাষা এর উদ্ভাবক কে?
উওরঃ পোল্যান্ডের ভাষাবিজ্ঞানী লুডউইক জামেহফ।

সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কৃত  হয় কোন দেশে?
উওরঃ মিসরে।

বিশ্বের প্রথম লিখিত পদ্ধতির নাম কি?
উওরঃ হায়ারোগ্লিফিক্স।

মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ আল কোরআন কোন ভাষায় অবতীর্ণ হয়?
উওরঃ আরবি ভাষায়।

বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত?
উওরঃ পালি ভাষায় রচিত।

খ্রিস্টান ও ইহুদীদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত?
উওরঃ হিব্রু ভাষায়।

মানব শিশুর প্রথম ভাষার নাম কি?
উওরঃ বাবলিং।

পৃথিবীর ভাষা নিয়ে অনুসন্ধানকারী প্রতিষ্ঠানের নাম কি?
উওরঃ ইথনোলগ ( ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড)।

ইথোনোলগ প্রথম ভাষা বিষয়ক তথ্য প্রকাশ করে কত সালে?
উওরঃ ১৯৫১সালে।

বিশ্বের সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উওরঃ পাপুয়া নিউগিনি (৮৫০টি ভাষা রয়েছে )।

বিশ্বের সবচেয়ে কম ভাষার দেশ কোনটি?
উওরঃ উওর কোরিয়া।