পাল বংশ

পাল বংশ
পাল সাম্রাজ্যের বিখ্যাত স্থাপনা পাহাড়পুর বিহার। Photo: Quiz Bee
সবচেয়ে বেশি সময় বাংলা শাসন করা রাজবংশ কোনটি?
উওর: পাল বংশ।

পাল বংশের রাজারা বাংলায় কত বছর রাজত্ব করেছেন?
উওর: প্রায় চারশত বছর।

পাল বংশ প্রতিষ্ঠিত হয় কবে?
উওর: ৭৫০ সালে।

পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উওর: গোপাল পাল।

বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে?
উত্তর: গোপাল।

পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উওর: ধর্মপাল।

দেবপাল কে ছিলেন?
উত্তর: ধর্মপালের পুত্র।

কবে পাল বংশের বিলুপ্তি ঘটে?
উওর: ১১২৪ সালে।

গোপাল কখন সিংহাসনে আহরণ করেন?
উওর: (আনুমানিক) ৭৫৬ খ্রি. হতে ৭৮১ খ্রি.পর্যন্ত ২৫ বছর।

সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
উওর: ধর্মপাল।

পাহাড়পুরের বৌদ্ধ বিহার কে প্রতিষ্ঠা করেন?
উওর: ধর্মপাল।

বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজ বংশের নাম কী?
উওর: পাল বংশ।

বাংলার প্রথম বংশানুক্রমিক রাজবংশ চালু করে কারা?
উওর: পালরা (গোপাল)।

সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উওর: নওগাঁ জেলার পাহাড়পুরে।

দেব রাজাদের রাজধানী দেব পর্বত কোথায় অবস্থিত?
উওর: বর্তমান কুমিল্লা জেলার ময়নামতিতে।

ধর্মপাল ধর্ম বিস্তারের জন্য কয়টি শিক্ষাকেন্দ্র স্থাপন করেন?
উওর: ৫০টি।

পাল বংশের সর্বশেষ রাজা কে?
উওর: রামপাল।

রামপালের জীবনী সংক্রান্ত গ্রন্থটির নাম কি?
উত্তর: রামচরিতম।

বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কোন বংশের সময়ে রচিত হয়?
উওর: পাল বংশের সময়ে।

‘মাৎস্যন্যায়’ যুগ চলছিল কখন?
উত্তর: পাল যুগের আগে।

‘মাৎস্যন্যায়ন’ বাংলার কোন সময়কে নির্দেশ করে?
উত্তর: ৭ম-৮ম শতকে।

‘মাৎস্যন্যায়’ কাকে বলে?
উত্তর: অরাজকতাপূর্ণ অবস্থাকে মাৎস্যন্যায় বলে।

‘মাৎস্যন্যায়’ সম্পর্কে জানার উৎস কি?
উত্তর: সন্ধ্যাকর নন্দীর বিবরণ।

কৈবর্ত বিদ্রহের নেতা কে?
উত্তর: দিব্য।

কৈবর্ত বিদ্রহ সংঘটিত হয়েছিল কার সময়ে?
উত্তর: দ্বিতীয় মহীপাল।