রমজান
April 25, 2021
![]() |
রমজান | Photo: Getty Images |
রমজান কি?
উত্তর: ইসলামি ক্যলেন্ডারের নবম মাস।
রমজান মাসের শুরু কখন থেকে?
উত্তর: শাবান মাসের শেষ রাত থেকে।
রমজান মাস কিভাবে নির্ণয় করা হয়?
উত্তর: চাঁদ দেখার উপর নির্ভর করে।
চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাস কতদিনের হয়ে থাকে?
উত্তর: ২৯ বা ৩০ দিনের।
কত ধরনের ব্যক্তির উপর রোজা ফরজ নয়?
উওর: আট।
সুন্নত রোজা কাকে বলে?
উওর: মহরম মাসের নয় ও দশ তারিখে যে রোজা রাখা হয় তাকে সুন্নত রোজা বলে।
তাকওয়ার মাস কোনটি?
উওর: রমজান।
রহমত,মাগফিরাত ও নাজাতের মাস কোনটি?
উওর: রমজান।
শাওয়াল মাসে কয়টি রোজা মুস্তাহাব?
উওর: ছয়টি।
ফরজ রোজা কাকে বলে?
উওর: রমজান মাসের রোজাকে ফরজ রোজা বলে।
ওয়াজিব রোজা কাকে বলে?
উওর: নফল রোজা রেখে পরে ভঙ্গ করলে পরবর্তীতে তা আদায় করাকে ওয়াজিব বলে।
রোজাদারের জন্য দুটি খুশি কী?
উওর: একটি হলো ইফতারের সময় এবং অপরটি হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়।
কোন মাসে কোরআন মাজিদ নাযিল হয়?
উওর: রমজান মাসে।
কোন মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে?
উওর: রমজান মাসে।
আল্লাহ তায়ালা কোন সময় সবচেয়ে বেশি খুশি থাকে এবং বান্দার দোয়া কবুল করে?
উওর: ইফতারের আগ মুহূর্তে খাবারের সামনে বসে দোয়া করলে।
একটি রোজা ভঙ্গের জন্য কয়টি রোযা রাখতে হয়?
উওর: একাধারে ৬০টি।মাঝখানে বাদ পরলে আবার শুরু থেকে নতুন করে রোযা রাখতে হয়।
৬০টি রোজা না রাখতে সক্ষম হলে কী কাফফারা দিতে হয়?
উওর: ৬০ জন গরীব-মিসকিনকে দুইবেলা পেটভরে খাওয়াতে হবে।
রাসুল (স:) প্রত্যেক মাসে কয়টি রোজা রাখতেন?
উওর: তিনটি।
হযরত নূহ (আ) কোন দুটি সময় ছাড়া সারাবছর রোজা রাখতেন?
উওর: ১লা শাওয়াল ও ১০ জিলহজ ছাড়া।
পবিত্র মাহে রমজান চন্দ্র মাসের কততম মাস?
উওর: ৯ম।
রমজানের রোজা নবুয়তের কততম বর্ষে ফরজ করা হয়?
উওর: ১৫তম।
রোজা কি?
উত্তর: ইসলামের ৫ টি স্তম্ভের মধ্যে ৩য় স্তম্ভ।
রোজা ফরজ হয় কততম হিজরীতে?
উওর: ২য়।
রোজা বা সিয়াম সাধনার উৎপত্তি কোথায় থেকে?
উওর: আদি মানব আদম (আ) থেকে।
রোজা কয় ধরনের ও কি কি?
উওর: ৬ ধরনের।
যথা:
১) ফরজ
২) ওয়াজিব
৩) সুন্নাত
৪) নফল
৫) মাকরুহ
৬) হারাম রোজা
রমজানের রোজা কোন পর্যায়ের অর্ন্তভুক্ত?
উওর: ফরজের।
সিয়াম বা রোজার পূর্বশর্ত কয়টি ও কি কি?
উওর: ৩টি।যথা:
১) মুসলিম হওয়া
২) বালেগ হওয়া
৩) অক্ষম না হওয়া
রমজানের সেহরি বলতে কি বুঝায়?
উওর: সিয়াম পালনের উদ্দেশ্য রাত্রির শেষভাগে পানাহার।
সেহরি করা কি?
উওর: সুন্নত।
আসমানী কিতাবসমূহ কখন নাযিল হয়?
উওর: রমজান মাসে।
মুসলিমদের পবিত্র আল কোরআন কখন নাযিল হয়?
উওর: ২৭ রমজান।
পবিত্র মাহে রমজানে সবচেয়ে বরকতময় রাত কখন?
উওর: শবে ক্বদর (২৭ রমজান)।
ইতিকাফ কোন আরবি মাসে পালন করা হয়?
উত্তর: রমজান মাসে।
ইতিকাফ কখন পালন করা হয়?
উত্তর: রমজানের শেষ দশ দিন (২১-৩০ রমজান)।
মুসলিমদের ধর্মীয় আহকাম 'সাদকাতুল ফিতর' কোন আরবি মাসে আদায় করা হয়?
উত্তর: রমজান মাসে।
মুসলিমদের কাছে রমজান কেন এতো গুরুত্বপূর্ণ?
উত্তর: কারন এই মাসে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল।
পবিত্র কোরআন নাজিল হয়েছিল রমজানের কত তারিখ?
উত্তর: ২৭ তারিখ।