সেন বংশ
April 25, 2021
![]() |
সেন বংশের শাসন |
কোন রাজ বংশের পতনের মধ্য দিয়ে সেন বংশের শাসন শুরু হয়?
উত্তর: পাল রাজ বংশের।
সেন বংশের আদি নিবাস কোথায় ছিল?
উত্তর: দক্ষিণ ভারতের কর্ণাটক।
সেন বংশের রাজধানী কোথায়?
উত্তর: নবদ্বীপ, নদীয়া।
সেন বংশ প্রতিষ্ঠিত হয় কবে?
উওর: ১০৫০ সালে।
সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উওর: হেমন্ত সেন।
সেন বংশের প্রথম রাজা কে ছিলেন?
উওর: হেমন্ত সেন।
‘মহারাজাধিরাজ’ উপাধিতে কাকে ভূষিত করা হয়েছে?
উত্তর: হেমন্ত সেন কে।
‘রাজরক্ষাসুদক্ষ’ হিসেবে ভূষিত করা হয় কাকে?
উত্তর: হেমন্ত সেন কে।
হেমন্ত সেনের পুত্র কে ছিলেন?
উত্তর: বিজয় সেন।
সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উওর: বিজয়সেন।
সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উওর: বিজয়সেন।
বিজয়সেনের রাজত্বকাল কোন সময় পযর্ন্ত বিস্তৃত ছিল?
উওর: ১০৯৮-১১৬০ খ্রিস্টাব্দ পযর্ন্ত।
কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীনে আসেন?
উওর: বিজয় সেনের শাসনামলে।
সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা কে?
উত্তর: বিজয় সেন।
বিজয় সেনের দ্বিতীয় রাজধানী কোথায়?
উত্তর: বিক্রমপুর, ঢাকা।
বল্লাল সেন কে ছিলেন?
উওর: বিজয় সেনের পুত্র।
বল্লাল সেনের উল্লেখযোগ্য রচনাবলি কী?
উওর: দানসাগর ও অদ্ভুত সাগর।
'পরমেশ্বর', 'পরম ভট্টারক', 'মহারাজাধিরাজ' কার উপাধি ছিল?
উওর: বিজয় সেনের।
কৌলিণ্য প্রথা বাংলায় প্রবর্তন করেন কে?
উত্তর: বল্লাল সেন।
বল্লাল সেনের পুত্র কে ছিলেন?
উত্তর: লক্ষণ সেন।
সেন বংশের সর্বশেষ রাজা কে?
উওর: লক্ষণ সেন।
'গৌড়েশ্বর' উপাধি কার ছিল?
উওর: লক্ষণ সেনের।
লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?
উওর: গৌড় ও নদীয়াতে।
বাংলার শেষ হিন্দু রাজা কে?
উওর: লক্ষণ সেন।
বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: লক্ষ্মণ সেনের আমলে।
বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন কখন?
উওর: ১২০৪ খ্রিস্টাব্দে।
সেন বংশের অবসান হয় কখন?
উওর: ১২০৪ খ্রিস্টাব্দে।
দ্বারভাঙ্গা বা দার-ই-বঙ্গ নামে পরিচিত কোন স্থান?
উওর: ত্রিহুত।
পূর্বে 'বোলঘকপুর' বা বিদ্রোহের দেশ নামে পরিচিত ছিল কোন দেশ?
উওর: বাংলা।
বাংলাদেশের কোথায় সেন বংশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার খুঁজে পাওয়া যায়?
উত্তর: মুন্সিগঞ্জ জেলায়।
রাজা বল্লাল সেনের রাজপ্রাসাদ কোথায় আবিষ্কার করা হয়?
উত্তর: বিক্রমপুর, মুন্সিগঞ্জ।