সৌরজগত: গ্রহ ও নক্ষত্র পরিচিতি
April 25, 2021
1
![]() |
সৌরজগত | ছবি: Getty Images |
সৌরজগত (Solar System):
বর্তমানে সৌরজগতের স্বীকৃত প্রাপ্ত গ্রহ কয়টি?
উওরঃ ৮টি । এর আগে গ্রহের সংখ্যা ছিল ৯ টি।
বর্তমানে সৌরজগতের গ্রহ কি কি?
উওরঃ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
সৌরজগতের গ্রহের স্বীকৃতিদানকারী সংস্থার নাম কি?
উওরঃ ইন্টারন্যাশনাল অ্যসট্রোনমিক্যাল ইউনিয়ন (IAU)।
International Astronomical Union কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
উওরঃ ১৯১৯ সালে।
IAU এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উওরঃ প্রাগ, চেক প্রজাতন্ত্র।
সূর্য (Sun):
সূর্যের বয়স কত?
উওরঃ প্রায় ৪৫০ কোটি বছর।
সূর্যের ব্যাস কত?
উওরঃ ১৩,৯৮,০০০ কিলোমিটার।
সূর্যে কি কি গ্যাসীয় উপাদান রয়েছে?
উওরঃ হাইড্রোজেন (৭৩.৪৬%), হিলিয়াম (২৪.৮৫%), অক্সিজেন (০.৭৫%), কার্বন (০.৩%),লোহা (০.১৬%), নিয়ন (০.১২%), সালফার (০.১০%), নাইট্রোজেন (০.০৯%), সিলিকন (০.০৭%),ম্যাগনেশিয়াম (০.০৫%)।
সূর্য পৃথিবী অপেক্ষা কত বড়?
উওরঃ ১৩ লক্ষ গুণ বড়।
সৌরশক্তির ক্রিয়া উদ্ভাবন করেন কে?
উওরঃ আলবার্ট আইনস্টাইন (১৯২৫ সালে)।
সূর্য প্রতি সেকেন্ডে শক্তি বিকিরণ করে কত?
উওরঃ ৫,০৮,০০০ বিলিয়ন অশ্বশক্তি।
সূর্য কোন ছায়াপথে অবস্থিত?
উওরঃ মিল্কিওয়েতে (Milky Way)।
সৌর বিচ্ছুরণ (Sun Flare) কাকে বলে?
উওরঃ সূর্যপৃষ্ঠে ঘটা প্রচণ্ড বিস্ফোরণের ফলে আগুনের শিখা অনেক দূর পযর্ন্ত বিচ্ছুরিত হওয়ার প্রক্রিয়াকে সৌর বিচ্ছুরণ বলে।
১.বুধ (Mercury):
সৌরজগতের প্রথম গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ।
সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি?
উওরঃ বুধ।
সূর্যকে সবচেয়ে দ্রুতবেগে প্রদক্ষিণ করে কোন গ্রহ?
উওরঃ বুধ (Mercury)।
বুধ গ্রহের ব্যাস কত?
উত্তরঃ ৪,৮৫০ কিলোমিটার।
সূর্য থেকে বুধের দূরত্ব কত?
উওরঃ ৫.৮ কোটি কিলোমিটার।
বুধ গ্রহের আয়তন কত?
উত্তরঃ ৬.০৮৩×১০১০ ঘন কিলোমিটার।
সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত কোন গ্রহ?
উওরঃ বুধ।
বুধ গ্রহের রং কি?
উত্তরঃ গাঢ় ধূসর।
সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধ গ্রহের কত সময় লাগে?
উওরঃ ৮৮ দিন।
বুধ গ্রহে কোন কোন নভোযান অনুসন্ধান চালিয়েছ?
উত্তরঃ মেরিনার ১০ ও মেসেঞ্জার।
২.শুক্র (Venus):
সৌরজগতের দ্বিতীয় গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র।
‘পৃথিবীর বোন’ বলা হয় কোন গ্রহকে?
উত্তরঃ শুক্র।
সূর্য থেকে শুক্রের দূরত্ব কত?
উওরঃ ১০.৮ কোটি কিলোমিটার।
পৃথিবী থেকে শুক্রের দূরত্ব কত?
উওরঃ ৪.৩ কোটি কিলোমিটার।
শুক্র গ্রহের আয়তন কত?
উত্তরঃ ৯.২৮×১০১১ ঘন কিলোমিটার।
সূর্য পরিভ্রমণে শুক্র গ্রহের কত সময় লাগে?
উওরঃ ২২৫ দিন।
পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উওরঃ শুক্র।
শুক্র গ্রহের গড় তাপমাত্রা কত?
উত্তরঃ ৮৭২ ডিগ্রি ফারেনহাইট বা ৪৬৭ ডিগ্রি সেলসিয়াস।
শুক্র গ্রহের ব্যাস কত?
উত্তরঃ ১২,১০৪ কিলোমিটার।
কোন গ্রহের উপরিভাগ থেকে কখনোই সূর্যকে দেখা যায় না?
উওরঃ শুক্র।
শুক্র গ্রহের উপগ্রহ কয়টি?
উত্তরঃ এর কোনো উপগ্রহ নেই।
ভোরের আকাশে শুকতারা ও সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা কি হিসেবে পরিচিত?
উওরঃ শুক্র গ্রহ।
শুক্র গ্রহের রং কি?
উত্তরঃ হলদেটে সাদা।
পৃথিবী | Photo: Getty Images |
দূরত্ব অনুসারে পৃথিবী সূর্যের কততম গ্রহ?
উওরঃ তৃতীয়।
সৌরজগতের তৃতীয় গ্রহ কোনটি?
উত্তরঃ পৃথিবী।
পৃথিবীর উপগ্রহ কয়টি?
উত্তরঃ ১ টি।
পৃথিবীর উপগ্রহের নাম কি?
উত্তরঃ চাঁদ।
সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ কোনটি?
উওরঃ পৃথিবী।
পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে?
উওরঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
সৌরজগতের একমাত্র পানির অস্তিত্ব রয়েছে কোন গ্রহে?
উওরঃ পৃথিবী গ্রহে।
পৃথিবী সূর্যের চর্তুদিকে ঘোরে কোন শক্তির বলে?
উওরঃ কেন্দ্রমুখী বা অভিকেন্দ্রিক( Centripetal force) বলে।
পৃথিবীর আয়তন কত?
উওরঃ ৫০ কোটি ৯৫ লক্ষ ৫৩ হাজার বর্গকিলোমিটার।
পৃথিবীর ব্যাস কত?
উওরঃ প্রায় ১২,৬৬৭ কিলোমিটার / ব্যাসার্ধ ৬,৩৩৩ কিলোমিটার।
পৃথিবীর ঘনত্ব কত?
উওরঃ ৫.৫১৫৩ গ্রাম/সেমি৩।
সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
উওরঃ ১৫ কোটি কিলোমিটার।
পৃথিবীর পরিধি কত?
উওরঃ নিরক্ষরেখা বরাবর ৪০,০৬৬ কিলোমিটার ( মেরুরেখা বরাবর ৩৯,৯৯২ কিলোমিটার )।
পৃথিবীর বায়ুমন্ডলের উপাদানগুলো কি কি?
উওরঃ নাইট্রোজেন ৭৮.২%, অক্সিজেন ২০.৭১%, আর্গন ০.৯৩%, কার্বন-ডাইঅক্সাইড ০.৩%, ওজোন ০.০০০১%, এবং অন্যান্য উপাদান ০.৪৩৯৯%।
সবচেয়ে বেশি ঘনত্ব সম্পন্ন গ্রহ কোনটি?
উওরঃ পৃথিবী।
ভূ-পৃষ্ঠের গড় তাপমাত্রা কত?
উওরঃ ১৩.৯° সেলসিয়াস।
৪.মঙ্গল (Mars):
সৌরজগতের চতুর্থ গ্রহ কোনটি?
উত্তরঃ মঙ্গল।
মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টি?
উত্তরঃ ২ টি।
মঙ্গল গ্রহের উপগ্রহ গুলোর নাম কি?
উত্তরঃ ফেবোস ও ডিমোস।
পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহের উপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে?
উওরঃ মঙ্গল।
শীতল, প্রাণহীন ও ধূ - ধূ মরু হিসেবে বর্ণনা করা হয় কোন গ্রহকে?
উওরঃ মঙ্গল।
মঙ্গল গ্রহের মোট উপগ্রহ কয়টি?
উওরঃ ২ টি।যথা: ফেবোস ও ডিমোস।
মঙ্গলের পৃষ্ঠের রং কি?
উওরঃ লাল।
বুধ গ্রহের পর সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
উত্তরঃ মঙ্গল।
মঙ্গলের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উওরঃ অলিম্পাস মনস।
সর্বপ্রথম মঙ্গল পৃষ্ঠে অবতরণ করে কী?
উওরঃ নভোযান ভাইকিং - ১।
ভাইকিং-১ মঙ্গলে পাঠায় কোন দেশ?
উওরঃ যুক্তরাষ্ট্র।
মঙ্গলে পাঠানো প্রথম নভোযানের নাম কি?
উওরঃ Marsnik-1; সোভিয়েত ইউনিয়ন কর্তৃক ১০ অক্টোবর ১৯৬০ সালে প্রেরণ করা হয়।
যুক্তরাষ্ট্রের পাঠানো নভোযান কিউরিসিটি মঙ্গলে অবতরণ করে কত সালে?
উওরঃ ২৬ আগষ্ট, ২০১২।
মঙ্গল গ্রহে ভারতের পাঠানো নভোযানের নাম কি?
উওরঃ মঙ্গলায়ন।
মঙ্গলায়ন কত সালে মঙ্গল গ্রহে পাঠানো হয়?
উত্তরঃ ২০১৩ সালে।
৫.বৃহস্পতি (Jupiter):
সৌরজগতের পঞ্চম গ্রহ কোনটি?
উত্তরঃ বৃহস্পতি।
সৌরজগতের বৃহত্তর গ্রহের নাম কি?
উওরঃ বৃহস্পতি।
বৃহস্পতি থেকে সূর্যের দূরত্ব কত?
উওরঃ ৭৭.৮ কোটি কিলোমিটার।
বৃহস্পতির ব্যাস কত?
উওরঃ ১,৪২,৯৮৪ কিলোমিটার।
সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে?
উওরঃ ১২ বছর।
সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে কোন গ্রহে?
উওরঃ বৃহস্পতি।
বৃহস্পতি গ্রহের উপগ্রহ কয়টি?
উওরঃ ৬৭ টি। এদের মধ্যে লো,ইউরোপা, গ্যানিমেডি ও ক্যালিস্টো প্রধান।
বৃহস্পতির সবচেয়ে বৃহত্তম উপগ্রহের নাম কি?
উওরঃ গ্যানিমেডি (ব্যাস ৫,২৬২ কিলোমিটার )।
নিজ অক্ষের উপর দ্রুততম ঘূর্ণায়মান গ্রহ কোনটি?
উওরঃ বৃহস্পতি।
যুক্তরাষ্ট্র বৃহস্পতিতে "গ্যালিলিও" মিশন পাঠায় কবে?
উওরঃ ১৮ অক্টোবর, ১৯৮৯।
৬.শনি (Saturn):
সৌরজগতের ষষ্ঠ গ্রহ কোনটি?
উত্তরঃ শনি।
সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি?
উওরঃ শনি।
সূর্য থেকে শনি গ্রহের দূরত্ব কত?
উওরঃ ১৪০ কোটি কিলোমিটার।
শনি পৃথিবীর চেয়ে কত বড়?
উওরঃ ৯ গুণ বড়।( ব্যাস ১,২০,০০০ কিলোমিটার )
শনির উপগ্রহ কয়টি?
উওরঃ ৬২টি। টাইটান, হুয়া, ডাইওন, ক্যাপিটাস ও টেথ্রিস প্রধান।
শনির সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
উওরঃ টাইটান।
সৌরজগতের কোন গ্রহের বলয় আছে?
উত্তরঃ শনির।
শনির চর্তুদিকে বেষ্টনকারী বলয়ের সংখ্যা কয়টি?
উওরঃ ৩ টি।
শনির ভূ-ত্বক কিসে আচ্ছন্ন?
উওরঃ বরফে।
৭.ইউরেনাস (Uranus):
ইউরেনাস আবিষ্কৃত হয় কত সালে?
উওরঃ ১৩মার্চ ১৭৮১ সালে।
ইউরেনাসের আবিস্কারক কে?
উওরঃ উইলিয়াম হার্শেল।
ইউরেনাসের উপগ্রহ কয়টি?
উওরঃ ২৭টি। যথা: এরিয়েল, আমব্রিয়েল, ওবেরন, টাইটানিয়া,মিরান্ডা ইত্যাদি।
"সবুজ গ্রহ" বলা হয় কাকে?
উওরঃ ইউরেনাস কে।
৮.নেপচুন (Neptune):
নেপচুনের ব্যাস কত?
উওরঃ ৪৯,৫২৮ কিলোমিটার।
নেপচুন আবিষ্কৃত হয় কত সালে?
উওরঃ ২৩ সেপ্টেম্বর ১৮৪৬ সালে।
নেপচুনের মোট উপগ্রহ কয়টি?
উওরঃ ১৩ টি। এদের মধ্যে নিরিড, ডেম্পিমা, থ্যালাসা, গ্যালাটি, নাইয়াড,প্রোটিয়াস উল্লেখযোগ্য।
সৌরজগতের বায়ুপ্রবাহ সবচেয়ে বেশি কোন গ্রহে?
উওরঃ নেপচুনে। এখানে ঘন্টায় ২০০০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।
চাঁদ (Moon):
পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
উওরঃ চাঁদ।
চাঁদের বয়স কত?
উত্তরঃ ৪.৬ বিলিয়ন বছর।
চাঁদের ব্যাস কত?
উত্তরঃ ৩,৪৭৬ কিলোমিটার।
পৃথিবী থেকে চাদেঁর গড় দূরত্ব কত?
উত্তরঃ ৩,৮৪,০০০ কিলোমিটার।
পৃথিবী পরিভ্রমণ করতে চাঁদের সময় লাগে কত দিন?
উত্তরঃ ২৭ দিন।
নিজ অক্ষের উপর চাঁদের ঘূর্ণনের সময় লাগে কত দিন?
উত্তরঃ ২৭.৩ দিন।
মানুষ প্রথম চাঁদে অবতরণ করে কবে?
উওরঃ ১৯৬৯ সালের ২০ জুলাই।
কোন নভোযানের মাধ্যমে প্রথম মানুষ চাঁদে পা রাখে?
উত্তরঃ অ্যাপোলো-১১।
উত্তরঃ ৪.৬ বিলিয়ন বছর।
চাঁদের ব্যাস কত?
উত্তরঃ ৩,৪৭৬ কিলোমিটার।
পৃথিবী থেকে চাদেঁর গড় দূরত্ব কত?
উত্তরঃ ৩,৮৪,০০০ কিলোমিটার।
পৃথিবী পরিভ্রমণ করতে চাঁদের সময় লাগে কত দিন?
উত্তরঃ ২৭ দিন।
নিজ অক্ষের উপর চাঁদের ঘূর্ণনের সময় লাগে কত দিন?
উত্তরঃ ২৭.৩ দিন।
মানুষ প্রথম চাঁদে অবতরণ করে কবে?
উওরঃ ১৯৬৯ সালের ২০ জুলাই।
কোন নভোযানের মাধ্যমে প্রথম মানুষ চাঁদে পা রাখে?
উত্তরঃ অ্যাপোলো-১১।
সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে পা রাখেন কে?
উওরঃ মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং।
শান্ত সাগর কোথায় অবস্থিত?
উওরঃ চাঁদে।
চাঁদে প্রথম কোন নভোযান পাঠানো হয়?
উওরঃ লুনা-১।
চাঁদে প্রথম নভোযান পাঠায় কোন দেশ?
উওরঃ সোভিয়েত ইউনিয়ন (২ জানুয়ারী ১৯৫৯ সালে)।
ভারতের প্রথম মনুষ্যবিহীন নভোযানের নাম কি?
উওরঃ চন্দ্রযান-১।
চাঁদে অভিযান চালিয়েছে কয়টি দেশ?
উওরঃ ৫ টি। রাশিয়া,চীন,ভারত,যুক্তরাষ্ট্র ও জাপান এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি।
চীন প্রথম চাঁদে কোন নভোযান পাঠায়?
উওরঃ Change-1 (২৪ অক্টোবর,২০০৭ সালে)।
চন্দ্রের একবার দিন ও রাত্রির সমষ্টি পৃথিবীর কয়টি দিন ও রাত্রির সমষ্টি?
উওরঃ ১৪ টি।
চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের কত ভাগ?
উওরঃ ৬ভাগের ১ভাগ।
বামন গ্রহ:
গ্রহ হওয়ার যোগ্যতা কয়টি ও কি কি?
উওরঃ ৩টি।যথা:
১)গ্রহের নিজস্ব একটি কক্ষপথ থাকবে।
২)গ্রহর আকৃতি হতে হবে প্রায় গোলাকার।
৩)গ্রহের থাকতে হবে মাধ্যাকর্ষণ শক্তি,যার জন্য গ্রহটি নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হবে না।
বামন গ্রহ কি?
উওরঃ কোনো বস্তুপিন্ডের মধ্যে গ্রহের প্রথম দুটি বৈশিষ্ট্য থাকলেও তৃতীয় বৈশিষ্ট্য অনুপস্থিত থাকলে এবং সেটি অন্য কোনো গ্রহের উপগ্রহ না হয়ে থাকলে তাকে বলা হয় "বামন গ্রহ"।
সৌরজগতের বামন গ্রহ কয়টি?
উওরঃ ৩টি।
বামন গ্রহগুলো কি কি?
উওরঃ প্লুটো, এরিস ও সেরেস।
প্লুটো (Pluto):
প্লুটোর আয়তন কত?
উওরঃ ১.৭৯৫ × ১০^৭ বর্গ কি.মি।
প্লুটোর ব্যাস কত?
উওরঃ ২৩৯০ কিলোমিটার।
প্লুটোর উপগ্রহ কয়টি?
উওরঃ ৩ টি।যথা: শ্যারন, নিক্স ও হাইড্রা।
প্লুটো আবিস্কৃত হয় কবে?
উওরঃ ২৩ জানুয়ারী ১৯৩০ সালে।
প্লুটোর আবিস্কারক কে?
উওরঃ ক্লাউড টমবাউ।
প্লুটোর উপগ্রহের নাম কি?
উওরঃ ক্যারন।
প্লুটো গ্রহের মর্যাদা বাতিল করা হয় কবে?
উওরঃ ২৪ আগষ্ট ২০০৬ সালে।
প্লুটো গ্রহের মর্যাদা বাতিল করে কোন সংস্থা?
উওরঃ ইন্টারন্যাশনাল অ্যাসট্রোনমিকাল ইউনিয়ন (IAU)।
এরিস (Eris):
এরিস এর অফিসিয়াল নাম কি?
উওরঃ ১৩৬১৯৯ এরিস।
এরিস এর ব্যাস কত?
উওরঃ ২৪০০ বর্গ কিলোমিটার।
এরিস আবিস্কৃত হয় কবে?
উওরঃ ২১ অক্টোবর,২০০৩।
এরিস এর আবিষ্কারক কারা?
উওরঃ এম ব্রাউন, সি.এ.ট্রুজিলো ও ডি.এল র্যাবিনোভিজ।
এরিস এর উপগ্রহ কয়টি?
উওরঃ ১টি (ডিসনোমিয়া)।
সেরেস (Ceres):
সেরেস আবিষ্কৃত হয় কবে?
উওরঃ ১লা জানুয়ারি ১৮০১ সালে।
সেরেসের আবিস্কারক কে?
উওরঃ জিওসেপ্পি পিয়াজ্জি।