সিরিয়া

সিরিয়া
দেশ পরিচিতি: সিরিয়া | Photo: Quiz Bee
সভ্যতার সূতিরাগার বলা হয় কোন দেশ কে?
উত্তরঃ সিরিয়া

বিশ্বের প্রাচীন শহর?
উত্তরঃ দামেস্ক, সিরিয়া।

তালগাছের শহর বলা হয়?
উত্তরঃ সিরিয়ার পালিমিরাকে।

বিশ্বের প্রথম বর্ণমালা পাওয়া যায়?
উত্তরঃ সিরিয়ার উগারিতে। যা বর্তমানে রাস সামরা নামে পরিচিত।

সিরিয়ার রাষ্ট্রীয় নাম কি?
উত্তরঃ আরব প্রজাতন্ত্রী সিরিয়া।

সিরিয়ার রাজধানী কোথায়?
উত্তরঃ দামেস্ক।

সিরিয়ার বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ দামেস্ক।

সিরিয়ার রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ আরবি।

সিরিয়ার আইনসভার নাম কি?
উত্তরঃ পিপলস কাউন্সিল বা মজলিস আল-সাব।

সিরিয়ার প্রধান ধর্ম কোনটি?
উত্তরঃ ইসলাম।

সিরিয়ার জনসংখ্যা কত?
উত্তরঃ ২০,৩১৪,৭৪৭ জন (প্রায়)। (আদমশুমারি:২০০৭)

সিরিয়ার আয়তন কত?
উত্তরঃ ১,৮৫,১৮০ বর্গ কিলোমিটার।

সিরিয়ার মুদ্রার নাম কি?
উত্তরঃ সিরিয় পাউন্ড।

সিরিয়ার সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র।

সিরিয়া কবে সার্বভৌমত্ব প্রজাতন্ত্রে পরিণত হয়েছে?
উত্তরঃ ১৯৪৬ সালে।

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? 
উত্তরঃ বাশার আল-আসাদ।

সিরিয়া ইসরাইলের সাথে যুদ্ধে লিপ্ত হয় কত সালে?
উত্তরঃ ১৯৬৭ সালে।

মিশর ও সিরিয়া মিলে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠন করে কত সালে?
উত্তরঃ ১ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।

মিশর ও সিরিয়া মিলে গঠিত সংযুক্ত আরব প্রজাতন্ত্র পুনরায় বিভক্ত হয় কত সালে?
উত্তরঃ ১৯৬১ সালে।

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকার বিরোধী গ্রুপের নাম কি?
উত্তরঃ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল।

আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ সিরিয়া।

রাকা শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ সিরিয়া।

সিরিয়া কবে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ১৯৪৬ সালে।

সিরিয়া জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?
উত্তরঃ ১৯৫৪ সালে।

সিরিয়া মিশরের সাথে যুক্ত হয়ে যুক্ত আরব প্রজাতন্ত্র গড়ে তোলে কবে?
উত্তরঃ ১৯৫৮ সালে।

সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ কবে মৃত্যু বরণ করেছেন?
উত্তরঃ ২০০০ সালের, ১০ জুন।

প্রেসিডেন্ট আসাদের মৃত্যুর পর তাঁর উত্তরাধীকারী হিসাবে কে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন?
উত্তরঃ বাশার আর আসাদ। 

বাশার আন আসাদ কবে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন?
উত্তরঃ ১০ জুন, ২০০০।

সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আর আদাসের জীবনাবসানের পর সংবিধানের সংশোধনী আনা হয় কেন?
উত্তরঃ প্রেসিডেন্টের বয়স কমানোর জন্য।

সিরিয়া OPCW এর কততম সদস্য দেশ?
উত্তরঃ ১৯০ তম।

OPCW সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস কার্যক্রমক শুরু করে কবে?
উত্তরঃ ৬ অক্টোবর, ২০১৩।