আফগান শাসন আমল

আফগান শাসন আমল
ভারতবর্ষে আফগান শাসনের সময়কাল কত?
উত্তর: (১৫৩৯-১৫৭৫) খ্রিস্টাব্দ।

বাংলায় আফগানদের রাজধানী ছিল কোথায়?
উত্তর: গৌড়ে। পরবর্তীতে তান্ডায় স্থানান্তর করা হয়।

আফগান শূর বংশের শাসন:

শূর বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: শের খান শূর।

শের খান হুমায়ূন কে পরাজিত করে কি উপাধি ধারণ করেন?
উত্তর: শের শাহ।

বাংলায় আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে?
উওর: শের শাহ।

আফগান শাসন আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
উত্তর: গৌড়।

শের শাহ গৌড় আক্রমন করেন কত বার?
উত্তর: ২ বার।

গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর নাম কি
উওর: সড়ক ই আজম।

ভূমি ব্যবস্থা সম্পর্কিত কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন কে?
উওর: শের শাহ।

ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করেন কে?
উওর: শের শাহ।

শের শাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লীর সিংহাসন দখল করেন কত সালে?
উওর: ১৫৪০ সালে।

কনৌজের যুদ্ধ কত সালে হয়?
উওর: ১৫৪০ সালে।

কনৌজের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়?
উত্তর: শের শাহ ও হুমায়ূনের মধ্যে।

বিহারের স্বাধীন সুলতান হিসেবে নিজেকে ঘোষণা করেন?
উত্তর: শের শাহ।

শের শাহ বাংলা দখল করে কত সালে?
উত্তর: ১৫৪০ সালে।

শের শাহ কাকে সরিয়ে বাংলা দখল করেন?
উত্তর: মুঘল শাসককর্তা আলী কুলি কে।

শের শাহের সেনাপতি কে ছিলেন?
উত্তর: তাজ খান কাররানি ও সুলায়মান খান কাররানি।

ভারতবর্ষে গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
উওর:শের শাহ।

ভারতবর্ষে আফগান দুর্গ কে নির্মাণ করেন?
উওর:শের শাহ।

ভারতবর্ষে কাওরান সরাই কে নির্মাণ করেন?
উওর:শের শাহ।

ইসলাম খান:

শের শাহের পুত্রের নাম কি?
উত্তর: জালাল খান।

জালাল খান সিংহাসন আরোহনের পূর্বে কি নাম ধারণ করেন?
উত্তর: ইসলাম খান।

ইসলাম খান কত বছর রাজত্ব করেন?
উত্তর: ৮ বছর।

ইসলাম খানের মৃত্যুর সাথে সাথে বাংলায় স্বাধীনতা ঘোষণা করেন কে?
উত্তর: মুহম্মদ শাহ শূর।

মুহম্মদ শাহ শূর কত বছর বাংলা শাসন করেন?
উত্তর: ২০ বছর।

মুহাম্মদ আদিল:

ইসলাম খানের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে আরোহণ করেন কে?
উত্তর: তার নাবালক পুত্র ফিরোজ খান।

ফিরোজ খানকে হত্যা করেন কে?
উত্তর: শের খানের ভাগ্নে মুবারিজ খান।

মুবারিজ খান কি নাম ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন?
উত্তর: মুহম্মদ আদিল।

মুহম্মদ শাহ শূর নিহত হলে আদিল বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন কাকে?
উত্তর: শাহবাজ খানকে।

শাহবাজ খানকে পরাজিত করে বাংলার সিংহাসন অধিকার করেন কে?
উত্তর: মুহম্মদ শাহ শূরের পুত্র গিয়াসউদ্দিন বাহাদুর শাহ।

পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় কত সালে?
উত্তর: ১৫৫৬ সালে।

পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় কাদের মাঝে?
উত্তর: আদিল শাহের সেনাপতি হিমু ও মুঘল সম্রাট আরবরের মধ্যে।

পানিপথের দ্বিতীয় যুদ্ধে নিহত হয় কে?
উত্তর: আদিল শাহের সেনাপতি হিমু।

পানিপথের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হয় কে?
উত্তর: আদিল শাহ।

পানিপথের দ্বিতীয় যুদ্ধে আদিল পরাজিত হওয়ার পর কোন দিকে পলায়ন করেন?
উত্তর: বাংলার দিকে।

ফাতেহপুর এক যুদ্ধে আদিল শাহ কার হাতে নিহত হন?
উত্তর: বাংলার সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের।

আদিল শাহ নিহত হন কত সালে?
উত্তর: ১৫৫৭ সালে।

গিয়াসউদ্দিন শাহ কোন মুঘল সেনাপতির সাথে সন্ধি স্থাপন করেন?
উত্তর: সেনাপতি বাহাদুর শাহ ই আলমের সাথে।

গিয়াসউদ্দিন শাহ মৃত্যুবরণ করেন কত সালে?
উত্তর: ১৫৬০ সালে।

দ্বিতীয় গিয়াসউদ্দিন:

জালালইদ্দিন শূর কি উপাধি ধারণ করেন?
উত্তর: দ্বিতীয় গিয়াসউদ্দিন।

দ্বিতীয় গিয়াসউদ্দিনের মৃত্যুর পর বাংলার সিংহাসনে কে বসেন?
উত্তর: তার অজ্ঞত পুত্র।

কররানী বংশের শাসন:

বাংলায় কররানি বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: তাজ খান কাররানি।

তাজ খান কররানি কাকে হত্যা করে সিংহাসন অধিকার করেন?
উত্তর: তৃতীয় গিয়াসউদ্দিন কে।

তাজ খান কররানি কে ছিলেন?
উত্তর: শের শাহের সেনাপতি।

তাজ খান কাররানির ভাইয়ের নাম কি?
উত্তর: সুলায়মান খান।

তাজ খান কাররানির মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন কে?
উত্তর: সুলায়মান খান।

সুলায়মান খানের উজির কে ছিলেন?
উত্তর: লোদি খান।

গৌড় থেকে তান্ডায় বাংলার রাজধানী স্থাপন করেন কে?
উত্তর: সুলায়মান খান।

সুলায়মান খানের মৃত্যুর পর বাংলার সিংহাসনে কে বসেন?
উত্তর: তার পুত্র বায়জিদ।

সুলতান বায়জিদ কে হত্যা করেন কারা?
উত্তর: আফগান সর্দাররা।

সুলতান বায়জিদের পর বাংলার সিংহাসন অধিকার করেন কে?
উত্তর: সুলায়মান খানের দ্বিতীয় পুত্র দাউদ কররানী

দাউদ কররানী:

বাংলার কোন সুলতান বিশাল রাজ্য ও ধন ঐশ্বর্য্য দেখে নিজেকে সম্রাট আকবরের সমকক্ষ ভাবতে থাকেন?
উত্তর: দাউদ কররানী।

কোন আফগান শাসক বাদশা উপাধি ধারণ করেন?
উত্তর: দাউদ কররানী।

কোন আফগান শাসক নিজ নামে খুতবা পাঠ ও মুদ্রা প্রচলন করেন?
উত্তর: দাউদ কররানী।

সম্রাট আকবর ক্ষুব্ধ হয়ে কররানী রাজ্য আক্রমনের নির্দেশ দেন কাকে?
উত্তর: সেনাপতি মুনিম খানকে।

কার পরামর্শে দাউদ খান মুনিম খানের সাথে ধনরত্ন নিয়ে আপোস করেন?
উত্তর: মুনিম খানের বন্ধু ও দাউদ খানের উজির লোদি খানের।

উজির লোদী খানকে ভুল বুঝে হত্যা করেন কে?
উত্তর: দাউদ কররানী।

সেনাপতি মুনিম খান বিহার জয় করেন কত সালে?
উত্তর: ১৫৭৩ সালে।

সেনাপতি মুনির খান তান্ডায় অক্রমন করলে আফগানরা পলায়ন করেন কোথায়?
উত্তর : হুগলি জোলার সপ্তগ্রামে।

দাউদ খান কোথায় পালিয়ে যান?
উত্তর: উড়িষ্যায়।

সেনাপতি মুনির খান মুঘল সাম্রাজ্যের বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন কোথায়?
উত্তর: তান্ডায়।

সেনাপতি মুনির খান কিভাবে মারা যান?
উত্তর: প্লেগ রোগে।

সেনাপতি মুনির খানের মৃত্যুর পর বাংলা পুনরায় অধিকার করেন কে?
উত্তর: দাউদ খান।

সেনাপতি মুনির খানের মৃত্যুর পর আকবর বাংলার শাসককর্তা হিসেবে প্রেরণ করেন কাকে?
উত্তর: খানজাহান হুসেন কুলি খান কে।

খানজাহান হুসেন কুলি খানের সহকারী নিযুক্ত হন কে?
উত্তর: রাজা টোডরমল।

দাউদ কাররানি মুঘল সৈন্যদের বাধা দেন কোথায়?
উত্তর: রাজমহলে।

রাজমহলে মুঘল ও আফগানদের মধ্যে যুদ্ধ হয় কত সালে?
উত্তর: ১৫৭৬ সালে।

মুঘলদের সাহায্যে এগিয়ে আসেন কে?
উত্তর: বিহারের শাসনকর্তা মুজীফফর খান।

রাজমহলের যুদ্ধে পরাজিত হয় কে?
উত্তর: দাউদ খান।

বাংলার শেষ আফগান শাসক কে?
উত্তর: দাউদ খান কররানী।