বাহরাইন
April 26, 2021
![]() |
বাহরাইন | Original Photos: Getty Images |
উত্তর: বাহরাইন।
বাহরাইন কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ এশিয়া।
বাহরাইনের রাষ্ট্রীয় নাম কী?
উত্তরঃ বাহরাইন রাজ্য।
বাহরাইনের রাজধানী কোথায়?
উত্তরঃ মানামা।
বাহরাইনের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ মানামা।
বাহরাইনের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ আরবি।
বাহরাইনের প্রধান ধর্ম কি?
উত্তরঃ ইসলাম।
বাহরাইনের জনসংখ্যা কত?
উত্তরঃ ৭৯১,০০০ জন।(আদমশুমারি:২০০৯)
বাহরাইনের আয়তন কত?
উত্তরঃ ৭৮০ বর্গ কিলোমিটার।
বাহরাইনের মুদ্রার নাম কি?
উত্তরঃ বাহারাইনী দিনার।
বাহরাইনের সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ সংবিধানিক রাজতন্ত্র।
মধ্যপ্রাচ্যের সর্বাধিক ঘনবসতির দেশ কোনটি?
উত্তর: বাহরাইন।
পারস্য উপসাগরীয় একমাত্র দ্বীপ রাষ্ট্র কোনটি?
উত্তর: বাহরাইন।
বাহরাইন কতটি দ্বীপ নিয়ে গঠিত?
উত্তর: ৩৬ টি।
বাহরাইন স্বাধীনতা অর্জন করে কবে?
উওর: ১৯৭১ সালের ১৫ আগষ্ট।
বাহরাইন কত বছর ব্রিটেনের অধীনে ছিলেন?
উওর: ৯০ বছর।
বাহরাইন সরকার প্রধান কে?
উওর: আমির।
কোন সালে বাহরাইনে তেল আবিস্কার হয়?
উওর: ১৯৩২ সালে।