মধ্যযুগের বাংলা সাহিত্য: রোমান্টিক প্রণয়োপাখ্যান
July 14, 2021

রোমান্টিক প্রণয়োপাখ্যান কাকে বলে?
উত্তর: রোমান্টিক কাব্যই প্রণয়োপাখ্যান। বাংলা সাহিত্যে মধ্যযুগে মুসলিম কবিরা প্রধানত আরবি, ফারসি, হিন্দি প্রভৃতি ভাষা থেকে প্রেমমূলক অনুবাদ কাব্য রচনা করেছেন। যা বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয়োপখ্যান হিসেবে পরিচিত।
বাংলা সাহিত্যে প্রণয়োপাখ্যান রচনাকাল কত?
উত্তর: পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত। প্রায় ৪০০ বছর ধরে এই সাহিত্য রচনা হয়েছে।
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে?
উত্তরঃ কবি শাহ মুহাম্মদ সগীর।
বাংলা সাহিত্য প্রথম মুসলিম কবি কে?
উত্তর: শাহ মুহম্মদ সগীর।
মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলিম কবিগণের উল্লেখ্যযোগ্য অবদান কি?
উত্তর: রোমান্টিক প্রণয়োপাখ্যান রচনা।
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কাব্য কোনটি?
উত্তর: ‘ইউসুফ-জোলেখা’।
‘ইউসুফ-জোলেখা’ প্রণয়োপাখ্যানটির কার লেখা?
উত্তর: শাহ মুহম্মদ সগীর।
‘ইউসুফ-জোলেখা’ কাব্য কে কে রচনা করেন?
উত্তর: প্রথম রচনা করেন শাহ মুহম্মদ সগীর- পঞ্চদশ শতাব্দী, আব্দুল হাকিম সপ্তদশ শতাব্দীতে রচনা করেন এবং সাফাত উলাহ ও ফকির গরিবুল্লাহ রচনা করেন অষ্টাদশ শতাব্দী।
‘লায়লী-মজনু’ প্রণয়োপাখ্যানটির কে রচনা করেন?
উত্তর: দৌলত উজীর বাহরাম খান।
দৌলত উজির বাহরাম খান কোন শতাব্দীর কবি ছিলেন?
উত্তর: ষোড়শ শতাব্দীর।
‘মধুমালতী’ প্রণয়োপাখ্যানটির কে রচনা করেন?
উত্তর: মুহম্মদ কবীর।
পদ্মাবতী প্রণয়োপাখ্যানটি কে রচনা করেন?
উত্তর: আলাওল।
আরাকানের কবি ছিলেন?
উত্তর: আলাওল।
সতীময়না প্রণয়োপাখ্যানটি কে রচনা করেন?
উত্তর: লোরচন্দ্রানী- দৌলত কাজী।
মধ্যযুগে ফারসি ভাষা থেকে অনুদিত প্রণয়োপাখ্যান গুলো কি কি?
উঃ ইউসুফ-জুলেখা, লাইলী-মজনু, সয়-ফুলমুলুক বদিউজ্জামাল, গুলে বকাওয়ালী ইত্যাদি।
মধ্যযুগে হিন্দী ভাষা থেকে অনুদিত প্রণয়োপাখ্যান গুলো কি কি?
উত্তর: পদ্মাবতী, মধুমালতী, মৃগাবতী, সতী ময়না লোরচন্দ্রনী ইত্যাদি।