সুলতানি শাসন আমল: বাংলা সালতানাত
April 25, 2021

উত্তর: গৌড়, পান্ডুয়া ও সোনারগাঁও।
বাংলার মুসলমানদের প্রথম রাজধানীর নাম কি?
উত্তর: গৌড়।
সুলতানি আমলে মুদ্রার নাম কি ছিল?
উত্তর: টঙ্কা।
সুলতানি আমলে পৃথিবীর সবচেয়ে ধনী বাণিজ্য দেশ হিসেবে ইউরোপে পরিচিত ছিল?
উত্তর: বাংলা।
গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মাণ করা হয়?
উত্তর: হোসেন শাহ।
কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন কে?
উত্তর: নাদির শাহ।
সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন?
উওর: মহাকবি ফেরদৌসী।
কাশ্মীরের আকবর বলা হয় কাকে?
উওর: জয়নুল আবেদীনকে।
স্বাধীন সুলতানগণ বাংলাদেশ শাসন
করেন কত বছর?
উওর: ২০০ বছর।
স্বাধীন সুলতানগণ বাংলাদেশ শাসন
করেন?
উত্তর: ১৩৩৮ থেকে ১৫৩৮ সাল পর্যন্ত।
সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহ বাংলা শাসন করেন কত বছর?
উওর: ২১ বছর।
সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহ বাংলা শাসনের সময়কাল কত?
উত্তর: ১৩০১ থেকে ১৩২২ সাল পর্যন্ত।
সুলতান মাহমুদের রাজসভার শ্রেষ্ঠতম দার্শনিক ও জ্যোতির্বিদ কে ছিলেন?
উওর: আল বেরুনী।
ফখরুদ্দিন মোবারক শাহ (১৩৩৮-১৩৪৯):
বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
উত্তর: ফখরুদ্দিন মোবারক শাহ।
বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের প্রতিষ্ঠা হয় কত সালে?
উত্তর: ১৩৩৮ সালে।
স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা কে?
উওর: ফখরুদ্দিন মোবারক শাহ।
বাংলার প্রথম স্বাধীন সুলতানি যুগের প্রতিষ্ঠাতা কে?
উওর: ফখরুদ্দিন মোবারক শাহ।
ফখরুদ্দিন মোবারক শাহ এর মাধ্যমে সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষিত হয় কত সালে?
উওর: ১৩৩৮ সালে।
ফখরুদ্দিন মোবারক শাহের রাজধানী কোথায় ছিল?
উত্তর: সোনারগাঁও।
চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত সুদীর্ঘ সড়ক নির্মাণ করেন কে?
উওর: ফখরুদ্দিন মোবারক শাহ।
কোন সুলতানের রাজত্বকালে ইবনে বর্তুতা বাংলায় সফর করেন?
উত্তর: ফখরুদ্দিন মুবারক শাহ।
ইবনে বতুতার ভারত সফর সংক্রান্ত বইয়ের নাম কি?
উওর: কিতাবুল রেহালা (সফরনামা)।
ইবনে বতুতা কোন দেশের অধিবাসী?
উত্তর: মরক্কোর অধিবাসী
ইবনে বতুতা বাংলায় আসেন কত সালে?
উওর: ১৩৪৭ সালে।
ইবনে বতুতা বাংলায় আসেন কার শাসন আমলে?
উত্তর: ফখরুদ্দিন মোবারক শাহ এর আমলে।
ইলিয়াস শাহি রাজবংশ (১৩৫২-১৪১৪):
কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ্ নামে?
উত্তর: শামসুদ্দিন ইলিয়াস শাহ।
বাংলা নামের প্রচলন করেন কে?
উত্তর: ইলিয়াস শাহ।
শাহ-ই-বাঙ্গালা বলা হয় কাকে?
উওর: ইলিয়াস শাহ কে।
কোন মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন?
উওর: ইলিয়াস শাহ।
ইলিয়াস শাহী বংশ উচ্ছেদ করেন কে?
উওর: রাজা গণেশ।
ইলিয়াস শাহ এর সবচেয়ে গৌরবময় বিজয় কি
উওর: পূর্ববঙ্গের বিজয়।
রাজা গণেশের পুত্র যদু ইসলাম ধর্ম গ্রহণ করার পর কি নামকরণ করেন?
উওর: জালাল উদ্দিন মাহমুদ শাহ।
জালাল উদ্দিন মাহমুদ শাহ এর পিতার নাম কি?
উওর: রাজা গণেশ।
সিকান্দার শাহ(১৩৫৮–১৩৯০):
মালদহের বড় পান্ডুয়ার বিখ্যাত আদি মসজিদ নির্মাণ করেন কে?
উওর: সিকান্দার শাহ।
সিকান্দার শাহর রাজধানী কোথায় ছিল?
উত্তর: পান্ডুয়া।
সিকান্দার শাহ কার হাতে হত্যা হয়?
উত্তর: তার নিজ পুত্র গিয়াসউদ্দিন আজম শাহের হাতে।
গিয়াসউদ্দিন আজম শাহ (১৩৮৯-১৪১০):
মধ্যযুগে মুসলিম সুলতানদের রাজধানী ছিল?
উত্তর: সোনারগাঁও।
ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
উত্তর: গিয়াসউদ্দীন আজম শাহ।
পরিব্রাজক মা-হুয়ান ভারত সফর করেন?
উত্তর: গিয়াসউদ্দীন আজম শাহর শাসন আমলে।
মা-হুয়ান কোন দেশের পরিব্রাজক ছিলেন?
উত্তর: চীনের পরিব্রাজক।
পরিব্রাজক মা-হুয়ান ভারত সফর করেন কত সালে?
উত্তর: ১৪০৫ সালে।
পরিব্রাজক মা-হুয়ান সোনারগাঁও সফর করেন কত সালে?
উওর: ১৪০৬ সালে।
কবি শাহ মুহম্মদ সগীর তার বিখ্যাত রচনা ইউসুফ জুলেখা কখন করেন?
উত্তর: গিয়াস উদ্দিন আযম শাহের সময়।
রামায়ণের বাংলা অনুবাদ করা হয় কখন?
উত্তর: গিয়াস উদ্দিন আযম শাহের সময়।
চীনের মিং সাম্রাজ্যের সাথে বাংলার কোন সুলতান কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন?
উত্তর: গিয়াস উদ্দিন আযম শাহ।
বাংলার কোন সুলতান মক্কা ও মদিনায় দূত প্রেরণ করেন?
উত্তর: গিয়াস উদ্দিন আযম শাহ।
গিয়াস উদ্দিন আযম শাহের মাজার সমাধি কোথায়?
উত্তর: সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
সাইফউদ্দিন হামজা শাহ (১৪১০-১৪১২):
“লতানুস সালাতিন” কার উপাধি?
উত্তর: সাইফউদ্দিন হামজা শাহের।
কোন সুলতানের শাসন আমলে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়?
উত্তর: সাইফউদ্দিন হামজা শাহের।
রাজা গণেশের পরিবার (১৪১৪-১৪৩৫):
রাজা গণেশ কাকে ক্ষমতাচুত্য করে ক্ষমতায় আসে?
উত্তর: আলাউদ্দিন ফিরোজ শাহ কে।
রাজা গণেশের পুত্রের নাম কি?
উত্তর: যদু।
যদু ইসলাম গ্রহণের পর কি নাম ধারণ করেন?
উত্তর: জালালউদ্দিন মুহাম্মদ শাহ।
সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহ কে ক্ষমতাচুত্য করে পুনরায় সিংহাসন দখল করেন কে?
উত্তর: তার পিতা রাজা গণেশ।
সুলতান জালালউদ্দিন আবার পুনরায় ক্ষমতা দখল করেন কবে?
উত্তর: ১৪১৮ সালে।
সুলতান জালালউদ্দিন পান্ডুয়া থেকে রাজধানী কোথায় সরিয়ে নেন?
উত্তর: গৌড়ে।
সুলতান জালালউদ্দিন শাহের উদ্ধারকৃত শিলালিপির নাম কি?
উত্তর: সুলতানগঞ্জ লিপি ও মান্দ্রা লিপি।
সুলতান জালালউদ্দিন শাহের পুত্রের নাম কি?
উত্তর: শামসউদ্দিন আহমাদ শাহ।
পুনপ্রতিষ্ঠিত ইলিয়াস শাহি রাজবংশ (১৪৩৫-১৪৮৭):
নাসির উদ্দিন মাহমুদ বাংলা সিংহাসনে বসেন কত সালে
উওর: ১৪৩৬ সালে।
বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
উত্তর: ষাট গম্বুজ মসজিদ।
ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন?
উত্তর: নাসির উদ্দিন।
ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর: বাগেরহাট।
সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ কত বছর বাংলা শাসন করেন?
উত্তর: ২৪ বছর।
নাসিরুদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন কে?
উওর: রুকনুদ্দিন বরবক শাহ।
হাবশি শাসন (১৪৮৭-১৪৯৪):
বাংলায় হাবশি শাসন এর প্রতিষ্ঠাতা কে?
উওর: বারবক শাহজাদা।
বাংলায় হাবশি শাসন স্থায়ী হয় কত বছর?
উওর: ৬ বছর।
বাংলায় হাবশি শাসনের সময়কাল কত?
উত্তর: ১৪৮৭-১৪৯৩।
হোসেন শাহি রাজবংশ (১৪৯৪-১৫৩৮):
হোসেন শাহী যুগ এর প্রতিষ্ঠাতা কে?
উওর: সুলতান আলাউদ্দিন হোসেন শাহ।
হোসেন শাহী যুগের সর্বশ্রেষ্ঠ সুলতান কে?
উওর: আলাউদ্দিন হোসেন শাহ।
বাংলার আকবর বলা হয় কাকে?
উওর: আলাউদ্দিন হোসেন শাহ কে।
নৃপতি তিলক ও জগতভূষণ উপাধি কার ছিল?
উওর: আলাউদ্দিন হোসেন শাহের।
শ্রী চৈতন্যের আবির্ভা ঘটেছিল কার শাসনামলে?
উত্তর: আলাউদ্দিন হোসেন শাহের।
আলাউদ্দিন হোসেন শাহের রাজধানীর নাম কি ছিল?
উওর: একডালা।
কার শাসন আমলে হযরত শাহাজালাল (র:) সিলেটে আসেন?
উওর: সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ।
হযরত শাহাজালাল (র:) কোন দেশের আধিবাসী ছিলেন?
উত্তর: ইয়েমেন।
গৌড় গৌবিন্দ কোন অঞ্চলের রাজা ছিলেন?
উত্তর: সিলেট।
বাংলার কোন সুলতানের সময় ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল?
উওর: নুসরাত শাহের সময়ে।
বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উওর: শামসুদ্দিন ফিরোজ শাহ।
গৌড়ের কদম রসূল ও বড় সোনা মসজিদ নির্মাণ করেন কে?
উওর: নুসরত শাহ।
সুরি সাম্রাজ্যের অধীন বাংলার গভর্নর (১৫৩২-১৫৫৫):
হুমায়ুন পরাজয় মানতে বাধ্য হন কার কাছে?
উওর: আফগান নেতা শেরশাহ শুরির কাছে।
প্রথম রুপিয়া নামক মুদ্রার প্রচলন করেন কে?
উত্তর: শেরশাহ শুরি।
শেরশাহ শুরি সম্রাট হওয়ার পর বাংলার গভর্নর কে হন?
উত্তর: খিজির খান।
কররানী রাজবংশ (১৫৬৪-১৫৭৬):
বাংলার শেষ আফগান শাসক কে?
উওর: দাউদ খান কররানী।
সম্রাট আকবর বাংলা জয় করেন কার আমলে?
উওর: দাউদ খান কররানীর শাসনামলে।
কররানী বংশের কোন শাসক স্বাধীন সম্রাট এর মত বাদশাহ উপাধি গ্রহণ করেন এবং খুতবা পাঠ ও মুদ্রা জারি করেন?
উওর: দাউদ খান কররানী।
আলিকোটার যুদ্ধ কত সালে সংঘটিত হয় কত সালে?
উওর: ১৫৬৫ সালে।
রাজমহলের যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উওর: ১৫৭৬ সালে।
রাজমহলের যুদ্ধ সংঘটিত হয় কাদের মাঝে?
উত্তর: দাউদ কররানী ও সম্রাট আকবরের মধ্যে।
বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন?
উত্তর: দাউদ খান কররানী।