আদি বাংলা সাহিত্য: চর্যাপদ

আদি বাংলা সাহিত্য: চর্যাপদ
বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কি কি?
উওর: চর্যাচর্যবিনিশ্চয় / চর্যাগীতিকোষ / চর্যাগীতি /চর্যাপদ ও দোহাকোষ।

বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
উওর: চর্যাপদ

চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
 উত্তর: ১৯৭৯ সালে।

চর্যাপদের আবিষ্কারক কে?
উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী।

হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি?
উত্তর: মহামহোপাধ্যায়।

কোথায় থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়?
উওর: ১৯০৭ সালের নেপালের রাজগ্রন্থ থেকে।

চর্যাপদ মূলত কিসের সংকলন?
উওর: গানের সংকলন।

চর্যাপদগুলা কোন ভাষায় রচিত?
উওর: সন্ধা বা সান্ধ্য ভাষায় রচিত।

চর্যাপদ গ্রন্থে প্রথম পদ কার লেখা?
উওর: লুইপার লেখা।

চর্যাপদ এর পদ বা গান সংখ্যা কত?
উওর: সুকুমার  সেন এর হিসাবে ৫১টি এবং ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর ক্ষেত্রে ৫০ টি।

চর্যাপদের আদি কবি বা বাংলা সাহিত্যের প্রথম কবি কে?
উওর: লুইপা।

চর্যাপদ এর দ্বিতীয় সর্বোচ্চ পদ লেখেন কে?
উওর: ভুসুকুপা ৮টি এবং সর্বাধিক পদ কাহ্নপা ১৩ টি।
    
চর্যাপদ কবে জনসম্মুক্ষে আসে?
 উওর: ১৯১৬ খ্রিস্টাব্দে (১৩২৩বঙ্গাব্দ)।

চর্যাপদ কোথায় থেকে প্রকাশিত হয়ে জনসম্মুক্ষে আসে?
উত্তর: কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।

চর্যাপদ কি শিরোনামে প্রকাশিত হয়?
উত্তর: বৌদ্ধগান ও দোহা শিরোনামে।

চর্যাপদ কার সম্পাদনায় প্রকাশিত হয়? 
উত্তর: মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।

চর্যাপদ কিভাবে রচিত?
উওর: এর পদ গুলো  প্রাচীন কোন ছন্দে রচিত তা আজও বলা সম্ভব নয়। তবে আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য।

চর্যাপদ এর টিকাকার কে?
উওর: মুনিদত্ত।

বাংলা সাহিত্যের আদি কবি কে?
উত্তর: হরপ্রসাদ শাস্ত্রীর মতে লুইপা ও ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে শবরপা।

চর্যাপদে মোট কতজন কবি পাওয়া যায়?
উত্তর: ২৪ জন।

লুইপা কে ছিলেন?
উওর: প্রবীণ বৌদ্ধসিদ্ধাচার্য ও চর্যাপদের কবি।

লুইপা কোন সময়ের কবি ছিলেন?
উওর: ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর অনুমান ৭৩০থেকে ৮১০ খ্রিস্টাব্দ পর্যন্ত লুইপা জীবিত ছিলেন।

চর্যাপদের প্রথম পদটি কার লেখা?
উওর: লুইপার।

লুইপা চর্যার পদ লিখেছেন কতটি?
উওর: দুইটি। যথা: ১ ও ২৯ সংখ্যক।

লুইপা রচিত কয়টি সংস্কৃত গ্রন্থের নাম পাওয়া যায়?
উওর: পাঁচটি। যথা: অভিসময় বিভঙ্গ,বজ্রসত্ত্ব সাধন,বুদ্ধদয়, ভগবদাভসার, তত্ত্বস্বভাব।

চর্যাপদ এর সর্বাধিক পত্র রচনা করেন কে?
উওর: কাহ্নপা।

কাহ্নপা কয়টি পদ রচনা করেন এবং কি কি?
উওর: ১৩টি। যথা: ৭, ৯ থেকে ১৩, ১৮, ১৯, ৩৬, ৪০, ৪২, ৪৫ এবং ২৪ নং পদটি কাহ্নপা রচিত তবে পাওয়া যায় নি।

চর্যাপদের উল্লেখযোগ্য কবি হলো-
উত্তর: লুইপা, কাহ্নপা, ভুসুকপা, সরহপা, শবরীপা, লাড়ীডোম্বীপা, বিরূপা, কুম্বলাম্বরপা, ঢেন্ডনপা, কুক্কুরীপা, কঙ্ককপা ইত্যাদি।

চর্যাপদের কাল নির্ণয় করেন কে?
উত্তর: ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ।