সুলতানি শাসন আমল: দিল্লি সালতানাত
April 25, 2021
1

ইতিহাসে মধ্যযুগ কি হিসেবে পরিচিত?
উত্তর: অন্ধকার যুগ।
দিল্লি সালতানাতের সময়কাল কত থেকে কত?
উত্তর: ১২০৬ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দ।
মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনকালকে কি বলে?
উত্তর: দিল্লি সালতানাত।
মধ্যযুগে ভারতীয় উপমহাদেশ শাসন করে কারা?
উত্তর: তুর্কি ও আফগান রাজবংশের শাসকরা।
ঘুরি সাম্রাজ্যের অন্যতম মহান শাসক কে ছিলেন?
উত্তর: মুহাম্মদ ঘুরি।
মুহাম্মদ ঘুরির সাবেক দাস কে ছিলেন?
উত্তর: কুতুবউদ্দিন আইবেক।
কুতুবউদ্দিন আইবেক (১২০৬-১২১০ খ্রিস্টাব্দ):
দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে?
উওর: কুতুবউদ্দিন আইবেক।
সালতানাত প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১২০৬ সালে।
ভারতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
উওর: কুতুবউদ্দিন আইবেক।
দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন কে?
উওর: কুতুবউদ্দিন আইবেক।
"লাখ বখশ" বলা হতো কাকে?
উওর: কুতুবউদ্দিন আইবেক কে।
কুতুবউদ্দিন আইবেক কে “লাখ বখশ” বলা হয় কেন?
উত্তর: দানশীলতার জন্য।
ভারতবর্ষে তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উওর: কুতুবউদ্দিন আইবেক।
দিল্লির সালতানাতের গোড়াপত্তন করেছিলেন কে?
উত্তর: কুতুবউদ্দিন আইবেক।
শামসুদ্দিন ইলতুতমিশ (১২১১-১২৩৬ খ্রিস্টাব্দ):
দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উওর: শামসুদ্দিন ইলতুতমিশ।
কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন কে?
উওর: শামসুদ্দিন ইলতুতমিশ।
সুলতানই আজম কার উপাধি?
উত্তর: শামসুদ্দিন ইলতুতমিশ।
শামসুদ্দিন ইলতুতমিশ কে সুলতানই আজম উপাধি দেন কে?
উত্তর: বাগদানের খলিফা।
বাগদাদের খলিফা কর্তৃক স্বীকৃতি ও উপাধি দেওয়া হয় কাকে?
উওর: শামসুদ্দিন ইলতুতমিশ।
রাজিয়া সুলতানা (১২৩৬-১২৪০ খ্রিস্টাব্দ):
দিল্লির সিংহাসনে প্রথম মুসলিম নারী শাসক কে?
উওর: সুলতানা রাজিয়া।
সুলতানা রাজিয়ার পিতার নাম কি?
উত্তর: ইলতুতমিশ।
খিলজি বংশ (১২৮৭-১৩২০ খ্রিস্টাব্দ):
খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জালালউদ্দিন ফিরোজ খিলজি।
খিলজি বংশের রাজধানী কোথায় ছিল?
উত্তর: দিল্লি।
মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করেন কে?
উত্তর: আলাউদ্দিন খিলজি।
কার আমলে হুলিয়া ও দাস প্রথা সৃষ্টি হয়?
উওর: আলাউদ্দিন খিলজী।
কোন মুসলমান শাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন?
উত্তর: আলাউদ্দিন খিলজি।
কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দক্ষিণাত্য জয় করেন?
উত্তর: মালিক কাফুর।
খিলজি বংশের শেষ সুলতান কে?
উত্তর: কুতুবউদ্দিন মোবারক শাহ খিলজি।
তুঘলক রাজবংশ (১৩২০-১৪১৫ খ্রিস্টাব্দ):
সুলতানি আমলে মুদ্রা তৈরির প্রধান ধাতু কি?
উত্তর: তামা।
বাংলায় তাম্র মুদ্রা প্রচলন হয় কার আমলে?
উওর: মুহাম্মদ বিন তুঘলকের আমলে।
ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে?
উত্তর: মুহাম্মদ বিন তুঘলক।
দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
উত্তর: মুহাম্মদ বিন তুঘলক।
ইবনে বর্তুতা ভারতবর্ষে আসেন কার আমলে?
উওর: মুহম্মদ বিন তুঘলকের আমলে।
সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন কে?
উত্তর: মুহম্মদ বিন তুঘলক।
মুহাম্মদ বিন তুঘলক কত বছর শাসন করেন?
উত্তর: ২৬ বছর।
ফিরোজ শাহের পিতার নাম কি?
উত্তর: মুহাম্মদ বিন তুঘলক।
ফিরোজ শাহ কত বছর শাসন করেন?
উত্তর: ৭ বছর।
সৈয়দ রাজবংশ ( ১৪১৫-১৪৫১ খ্রিস্টাব্দ):
সৈয়দ বংশের শাসনকাল কত?
উত্তর: ১৪১৫-১৪৫১ খ্রিস্টাব্দ।
সৈয়দ রাজবংশের প্রথম শাসক কে?
উত্তর: খিজির খান।
লোদি রাজবংশ ( ১৪৫১- ১৫২৬ খ্রিস্টাব্দ):
সালতানাতের শেষ সুলতান কে ছিলেন?
উত্তর: ইবরাহীম লোদী।
পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হন কে?
উত্তর: সুলতান ইবরাহীম লোদী।
মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটে?
উত্তর: প্রথম পানি পথ যুদ্ধে সুলতান ইবরাহীম লোদীর পরাজয়ের মধ্য দিয়ে।