বাংলা সাহিত্যের সকল প্রথম: কাব্য, গদ্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ
April 25, 2021
1

বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন কোনটি?
উত্তর: চর্যাপদ।
রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কে?
উত্তর: কবি কৃত্তিবাস।
রামায়ণ প্রথম মহিলা অনুবাদক কবি কে?
উত্তর: চন্দ্রাবতী।
বাংলা সাহিত্যের প্রথম চরিত্র কি?
উত্তর: নিরঞ্জন।
বাংলা ভাষায় রচিত প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
উওর: ইউসুফ জুলেখা।
ইউসুফ জুলেখা প্রণয়োপাখ্যানটির রচয়িতা কে?
উওর: শাহ মুহাম্মদ সগীর।
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি কে?
উত্তর: শাহ মুহাম্মদ সগীর।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
উত্তর: শাহ মুহাম্মদ সগীর।
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি?
উওর: পদ্মিনী উপাখ্যান।
পদ্মিনী উপাখ্যান রচনা করেন কে?
উওর: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের।
বাংলা সাহিত্যের প্রথম পরিবেশ সচেতন কবি কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।
বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি কে?
উত্তর: চন্ডীদাস।
বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
উওর: মেঘনাদবধ কাব্য।
মেঘনাদবধ কাব্য গ্রন্থটির রচয়িতা কে?
উওর: মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রহী কবি কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের সনেট কবিতার প্রবর্তক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম সনেট কোনটি?
উত্তর: চতুর্দশপদী কবিতাবলী।
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতা কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি?
উত্তর: বিরাঙ্গনা কাব্য।
বাংলা সাহিত্যের প্রথম গীতকবি কে?
উত্তর: বিহারীলাল চক্রবর্ত্তী।
বাংলা সাহিত্যের প্রথম গীতিকবিতার রচয়িতা কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম গীতিকবিতা কোনটি?
উত্তর: আত্মবিলাপ।
বাংলা সাহিত্যের ইতালীয় সনেটের প্রবর্তক কে?
উত্তর: প্রমথ চৌধুরি।
বাংলা সাহিত্যের প্রথম দেহত্মবাদী কবি কে?
উত্তর: ত্রিপতী বন্দোপাধ্যায়।
বাংলা সাহিত্যের প্রথম অনুবাদ কাব্য কোনটি?
উত্তর: শ্রীরাম পাঁচালি।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উত্তর: চন্দ্রাবতী।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা মুসলিক কবি কে?
উত্তর: মাহমুদা খাতুন সিদ্দিকা।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি কে?
উত্তর: কায়কোবাদ।
প্রবন্ধ:
বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম কি?
উওর: বেদান্ত।
বেদান্ত গ্রন্থটির রচয়িতা কে?
উওর: রাজা রামমোহন রায়।
নাটক ও প্রহসন:
বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটকের নাম কি?
উওর: ভদ্রার্জুন।
ভদ্রার্জুন নাটকটির রচয়িতা কে?
উওর: তারাচরণ শিকদার।
বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটকের নাম কি?
উওর: কুলীনকুলসর্বস্ব।
কুলীনকুলসর্বস্ব নাটকটি রচয়িতা কে?
উওর: রামনারায়ণ তর্করত্ন।
বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কি?
উওর: কৃষ্ণকুমারী।
কৃষ্ণকুমারীর নাটকের রচয়িতা কে?
উওর: মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক কোনটি?
উত্তর: পদ্মাবতী।
পদ্মাবতী নাটকটির রচয়িতা কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক/সার্থক মৌলিক নাটক কোনটি?
উত্তর: শর্মিষ্ঠা।
শমিষ্ঠা নাটকটির রচয়িতা কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?
উত্তর: কৃষ্ণকুমারী।
বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক “কৃষ্ণকুমারী” কে রচনা করেন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম প্রহসন কোনটি?
উওর: একেই কি বলে সভ্যতা।
একেই কি বলে সভ্যতা প্রহসনটি রচয়িতা কে?
উওর: মাইকেল মধুসূদন দত্তের।
প্রথম বাংলা নাটকের অভিনয় হয় কোথায়?
উত্তর: বেঙ্গল থিয়েটারে।
রোমিও জুলিয়েট সর্বপ্রথম বাংলা অনুবাদ করেন কে?
উত্তর: হরচন্দ্র ঘোষ।
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার কে?
উত্তর: মীর মশাররফ হোসেন।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
উত্তর: বিষাদ সিন্ধু।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম চরিত্র অবলম্বনে নাটক কোনটি?
উত্তর: জমিদার দর্পন।
উপন্যাস:
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি?
উওর: আলালের ঘরের দুলাল।
আলালের ঘরের দুলাল উপন্যাসটির রচয়িতা কে?
উওর: প্যারীচাঁদ মিত্র।
বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি?
উত্তর: কল্পতরু।
কল্পতরু উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
অবাঙালি কতৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপান্যাস কোনটি?
উত্তর: ফুলমনি ও করুনার বিবরন।
ফুলমনি ও করুনার বিবরন উপন্যাসটি কে রচনা করেন?
উত্তর: হ্যানা কেথেরিন ম্যালেন্স।
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কি?
উওর: কপালকুণ্ডলা।
কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতা কে?
উওর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ কি?
উত্তর: “পথিক তুমি পথ হারাইয়াছ”-কপালকুন্ডলা।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
উওর: দুর্গেশ নন্দিনী।
দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা কে?
উওর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: দুর্গেশ নন্দিনী।
বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্র্যাজেডির নাম কি?
উওর: কীর্তিবিলাস।
কীর্তিবিলাস রচনা করেন কে?
উওর: যোগেন্দ্রনাথ গুপ্ত।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
উত্তর: স্বর্ণ কুমারী দেবী।
প্রথম মহিলা ঔপন্যাসিকের উপন্যাস কোনটি?
উওর: মেবার রাজ।
মেবার রাজ উপন্যাসের রচয়িতা কে?
উওর: স্বর্ণকুমারী দেবী।
বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্তিক উপন্যাস কোনটি?
উত্তর: চোখের বালি।
চোখের বালি কে রচনা করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি?
উত্তর: বাঁধনহারা।
বাঁধনহারা পত্র উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে?
উত্তর: মীর মশাররফ হোসেন।
গদ্য:
বাংলা গদ্যের জনক কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাঁথা কোনটি?
উত্তর: প্রভাবতী সম্ভাষণ।
প্রভাবতী সম্ভাষণ কে রচনা করেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
উত্তর: কৃপার শাস্ত্রের অর্থভেদ।
কৃপার শাস্ত্রের অর্থভেদ গদ্যগ্রন্থটি প্রকাশক কে?
উত্তর: ফাদার গেরেঁ।
বাংলা সাহিত্যের সার্থক ছোটগল্পকার কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা সাহিত্যের সার্থক ছোটগল্প কোনটি?
উত্তর: দেনা পাওনা।
বাংলা সাহিত্যে প্রথম চলিত গদ্য রীতির প্রবর্তক কে?
উত্তর: প্রমথ চৌধুরি।
বাংলা বিজ্ঞান কল্পকাহিনীর জনক বলা হয় কাকে?
উত্তর: জগদীশ চন্দ্র বসু কে।
বিজ্ঞান বিষয়ক প্রথম বাঙ্গালী লেখক কে?
উত্তর: অক্ষয়কুমার দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসধর্মী ভ্রমণ কাহিনী কোনটি?
উত্তর: পালামৌ।
পালোমৌ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান গদ্যকার কে?
উত্তর: মীর মশাররফ হোসেন।
বাংলা সাহিত্যের মুসলমান লেখক রচিত প্রথম গল্প কোনটি?
উত্তর: রত্নবতী।
ব্যকরণ ও বিবিধ:
বাংলা ভাষায় প্রথম যতি চিহ্নের ব্যবহারকারী কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা ভাষায় প্রথম যতি চিহ্ন ব্যবহার করা হয় কোন গ্রন্থে?
উত্তর: বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে।
প্রথম বাংলা অক্ষর খোদাইকারী কে?
উত্তর: পঞ্চানন কর্মকার।
প্রথম সম্পূর্ণ বাংলা অক্ষরে নকশা প্রস্তুতকারক কে?
উত্তর: চার্লস উইলকিনস।
বাংলা ভাষার প্রথম ব্যাকারণ কোনটি?
উওর: পর্তুগীজ বাংলা ব্যাকরণ।
পর্তুগীজ বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
উওর: ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাঁও।
ছাপার অক্ষরে প্রথম বাংলা বইয়ের নাম কি?
উওর: কৃপার শাস্ত্রের অর্থভেদ।
কৃপার শাস্ত্রের অর্থভেদ রচনা করেন কে?
উওর: ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পসাঁও।
প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি?
উওর: কথোপকথন।
কথোপকথন গ্রন্থটির রচয়িতা কে?
উওর: উইলিয়াম কেরি।
প্রথম বাংলা ছাপাখানার নাম কি?
উওর: বাংলাপ্রেস।
বাংলাপ্রেস কার উদ্যোগে গঠিত?
উওর: সুন্দর মিত্র।
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?
উওর: নীলদর্পণ।
নীলদর্পণ গ্রন্থটির রচিয়তা কে?
উওর: দীনবন্ধু মিত্র।
বাংলা সাহিত্যে প্রচুর ফারসি ও আরবি শব্দ ব্যবহার করেন কে?
উত্তর: মোহিতলাল মজুমদার।
বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী মূলক গ্রন্থ কোনটি?
উত্তর: বিদ্যাসাগর চরিত।
বিদ্যাসাগর চরিতকে রচনা করেন?
উত্তর: ঈশ্বচন্দ্র বিদ্যাসগর।
পত্রিকা:
বাংলা ভাষায় প্রথম সাময়িকীর নাম কি?
উওর: দিগদর্শন
দিগদর্শন সাময়িকীর সম্পাদক কে ছিলেন?
উওর: জন ক্লার্ক মার্শম্যান।
মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকার নাম কি?
উওর: সমাচার সভারাজেন্দ্র।
সমাচার সভারাজেন্দ্র পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
উওর: শেখ আলিমুল্লাহ।
একুশ:
একুশের প্রথম কবিতা কোনটি?
উত্তর: কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।
“কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি”– কবিতার রচয়িতা কে?
উত্তর: মাহবুব উল আলম চৌধুরী।
একুশের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: আরেক ফাল্গুন।
আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: জহির রায়হান।
একুশের প্রথম সাহিত্য সংকলন কোনটি?
উত্তর: একুশে ফেব্রুয়ারী।
একুশে ফেব্রুয়ারী সাহিত্য সংকলনের সম্পাদক কে? উত্তর: হাসান হাফিজুর রহমান।