উপমহাদেশে ইসলামের অবির্ভাব

উপমহাদেশে ইসলামের অবির্ভাব
উপমহাদেশে ইসলামের অবির্ভাব

ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয় কত সালে?          
উওর: ৭১২ সালে।

প্রথম মুসলিম সিন্ধু বিজেতা কে ছিলেন?
উত্তর: মোহাম্মদ বিন কাশিম।

কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন?
উত্তর: মোহাম্মদ বিন কাশিম।

গজনীর শাসনকর্তা সুলতান মাহমুদ ভারতবর্ষে আক্রমন করেন কবে?
উওর: ১০০০-১০২৬খ্রিস্টাব্দ‌ে।

সুলতান মাহমুদ ভারতবর্ষে আক্রমন করেন কত বার?
উত্তর: ২৬ বার।

সুলতান মাহমুদকে বাগদানের খলিফা প্রদান করেন কে?
উওর: আমিন  উল মিলাদ খেতাব।

সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কি ছিল?
উওর: ধন সম্পদ লুট ও ধর্ম প্রচার।

সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ করেন কত সালে?
উওর: ১২২৬ খ্রিস্টাব্দে।

সুলতান মাহমুদের রাজসভার কবি কে ছিলেন?
উওর: ফেরদৌসী।

ফেরদৌসী রচিত গ্রন্থের নাম কি?
উওর: শাহনামা।

সুলতান মাহমুদ গজনীতে যে বৃহৎ মসজিদ নির্মাণ করেন তার নাম কি?
উওর: স্বর্গীয় বধু।

ইতিহাসে শিহাব উদ্দিন মোহাম্মদ বিন কি নামে পরিচিত ছিলেন?
উওর: মোহাম্মদ ঘুরী।

মোহাম্মদ ঘুরী গজনী সিংহাসনে আরোহন করেন কত সালে?
উওর: ১১৭৩ সালে।

তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উওর: ১১৯১ সালে।

তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উত্তর: ১১৯২ সালে।

তরাইনের এই দুটি যুদ্ধ সংঘটিত হয় কাদের মধ্যে?
উওর: মোহাম্মদ ঘুরী ও পৃথ্বীরাজ চৌহানেরর মধ্যে।

তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়?
উত্তর: পৃথ্বীরাজ চৌহান।

প্রাচীন বাংলার ইতিহাসের সমাপ্তি ঘটে কিসের মধ্যে দিয়ে?
উওর: সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনের অবসানের মধ্য দিয়ে।

লক্ষণ সেনের পরাজয়ের কারণ কি?
উত্তর: প্রজা ও সৈন্যদল হাতছাড়া হয়ে যাওয়া এবং বহিঃ শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারা।

বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠার সূচনা করেন কে?
বা
বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন কে?
উওর: ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি।

বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?
উত্তর: বখতিয়ার খিলজি।

বখতিয়ার খিলজি কোন শতাব্দিতে বাংলায় আসেন?
উত্তর: ত্রয়োজশ শতাব্দিতে।

বখতিয়ার খিলজী কাকে পরাজিত করে ক্ষমতায় আসেন?
উত্তর: লক্ষণ সেন কে।

বখতিয়ার খিলজি কোন দেশের অধিবাসী ছিলেন?
উওর: আফগানিস্তানের গরমশিরের।

বখতিয়ার খিলজি কি ছিলেন?
উওর: একজন তুর্কি বীর।

ভারতের প্রথম মুসলিম রাজ্য স্থাপিত হয় কোথায় কোথায়?
উওর: সিন্ধু ও মুলতানে।

মুসলিম সেনাপতি বখতিয়ার খিলজি নদীয়া আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে?
উওর: ১২০২-১২০৪ খ্রিস্টাব্দে।

বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে?
উত্তর: ১২০৪ সালে।

কোন শতকে বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ত্রয়োদশ শতকে।

বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?
উত্তর: বখতিয়ার খিলজি।

বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন?
উত্তর: বখতিয়ার খিলজি।

বখতিয়ার খিলজি নদীয়া প্রবেশ করেন কতজন সৈন্য নিয়ে?
উওর: ১৭জন সৈন্য নিয়ে।

বখতিয়ার খিলজি বিহার জয় করেন কত খ্রিস্টাব্দে?
উওর: ১২০৩ খ্রিস্টাব্দে।

বখতিয়ার খিলজি তার রাজধানী স্থাপন করেন কোথায়?
উওর: দিনাজপুরের দেবকোর্টে।

বখতিয়ার খিলজি মৃত্যুবরণ করেন কত সালে?
উওর: ১২০৬ সালে।

বখতিয়ার খিলজি মৃত্যুবরণ করেন কোথায়?
উত্তর: দিনাজপুরের দেবকোর্টে।

বখতিয়ার খিলজি কার হাতে মৃত্যুবরণ করেন?
উত্তর: আলী মর্দান এর হাতে।

তৈমুর লং ভারত আক্রমণ করেন কত সালে?
উত্তর: ১৩৯৮ সালে।