জাপান

জাপান
জাপান | Original Photos: Getty Images
জাপানের পুরাতন নাম কি?
উত্তরঃ নিপ্পন।

বিশ্বের সর্ববৃহৎ সাহায্য দাতা দেশ কোনটি?
উত্তরঃ জাপান।

প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশ কে?
উত্তরঃ জাপান কে।

সূর্যোদয়ের দেশ বলা হয়?
উত্তরঃ জাপান কে।

ভূমিকম্পের দেশ বলা হয়?
উত্তরঃ জাপান কে।

জাপানের সরকারি নাম কি?
উত্তরঃ জাপান।

জাপানের রাজধানী কোথায়?
উত্তরঃ টোকিও।

জাপানের রাজধানী কোন দ্বীপে অবস্থিত?
উত্তরঃ হনসু।

জাপানের পুরাতন রাজধানীর নাম কি?
উত্তরঃ কিয়োটো।

জাপানের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ টোকিও।

লোকসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ টোকিও, জাপান।

জাপানের জাতীয় ভাষা কোনটি?
উত্তরঃ জাপানি।

জাপানের প্রধান ধর্ম কি?
উত্তরঃ বৌদ্ধ।

জাপানের জনসংখ্যা কত?
উত্তরঃ ১২৬,৯১৯,৬৫৯ জন। (আদমশুমারি ২০১৫)

জাপানের আয়তন কত?
উত্তরঃ ৩,৭৭,৯৪৪ বর্গ কিলোমিটার।

জাপানের মুদ্রার নাম কি?
উত্তরঃ ইয়েন।

জাপানের সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ এককেন্দ্রিক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র।

জাপানের আইনসভার নাম কি?
উত্তরঃ কোক্কাই বা ডায়েট।

জাপনারের জনগণের জাতিয়ত কি?
উত্তরঃ জাপানিজ।

জাপানের ভূপ্রাকৃতি কেমন?
উত্তরঃ জাপান অনেক গুলো ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। জাপানের ভূ-খন্ডে প্রায় ৩০০০ এর মতো ছোট দ্বীপ রয়েছে। জাপানের তিন থেকে চার চতুর্থাংশ এলাকা পর্বতময়। ফুজি পর্বত জাপানের সর্বোচ্চ পর্বত। প্রশান্ত মহাসাগরীয় এই রাষ্ট্রটির ভূ-অভ্যন্তরিন বৈশিষ্ট্যের কারণে বহু ধ্বংসাত্মক ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। দেশটি এশিয়ার পূর্ব উপকূল থেকে বৈশিষ্ট্যগতভাবে প্রসারিত হয়েছে।

জাপানের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তরঃ হনসু।

বস্ত্র শিল্পের জন্য প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়?
উত্তরঃ জাপানের ওসাকা।

বিশ্বের কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি?
উত্তরঃ জাপান।

জাপানের প্রধান খাদ্য কি?
উত্তরঃ টোফু বা স্যুশি, মিসো স্যুপ, ন্যাটো, আমাজেক ইত্যাদি।

জাপানের রাজ সিংহাসনের নাম কি?
উত্তরঃ  ক্রিসেনথিয়াং বা চন্দ্রমল্লিকা।

জাপানের সম্রাটের উপাধি কী?
উত্তরঃ মিকার্ডো ।

জাপানের বর্তমান সম্রাট কে?
উত্তরঃ সম্রাট নারুহিতো। 

সম্রাট আকিহিতো ব্যাক্তিগত জীবনে কী ছিলেন?
উত্তরঃ সমুদ্র বিজ্ঞানী।

জাপানের প্রকৃত ক্ষমতার অধিকারী কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী।

জাপানের বর্তমান ক্ষমতাসীন দল কোনটি?
উত্তরঃ L.D.P (Liberal Democratic Party) ।

L.D.P-এর বর্তমান প্রধান কে?
উত্তরঃ শিনজো অ্যাবে ।

জাপানের প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ শিনজো অ্যাবে (৯৬তম) ।

জাপানের-পার্লামেন্টে­র মোট আসন সংখ্যা কত?
উত্তরঃ ৫১২।

মৎস আহরণে বিশ্বের প্রথম দেশ কোনটি?
উত্তর: জাপান।

কোন সালে জাপান তাইওয়ান দখল করে নেয়?
উত্তরঃ ১৮৯৫ সালে।

জাপানের বৈদেশিক বাণিজ্য ও সাহায্য
সংস্থার নাম কি?
উত্তরঃ জাইকা (JICA)

জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ জাপান।

চীন জাপান থেকে তাইওয়ানকে পুনরুদ্ধার করে কোন সালে?
উত্তরঃ ১৯৮৫ সালে ।

রুশ-জাপান যুদ্ধ কবে শুরু হয়েছে?
উত্তরঃ ১৯০৪ সালের, ৮ ফেব্রুয়ারি ।

জাপানের বিমার্ক প্রিন্স ইটো নিহত হন কবে?
উত্তরঃ ১৯০৯ সালের, ২৫ অক্টোবর ।

জাপান কোরিয়া অধিকার করে কবে?
উত্তরঃ ২২ আগষ্ট, ১৯১০।

জাপানে কবে সাংহাই অধিকার করে?
উত্তরঃ ২৮ জানুয়ারি, ১৯৩২।

জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে কবে?
উত্তর: ১৯৩২ সালে।

জাপান লীগ অফ নেশনস পরিত্যাগ করে কবে?
উত্তরঃ ১৫ মার্চ, ১৯৩৩।

জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয় কবে?
উত্তরঃ ১৯৪৫ সালের ৬ আগষ্ট ও ৯ আগষ্ট।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া, তাইওয়ান ও মায়ানমার কার অধীনে ছিল?
উত্তরঃ জাপানের।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আমেরিকান জাপান পুর্নগঠন করেন?
উত্তরঃ ম্যাক আর্থার।

জাপানের বর্তমান সংবিধান করে প্রণীত হয়?
উত্তরঃ ১৯৪৭ সালে।

বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে “শান্তি সংবিধান” বলা হয়?
উত্তরঃ জাপানের।

জাপান জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?
উত্তরঃ ১৮ ডিসেম্বর, ১৯৫৫ সালে ।

কোন সালে জাপানে সামন্ত ব্যবস্থার বিলুপ্ত ঘটে?
উত্তরঃ ১৮৭১ সালে ।

কত তারিখে জাপানের প্রধানমন্ত্রী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরীয় জনগণের নির্যাতিত হওয়ার ব্যাপারে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করেন?
উত্তরঃ ১৭ জানুয়ারি, ১৯৯২ ।

জাপান কোন আন্তর্জাতিক সংস্থা গঠনে প্রধান ভূমিকা পালন করে?
উত্তরঃ WTO (World Trade Organization) ।

জাপানের প্রথম মহিলা পররাষ্ট্র মন্ত্রির নাম কী?
উত্তরঃ মাকিতো তানাকা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সম্রাট কে ছিলেন?
উত্তরঃ সম্রাট হিরোহিতা।

হিরোশিমা শহরে নিক্ষিপ্ত বোমা নাম কি?
উত্তরঃ লিটল বয়।

নাগাসাকি শহরে নিক্ষিপ্ত বোমা নাম কি?
উত্তরঃ ফ্যাটম্যান ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপান এশিয়ার কোন দেশ দখল করে রেখেছিল?
উত্তরঃ কোরিয়া।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ‘লিটলবয়’ নিক্ষেপকারী বি-২৯’ এর কমান্ডারের নাম কী?
উত্তরঃ কর্নেল পল ওয়ারফিল্ড টিবেটস।

রাশিয়া-জাপান মৈত্রী চুক্তির উদ্দেশ্য কী ছিল?
উত্তরঃ বিরোধপূর্ণ কুরিল দ্বীপের বিরোধ নিষ্পত্তি ।

জাপানের প্রধান দ্বীপ গুলো কি কি?
উত্তরঃ হোক্কাইডো, হনসু, কিউসো, শিকুক্কো।

বিতর্কিত শাখানিল দ্বীপপুঞ্জ অবস্থিত জাপানের কোন অঞ্চলে?
উত্তরঃ দক্ষিণে ।

জাপান কোন তারিখে নতুন জাতীয় সংগীত অনুমোদন করে?
উত্তরঃ ৭ জানুয়ারি, ২০১৩।

জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর প্রথমবারের মতো কোন বিষয়ক পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠন করে?
উত্তরঃ প্রতিরক্ষা।

জাপান পরমাণবিক চুল্লি মুক্ত ঘোষণা করে কবে?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ২০১৩ সালে ।

G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি?
উত্তরঃ জাপান।

জাপানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ ফুজিয়ামা আগ্নেয়গিরি।

এভারেস্ট বিজয়ী প্রথম নারী কে?
উত্তরঃ জাপানের জুনকো তাবেই।