কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম
বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

বাংলাদেশের রণ সংগীত কোনটি?
উত্তর: চল চল চল, ঊর্ধগগনে বাজে মাদল।

কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ বা ২৫ মে, ১৮৯৯ খ্রিস্টাব্দ।

কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ব্রিটিশ ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।

কাজী নজরুল ইসলামের পিতার নাম কি?
উত্তর: কাজী ফকির আহমদ।

কাজী নজরুল ইসলামের মাতার নাম কি?
উত্তর: জাহেদা খাতুন।

কাজী নজরুল ইসলাম পিতামহের নাম কি?
উত্তর: কাজী আমিন উল্লাহ।

কাজী নজরুল ইসলাম তার পিতা মাতার কততম সন্তান?
উত্তর: ষষ্ঠ।

পিতার মৃত্যুর সময় কাজী নজরুল ইসলামের বয়স কত ছিল?
উত্তর: নয় বছর।

কাজী নজরুল ইসলামের ডাক নাম কি ছিল?
উত্তর: দুখু মিয়া।

বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে লেটোদলে যুগ দেন কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন কত সালে?
উত্তর: ১৯১৭ সালে।

কাজী নজরুল ইসলামের সাহিত্য চর্চার হাতেখড়ি হয় কোথায়?
উত্তর: করাচি সেনানিবাসে।

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে কি নামে পরিচিত?
উত্তর: বিদ্রোহী কবি।

কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে কি নামে পরিচিত?
উত্তর: বুলবুল।

কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ করেন?
উত্তর: ১৯২১ সালে।

কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
উত্তর: সঞ্চিতা।

নবযুগ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
উত্তর: ধূমকেতু, লাঙ্গল ও নবযুগ। এছাড়াও সন্ধ্যা পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে ছিলেন।

কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম কি?
উত্তর: প্রথম স্ত্রী নার্গিস আসার খানম ও দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবী।

কাজী নজরুল ইসলামের স্ত্রী নার্গিস আসার খানমের বাড়ি কোথায় ছিল?
উত্তর: কুমিল্লা জেলার দৌলতপুরে।

কাজী নজরুল ইসলাম মায়ের মতো সম্মান করতেন কোন মহিলাকে?
উত্তর: বিরজা সুন্দরী নামে কুমিল্লার এক হিন্দু মহিলাকে।

কাজী নজরুল ইসলাম সন্তান কে কে?
উত্তর: কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ (বুলবুল), কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ।

কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? 
উত্তর: ১৯২২ সালে।


কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 
উত্তর: ১৯২২ সালের ১২ই আগস্ট।

কাজী নজরুল ইসলামের যুগবাণী প্রবন্ধগ্রন্থ বাজেয়াপ্ত করা হয় কবে?
উত্তর: ২৩ নভেম্বর, ১৯২২।

কাজী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয় কবে ও কেন?
উত্তর: ২৩ নভেম্বর, ১৯২২। যুগবাণী প্রবন্ধের জন্য।

কাজী নজরুল ইসলাম কারাগারে কতদিন অনশন করেন?
উত্তর: চল্লিশ দিন।

কাজী নজরুল ইসলাম যখন জেলে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
উত্তর: বসন্ত।

হুগলি জেলে কর্মকর্তাদের অন্যায় আচরণের বিরুদ্ধে অনশন করলে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে কি লিখে টেলিগ্রাফ করেন?
উত্তর: Give up hunger strike. Our literature claims you.

কাজী নজরুল ইসলাম জেল থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৫ অক্টোবর, ১৯২৩।

কাজী নজরুল ইসলাম কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত হয় কবে?
উত্তর: ১৯২৫ সালে।

কাজী নজরুল ইসলাম সম্পাদিত লাঙ্গল পত্রিকা প্রকাশিত হয় কবে?
উত্তর: ১৯২৫ সালে।

কাজী নজরুল ইসলাম কে জাতীয় সংবর্ধনা দেওয়া হয় কবে?
উত্তর: ১৫ ডিসেম্বর, ১৯২৯।

কাজী নজরুল ইসলাম কে জাতীয় সংবর্ধনা দেওয়া হয় কোথায়?
উত্তর: কলকাতার অ্যালবার্ট হলে।

অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২২ সালে।

বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর: অগ্নিবীণা।

কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি?
উত্তর: ধূমকেতু।

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
উত্তর: মুক্তি।

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি?
উত্তর: ব্যথার দান। (১৯২২)

কাজী নজরুল ইসলামের প্রথম রচিত ও প্রকাশিত ছোট গল্পের নাম কি?
উত্তর:বাউণ্ডুলের আত্মকাহিনী।

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম কি?
উত্তর: ব্যথার দান। (১৯২২)

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উত্তর: অগ্নি-বীণা। (১৯২২)

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক ও নাট্যগ্রন্থের নাম কি?
উত্তর: ঝিলিমিলি। (১৯৩৭)

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
উত্তর: বাঁধনহারা। (১৯২৭)

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কি?
উত্তর: তুর্কমহিলার ঘোমটা খোলা।

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থের নাম কি?
উত্তর: যুগবাণী। (১৯২২)

কাজী নজরুল ইসলামের প্রথম বাজেয়াপ্ত বইয়ের নাম কি?
উত্তর: বিষের বাঁশী।

কাজী নজরুল ইসলামের বিষের বাঁশী বইটি বাজেয়াপ্ত করে কবে?
উত্তর: ২৪ আগস্ট, ১৯২৪।

কাজী নজরুল ইসলামের মোট কয়টি বই বাজেয়াপ্ত করা হয়?
উত্তর: ৫ টি।

কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত করা বই গুলো কি কি?
উত্তর: বিষের বাঁশী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু ও যুগবাণী।

কাজী নজরুল ইসলামের জেলে বসে লেখা জবানবন্দির নাম কি?
উত্তর: রাজবন্দির জবানবন্দি।

কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য লোকসঙ্গীত কি কি?
উত্তর: চাষার সঙ, শকুনীবধ, রাজা যুধিষ্ঠিরের সঙ, দাতা কর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, বিদ্যাভূতুম, রাজপুত্রের গান, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ ও মেঘনাদ বধ।

কাজী নজরুল ইসলামের লেখা পত্রোপন্যাস কোনটি?
উত্তর: বাঁধনহারা।

আগ্নিবীণা কাব্য গ্রন্থটি কার লেখা?
উত্তর: কাজী নজরুল ইসলামের।

কোন কবিতা লেখার জন্য অগ্নিবীণা কাব্যগ্রন্থটি নিষিদ্ধ করা হয়?
উত্তর: রক্তাম্বরধারিনী মা।

আগ্নিবীণা কবিতার প্রথম কবিতা কোনটি?
উত্তর: প্রলয়োল্লাস।

কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো কি কি?
উত্তর: আগ্নি-বীণা (১৯২২), বিষের বাঁশী (১৯২৪), ভাঙার গান (১৯২৪), সাম্যবাদি (১৯২৫), সর্বহারা (১৯২৬), ফণি-মনসা (১৯২৭), জিঞ্জির (১৯২৮), সন্ধ্যা (১৯২৯), প্রলয় শিখা (১৯৩০)।

কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো কি কি?
উত্তর: বাঁধনহারা (১৯২৭), মৃত্যুক্ষুধা (১৯৩০), কুহেলিকা (১৯৩১)।

কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ গুলো কি কি?
উত্তর: ব্যথার দান (১৯২২), রিক্তের বেদন (১৯২৫), শিউলিমালা (১৯৩১)।

কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ গুলো কি কি?
উত্তর: বুলবুল (১৯২৮), চোখের চাতক (১৯২৯), নজরুল গীতিকা (১৯৩০), সুর সাকী (১৯৩১), বনগীতি (১৯৩২), গুলবাগিচা (১৯৩৩), গানের মালা (১৯৩৪), চন্দ্রবিন্দু (১৯৪৬) ইত্যাদি।

কাজী নজরুল ইসলামের নাটকগুলো কি কি?
উত্তর: ঝিলিমিলি (১৯৩০), আলেয়া (১৯৩১), পুতুলের বিয়ে (১৯৩৩), মধুমালা (১৯৬০), ঝড় (১৯৬০), পিলে পটকা পুতুলের বিয়ে (১৯৬৪)।

কাজী নজরুল ইসলামের অনুবাদ গ্রন্থের নাম কি?
উত্তর: রুবাইয়াত-ই-হাফিজ (১৯৩০), রুবাইয়াত-ই-ওমর খৈয়াম (১৯৬০)।

কাজী নজরুল ইসলামের লেখা জীবনী গ্রন্থ কোনটি?
উত্তর: চিত্তনামা: দেশ বন্ধু চিত্তরঞ্জন দাশ ও মরু-ভাস্কর: হযরত মুহাম্মদ (সঃ)।

কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?
উত্তর: শিউলিমালা।

কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা কতটি?
উত্তর: ৫১ টি।

কাজী নজরুল ইসলামের প্রকাশিত নাটকের সংখ্যা কতটি?
উত্তর: ৬ টি।

কাজী নজরুল ইসলামের প্রকাশিত উপন্যাসের সংখ্যা কতটি?
উত্তর: ৪ টি।

কাজী নজরুল ইসলামের প্রকাশিত গল্পের সংখ্যা কতটি?
উত্তর: ৩ টি।

কাজী নজরুল ইসলামের লেখা গানের সংখ্যা কতটি?
উত্তর: চার হাজারের অধিক।

কাজী নজরুল ইসলামের পরিচালিত চলচ্চিত্রের নাম কি?
উত্তর: ধূপছায়া।

রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে গোরা চলচ্চিত্র নির্মাণ করা হয় কত সালে?
উত্তর: ১৯৩৮ সালে।

রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গোরা’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

কাজী নজরুল ইসলাম কত সালে দুরারোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান?
উত্তর: ১৯৪২ সালে।

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক নজরুলকে প্রধান করা হয় কবে?
উত্তর: ১৯৪৫ সালে।

কবি কাজী নজরুল ইসলামকে ভারতে পদ্মভূষণে ভূষিত করা হয় কবে?
উত্তর: ১৯৬০ সালে।

কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয় কবে?
উত্তর: ২৪ মে, ১৯৭২।

কাজী নজরুল ইসলাম কে ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃক সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে কবে?
উত্তর: ৯ ডিসেম্বর, ১৯৭৪ খ্রিস্টাব্দে।

কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় কবে?
উত্তর: ১৯৭৬ সালে।

কাজী নজরুল ইসলামকে একুশে পদকে ভূষিত করা হয় কবে?
উত্তর: ২১ ফেব্রুয়ারি, ১৯৭৬ সালে।

কবি কাজী নজরুল ইসলামের রাজনৈতিক দর্শন কেমন ছিলেন?
উত্তর: কংগ্রেস, সমাজতান্ত্রিক ধ্যান ধারণা ও কামাল পাশার দর্শনে প্রভাবিত।

কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: উত্তরঃ ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ বা ২৯ আগস্ট, ১৯৭৬ খ্রিস্টাব্দ।