কুষাণ সাম্রাজ্য

কুষাণ সাম্রাজ্য
কুষাণরা কোন যাযাবর জাতির অংশ ছিল?
উত্তর: চীনের ইউ-চি যাযাবর জাতির।

ইউ-চি উপজাতির প্রধান কে ছিলেন?
উত্তর: কিউই-শাং বা কুষাণ।

কোন উপজাতিকে সরিয়ে কুষাণ সাম্রাজ্যের বিকাশ ঘটে?
উত্তর: য়ুঝি উপজাতি।

কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: কিউই-শাং বা কুষাণ।

কুষাণ সাম্রাজ্যের সময়কাল কত?
উত্তর: আনুমানিক ৬০ থেকে ৩৭৫ খ্রিস্টাব্দ।

কুষাণ সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়?
উত্তর: পুরুষপুর (পেশোয়ার), তক্ষশীলা, মথুরা, বাগরাম।

ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রবর্তন করেন কে?
উত্তর: কুষাণরা।

কুষাণ যুগে প্রচলীত ভাষা সমূহ কি কি?
উত্তর: গ্রিক, ব্যাকট্রিয়ান, সংস্কৃত।

ভারতে আর্থিক সমৃদ্ধির যুগ হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর: কসফিসিস-ইর রাজত্বকালকে।

মহেশ্বর কার উপাধি ছিল?
উত্তর: দ্বিতীয় কসফিসিস-ই।

কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর: কণিষ্ক।

সং বছর বা শকাব্দের প্রচলন করেন কে?
উত্তর: কণিষ্ক।

কণিষ্ক কে ছিলেন?
উত্তর: বৌদ্ধ ধর্মাবলম্বী।

কণিষ্কপুপ নামক শহরটির উথ্থান হয় কোথায়?
উত্তর: কাশ্মীরে।

কার শাসন আমলে কুষাণ সাম্রাজ্যের বিস্তার লাভ করে?
উত্তর: কণিষ্কর শাসন আমলে।

অশ্ব ঘোষের উল্লেখযোগ্য শাস্ত্র কি কি?
উত্তর: বুদ্ধচরিত ও সূত্রালঙ্কার।

কণিষ্কর শাসন আমলে বৌদ্ধ ধর্মকে কয় ভাগে ভাগ করা হয়?
উত্তর: দুই ভাগে। যথা: হীনযান ও মহাযান।

বৌদ্ধ ধর্মের দ্বিতীয় অশোক বলা হয় কাকে?
উত্তর: কণিষ্কর কে।

কণিষ্ক বৌদ্ধ ধর্ম বিস্তার করেছিল?
উত্তর: খোটান, চিন, জাপান ও কোরিয়া।

কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ কি?
উত্তর: কণিষ্কের মৃত্যুর পর কুষাণ সাম্রাজ্য দুর্বল হতে থাকে। বিশেষ করে শেষের দিকের রাজারা আরো দুর্বল হয়ে পরলে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ সংগঠিত হতে থাকে। এর পাশাপাশি বাণিজ্যিক অবক্ষয়তা কুষাণ সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। শেষে বিদেশী শক্তির আক্রমনে কুষাণ সাম্রাজ্যের পতন ঘটে। পারস্যের সাসনীয় সম্রাটদের হাতে কুষাণরা পরাস্ত হয়।