কুয়েত
April 26, 2021
![]() |
কুয়েত । Photo: Quiz Bee |
কুয়েত কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ এশিয়া।
কুয়েতের রাষ্ট্রীয় নাম কী?
উত্তরঃ দাওলাত আল-কুয়েত।
কুয়েতের রাজধানী কোথায়?
উত্তরঃ কুয়েত সিটি।
কুয়েতের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ কুয়েত সিটি।
কুয়েতের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ আরবি।
কুয়েতের প্রধান ধর্ম কি?
উত্তরঃ ইসলাম।
কুয়েতের জনসংখ্যা কত?
উত্তরঃ ৩,১০০,০০০ জন।
কুয়েতের আয়তন কত?
উত্তরঃ ১৭,৮১৮ বর্গ কিলোমিটার।
বিশ্বের কোন দেশের মুদ্রার মান সবচেয়ে বেশি?
উত্তর: কুয়েত।
কুয়েতের মুদ্রার নাম কি?
উত্তরঃ কুয়েতি দিনার।
কুয়েতের সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ সংবিধানিক রাজতন্ত্র।
কুয়েতের সরকার প্রধান কে?
উত্তরঃ আমির ।
কুয়েতের বর্তমান আমির কে?
উত্তরঃ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ।
আয়তনে মধ্যপ্রাচ্যের ছোট দেশ কোনটি?
উত্তর: কুয়েত।
১ম বিশ্বযুদ্ধের পর কুয়েত দখল করে কোন দেশ?
উত্তরঃ ব্রিটেন।
কুয়েত কবে স্বাধীনতা লাভ করেন?
উত্তরঃ ১৯৬১ সালের, ১০ জুন ।
কুয়েত কোন সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেন?
উত্তরঃ ১৯৬৩ সালে ।
ইরাকি বাহিনীর কাছ থেকে কুয়েত কবে মুক্ত হয়?
উত্তরঃ ১৯৯১ সালের, ২০ ফেব্রুয়রি ।
কুয়েত ওসমানিয়া খেলাফতের নিয়ন্ত্রণে আসে কবে?
উত্তরঃ ১৬ শতকে ।
ইরাক কুয়েত দখল করেছিল কবে?
উত্তরঃ ১৯৯০ সালের, ২ আগষ্ট ।
উত্তরঃ ৮ আগষ্ট, ১৯৯০ সালে ।
যুদ্ধের জন্য বাংলাদেশ কুয়েত সৈন্য পাঠায় কবে?
উত্তর: ১৯৯১ সালে।
কুয়েতের সংসদের আসন কতটি?
উত্তরঃ ৫০ টি ।
কুয়েতর মহিলারা ভোটধিকার পায় কত সালে?
উত্তরঃ ১৯৯৯ সালে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের আরিফজান সামরিক ঘাটিটি কোথায় অবস্থিত?
উত্তরঃ কুয়েতে।
কুয়েতের সেনাবাহিনীর নাম কি?
উত্তর: কুয়েতি আর্মি।