লেবানন
April 26, 2021
![]() |
লেবানন | Photo: Quiz Bee |
লেবাননের রাষ্ট্রীয় নাম কী?
উত্তরঃ লেবানন রিপাবলিক।
লেবাননের রাজধানী কোথায়?
উত্তরঃ বৈরুত।
লেবাননের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ বৈরুত।
লেবাননের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ আরবি।
লেবাননের আইনসভার নাম কি?
উত্তরঃ পার্লামোন্ট।
লেবাননের জনসংখ্যা কত?
উত্তরঃ ৬,১০০,০৭৫ জন। (২০১৮)
লেবাননের আয়তন কত?
উত্তরঃ ১০,৪৫২ বর্গকিলোমিটার।
লেবাননের মুদ্রার নাম কি?
উত্তরঃ লেবানিজ পাউন্ড।
লেবাননের সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ সংসদীয় গণতন্ত্র।
লেবানন কবে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ১৯৪১ সালে ।
লেবানন গৃহযুদ্ধ শুরু হয় কবে?
উত্তরঃ ১৯৭৫ সালে ।
লেবানন ইসরায়েলের যুক্তিবিরতি ঘোষণা করা হয কবে?
উত্তরঃ ৩১ জুলাই, ১৯৯৩ ।
লেবানন জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?
উত্তরঃ ১৯৫৪ সালে ।
লেবাননের প্রতিনিধি পরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ১০৮ জন ।
লেবাননে গৃহযুদ্ধ শেষ হয কবে?
উত্তরঃ ১৯৯১ সালে ।
লেবাননের সংবিধান অনুসারে প্রেসিডেন্ট নির্বাচিত হয়?
উত্তর: খ্রিস্টান সম্প্রদায় হতে।
লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ মিশেল আউন ।
কোন মুসলিম দেশে নিয়মতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয় খ্রিষ্টান সম্প্রদায় থেকে আর প্রধানমন্ত্রী নির্বাচিত হয় মুসলমান সম্প্রদায় থেকে?
উত্তরঃ লেবানন ।
লেবাননের সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়?
উত্তর: সুন্নি মুসলিম সম্প্রদায় হতে।
লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ সাদ হারিরি ।
লেবাননের সংবিধান অনুসারে স্পিকার নির্বাচিত হয়?
উত্তর: শিয়া মুসলিম সম্প্রদায় হতে।
হিজবুল্লাহ গেরিলারা কোন দেশের?
উত্তরঃ লেবাননের ।
হিজবুল্লাহ শব্দের অর্থ কি?
উত্তর: আল্লাহর দল।
হিজবুল্লাহ গেরিলাদের বর্তমান প্রধান কে?
উত্তরঃ শেখ হাসান নসরুল্লাহ ।
হিজবুল্লাহ গেরিলা গোষ্ঠী কর্তৃক পরিচালিত টেলিভিশন কেন্দ্রের নাম কী?
উত্তরঃ আল মানার টেলিভিশন কেন্দ্র ।
ইসরায়েল কর্তৃক লেবাননে পরিচালিত সামরিক অপারেশনের নাম কী?
উত্তরঃ অপারেশন স্প্রিং ষ্টর্ম ।
মধ্যপ্রাচ্যের মরুভূমিহীন দেশ কোনটি?
উত্তর: লেবানন।