মৌর্য সাম্রাজ্য
April 25, 2021

আর্যদের আগমনের পূর্বে বাংলায় রাজত্ব ছিল কাদের?
উত্তর: মৌর্য বংশের।
মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?
উত্তর: পুন্ডনগর।
মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
উওর: চন্দ্রগুপ্ত মৌর্য।
চন্দ্রগুপ্ত মৌর্য জন্মগ্রহণ করেন কোথায়?
উত্তর: পাটলিপুত্র নগরে।
মৌর্য বংশের রাজত্বকাল ছি?
উওর: খ্রিস্টপূর্ব ৩২৪ থেকে ১৮৫ খ্রিস্টপূর্ব অব্দ পযর্ন্ত।
চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের রাজাকে পরাজিত করে মগধ্ দখল করেন?
উত্তর: নন্দবংশের শেষ রাজা কে।
চন্দ্রগুপ্ত মৌর্য কখন সিংহাসনে আরোহণ করেন?
উওর: খ্রিস্টপূর্ব ৩২৪ অব্দে।
চন্দ্রগুপ্তের রাজধানী ছিল কোথায়?
উওর: পাটালিপুত্র।
উওর: চন্দ্রগুপ্ত মৌর্য।
বিন্দুসার ক্ষমতায় কত বছর ছিলেন?
উওর: খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ থেকে ২৭৩ অব্দ পযর্ন্ত।
চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতবর্ষে কয়টি প্রদেশ ছিল?
উওর: ৫ টি।
চন্দ্রগুপ্তের শাসন আমলে ভারতবর্ষের প্রদেশসমূহ কী কী?
উওর: ক) উওরাপথ খ) দক্ষিণাপথ গ)প্রাচ্য
ঘ) অবন্তী ঙ) কলিঙ্গ।
ভারতীয় উপমহাদেশে ছয় বোর্ডের রূপকার কে ছিলেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
জনশ্রুতি মতে চন্দ্রগুপ্তের বিয়ে হয় কার সাথে?
উত্তর: গ্রিক সেনাপতি সেলিউকাসের কন্যা হেলেনের সাথে।
চন্দ্রগুপ্তের রাজদরবারে সেলিউকাসের পাঠানো রাষ্ট্রদূতের নাম কি?
উত্তর: মেগাস্থিনিস।
মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্যের।
ইন্ডিকা নামক গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: মেগাস্থিনিস।
মৌর্য সাম্রাজ্যের আর্থ-সামাজিক অবস্থার বর্ণনা পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তর: মেগাস্থিনিস রচিত ইন্ডিকা নামক গ্রন্থটিতে।
কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত রচিত গ্রন্থের নাম কি?
উত্তর: অর্থশাস্ত্র।
অর্থশাস্ত্র কি ধরণের গ্রন্থ?
উত্তর: চাণক্য রচিত রাজনীতি, অর্থনীতি ও কূটনীতি বিষয়ক গ্রন্থ।
অর্থশাস্ত্রের অবদানের জন্য কে বিখ্যাত?
উত্তর: কৌটিল্য বা চাণক্য।
চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করেন?
উওর: বিন্দুসার।
ইতিহাসের “অমিত্রাঘাত” বা “শত্রুহস্ত” নামে পরিচিত ছিলেন কে?
উত্তর: বিন্দুসার।
বিন্দুসারের পুত্রের নাম কি?
উত্তর: সম্রাট আশোক।
বিন্দুসারের মৃত্যুর পর কে ক্ষমতায় আরোহণ করেন?
উওর: তাঁর পুত্র অশোক।
অশোক কোন বংশের সম্রাট ছিলেন?
উত্তর: মৌর্য বংশের।
কোন সম্রাটের আমলে এ উপমহাদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে?
উওর: সম্রাট অশোকের।
সম্রাট অশোকের রাজত্বকাল ছিল?
উওর: খ্রিস্টপূর্ব ২৭৩-২৩২ অব্দ পযর্ন্ত।
ইতিহাসে “চন্ডাশোক” নামে পরিচিত ছিলেন কে?
উত্তর: সম্রাট অশোক।
সম্রাট অশোক “চন্ডাশোক” নামে পরিচিত ছিলেন কেন?
উত্তর: উত্তরাধিকার যুদ্ধে তার ভাইদের নির্মমভাবে হত্যা করার জন্য।
সম্রাট অশোক ক্ষমতা গ্রহণ করেন কবে?
উওর: খ্রিস্টপূর্ব ২৭৩ অব্দে।
মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তর: সম্রাট অশোক।
সম্রাট অশোক সিংহাসনে বসার পর কোন উপাধি ধারণ করেন?
উত্তর: দেবানম্-পিয়া-পিয়াদর্শী। যার অর্থ দেবতাদের প্রিয়-প্রিয়দর্শী।
শাসনকার্য পরিচালনার সুবিধার্থে তিনি সাম্রাজ্যকে কয় ভাগে বিভক্ত করেন?
উওর: পাঁচ ভাগে।
কলিঙ্গ যুদ্ধ হয় কখন?
উওর: খ্রিস্টপূর্ব ২৬০ মতান্তরে ২৬১ অব্দে।
সম্রাট অশোক সিংহাসনে আরোহনের কত বছর পর কলিঙ্গ আক্রমন করেন?
উত্তর: ৮ বছর।
কলিঙ্গ যুদ্ধে কতজন নিহত হয়?
উত্তর: লক্ষাধিক।
কলিঙ্গ যুদ্ধে জয় লাভ করেন কে?
উত্তর: সম্রাট অশোক।
কোন যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন?
উওর: কলিঙ্গ যুদ্ধ।
কার প্রচেষ্টায় বৌদ্ধধর্ম বিশ্ব ধর্মে পরিণত হয়?
উওর: সম্রাট অশোকের।
অশোকের শিলালিপি কয়ভাগে বিভক্ত?
উত্তর: তিন ভাগে।
অশোকের শিলালিপি সমূহ কি কি?
উত্তর: পর্বতগাত্রে খোদিত শিলালিপি, ক্ষুদ্র শিলালিপি এবং স্তম্ভলিপি।
অশোক তার পুত্র ও কন্যাকে কোথায় এবং কেন পাঠান?
উওর: সিংহলে ধর্ম প্রচারের জন্য।
বৌদ্ধ ধর্মের কনস্ট্যানটাইন কাকে বলা হয়?
উত্তর: সম্রাট অশোককে।
তিব্বতের রাজার অনুরোধে বৌদ্ধধর্মকে দুর্নীতিমুক্ত করার জন্য সেখানে কোন বাঙালি যান?
উওর: অতীশ দীপঙ্কর।
ভারতে প্রথম কোন সম্রাট পশু চিকিৎসার ব্যবস্থা করেন?
উত্তর: সম্রাট অশোক।
মৌর্য বংশের সর্বশেষ রাজা কে ছিলেন?
উওর: বৃহদ্রথ মৌর্য।
মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ কি?
উত্তর: সম্রাট অশোকের শাসন অবসানের পর থেকেই মৌর্য সাম্রাজ্য দুর্বল হতে থাকে। মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট বৃহদ্রথ মৌর্য তার সেনাবাহিনী দ্বারা নিহত হওয়ার মধ্য দিয়ে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে।
ময়নামতি কোন সভ্যতার নিদর্শন?
উত্তর: বৌদ্ধ সভ্যতার।