মঙ্গোলিয়া
April 26, 2021
![]() |
মঙ্গোলিয়া | Original Photos: Getty Images |
পৃথিবীর সবচেয়ে কম ঘনত্বের দেশ কোনটি?
উত্তর: মঙ্গোলিয়া।
দূর প্রাচ্যের সংঘর্ষরোধক দেশ কোনটি?
উত্তর: মঙ্গোলিয়া।
চেঙ্গিস খান নামটি জড়িত?
উত্তর: মঙ্গোলিয়ার সাথে।
মঙ্গোলিয়ার সরকারি নাম কি?
উত্তর: মোঙ্গোল উল্স।
মঙ্গোলিয়ার রাজধানী কোথায়?
উত্তর: উলানবাটর।
মঙ্গোলিয়ার বৃহত্তম শহর কোনটি?
উত্তর: উলানবাটর।
মঙ্গোলিয়ার রাষ্ট্রীয় বা সরকারি ভাষা কি?
উত্তর: মঙ্গোলিয় ভাষা।
মঙ্গোলিয়ার প্রধান ধর্ম কি?
উত্তর: বৌদ্ধ।
মঙ্গোলিয়ার জনসংখ্যা কত?
উত্তর: ৩০,৮১,৬৭৭ জন। (আদমশুমারি ২০১৬)
মঙ্গোলিয়ার আয়তন কত?
উত্তর: ১৫,৬৪,১১৫.৭৫ বর্গ কিলোমিটার।
মঙ্গোলিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: টুগ্রিক।
মঙ্গোলিয়ার সরকার ব্যবস্থা কেমন?
উত্তর: সংসদীয় গণতান্ত্রিক সরকার।
মঙ্গোলিয়ার আইনসভার নাম কি?
উত্তর: স্টেট গ্রেট খুরাল।
বাফার স্টেটের উদাহরণ-
উত্তর: মঙ্গোলিয়া।
মঙ্গোলিয়া স্বাধীনতা লাভ করে কবে?
উওর: ১৯২১ সালের, ১০ জুন।
মঙ্গোলিয়া পার্লামেন্টের সদস্য সংখ্যা কত?
উওর: ৭৬ জন।
মঙ্গোলিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: খালতমাজিন বাতুলগা।
মঙ্গোলিয়া প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: উখনাগেইন খেরেলসুখ। (Ukhnaagiin Khürelsükh)
প্রধানমন্ত্রী রিঁচিনিয়ামিন অমর জারগালের নেতৃত্বে মঙ্গোলিয়ায় কবে নতুন সরকার গঠিত হয়?
উওর: ১৯৯৯ সালের, ১ সেপ্টেম্বর।
চীন কত সাল পযর্ন্ত মঙ্গোলিয়ার স্বাধীনতা মেনে নেয়নি?
উওর: ১৯৪৬ সাল পযর্ন্ত।
'গোবি মরুভূমি 'কোথায় অবস্থিত?
উওর: মঙ্গোলিয়া।
কোন সালে মঙ্গোলিয়া চীনের শাসনাধীনে ছিল?
উওর: ১৬৯৯-১৯১১ সাল পযর্ন্ত।
কোন সালে মঙ্গোলিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উওর: ১৯৬১ সালে।