ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য

ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য
একই সাথে তৈমুর লং ও চেঙ্গিস খানের বংশধর ছিল কারা?
উত্তর: মুঘলরা।

ভারতে মুঘল  শাসনামলে ইংল্যান্ডের রাজত্ব করতো কারা?
উওর: টিউটর বংশীয় রাজা রাণীরা।

ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় কোন আমলে?
উত্তর: মুঘল আমলে।

সম্রাট বাবর:

সম্রাট বাবরের জন্ম কোথায়?
উত্তর: উজবেকিস্থান।

পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হয়?
উত্তর: বাবর ও ইব্রাহিম লোদী।

পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন?
উত্তর: ইব্রাহিম লোদী কে।

ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধে।

পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়?
উত্তর: ১৫২৬ সালে।

পানিপথ কোথায় অবস্থিত?
উত্তর: দিল্লির অদূরে।

পানিপথ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: যমুনা নদীর তীরে।

ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৫২৬ সালে।

ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাবর।

বাবর রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে কোন যুদ্ধে?
উওর: খানুয়ার যুদ্ধে।

বাবরের আত্মজীবনির নাম কি?
উত্তর: বাবরনামা।

সম্রাট বাবর কত বছর বয়সে সিংহাসনে বসেন?
উত্তর: ১২ বছর।

অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করা হয় কার শাসন আমলে?
উত্তর: সম্রাট বাবরের।

সম্রাট বাবর কাকে বাবরি মসজিদ নির্মাণের আদেশ দেন?
উত্তর: তার সেনাপতি মীর বাকি কে।

সম্রাট হুমায়ূন:

সম্রাট হুমায়ূন কত বছর বয়সে সিংহাসনে বসেন?
উত্তর: ২২ বছর।

কনৌজের যুদ্ধ কত সালে হয়?
উত্তর: ১৫৪০ সালে।

কনৌজের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়?
উত্তর: শের শাহ ও হুমায়ূনের মধ্যে।

কনৌজের যুদ্ধে পরাজিত হয় কে?
উত্তর: হুমায়ূন।

বাংলার নামকরণ জান্নাতাবাদ করেন কে?
উত্তর: হুমায়ূন।

গ্রন্থগারের সিড়িতে মারা যান কে?
উওর: হুমায়ুন।

শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লীর সিংহাসন দখল করেন কত সালে?
উওর: ১৫৪০ সালে।

সম্রাট হুমায়ূন পুনরায় দিল্লীর সিংহাসন দখল করেন কত বছর পর?
উত্তর: ১৫ বছর।

সম্রাট আকবর:

বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা হয় কত সালে?
উওর: ১৫৭৬ সালে। 

বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় কখন?
উত্তর: রাজমহলের যুদ্ধে খান জাহান এর কাছে  কররানী আফগান সুলতান  দাউদ খানের পরাজয়ের পর।

বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সম্রাট আকবর।

মুঘল সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ কে?
উওর: সম্রাট আকবর।

পানিপথের দ্বিতীয় যুদ্ধ কখন হয়?
উওর: ১৫৫৬ সালে। 

প্রথম জীবনে আকবরের অভিভাবক কে ছিলেন?
উওর:বৈরাম খাঁ।

পানি পথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়?
উত্তর: বৈরাম খাঁ ও হিমুর মধ্যে।

"জিজিয়া কর" রোহিত করেন কে?
উওর: সম্রাট আকবর।

বাংলাদেশে বারভূইঁয়াদের অভ্যুত্থান ঘটে কার শাসন আমলে?
উওর: আকবরের শাসন আমলে।

সম্রাট আকবরের রাজস্বমন্ত্রী কে ছিলেন?
উওর: টোডরমল।

সম্রাট আকবরের রাজসভার কবি কে ছিলেন?
উত্তর: বীরবল।

সম্রাট আকবরের দিল্লির সিংহাসন আরোহনের সময় বয়স কত ছিল?
উওর: মাত্র ১৩ বছর।

আকবরের নবরত্বের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কারা?
উওর: রাজা টোডরমল, তানসেন, আবুল ফজল, বীরবল।

জোধাবাই কে ছিলেন?
উত্তর: আকবরের স্ত্রী।

দীন-ই-ইলাহী নামে নতুন ধর্মের প্রবর্তন করেন কে?
উত্তর: সম্রাট আকবর।

মনসবদারী প্রথার প্রবর্তন করেন কে?
উত্তর: সম্রাট আকবর।

অমৃতসর মন্দির নির্মাণ করেন কে?
উত্তর: উত্তর: সম্রাট আকবর।

বাংলা সাল প্রচলন করেন কে?
উত্তর: সম্রাট আকবর।

বাংলা নববর্ষের প্রবক্তা কে ছিলেন?
উত্তর: সম্রাট আকবর।

বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ঘটে কখন?
উত্তর: উত্তর: সম্রাট আকবরের শাসন আমল।

টোডেরমল কে?
উত্তর: উত্তর: সম্রাট আকবরের অর্থমন্ত্রী।

বুলবুল-ই-হিন্দ কাকে বলা হয়?
উত্তর: তানসেনকে।

তানসেন কোন রাজদরবারে প্রধান সভা-সঙ্গীতজ্ঞ ছিলেন?
উত্তর: সম্রাট আকবরের।

সম্রাট জাহাঙ্গীর:

আগ্রার দুর্গ নির্মাণ করেন কে?
উওর: সম্রাট জাহাঙ্গীর।

সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রেরিত ইংরেজ দূত কে ছিলেন?
উওর: স্যার টমাস রো।

বাংলা অধিকারের জন্য সুবেদার হিসেবে ইসলাম খানকে প্রেরণ করেন কে?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর।

বারোভূঁইয়া কাদের বুঝায়?
উওর: পাঠান ও হিন্দু স্বাধীন জমিদারদের।

কার শাসন আমলে বারোভূঁইয়াদের দমন করা হয়?
উত্তর: সম্রাট জাহাঙ্গীরের।

বারোভূঁইয়াদের দমন করেন কে?
উত্তর: ইসমাইল খান।

কার সময় বাংলার রাজধানী ঢাকা করা হয়?
উত্তর: জাহাঙ্গীরের।

বাংলার রাজধানী ঢাকা করা হয় কত সালে?
উত্তর: ১৬১০ সালে।

ঢাকার পূর্বে মুঘল সাম্রাজ্যের বাংলার রাজধানী কোথায় ছিল?
উত্তর: রাজমহল।

রাজমহল থেকে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন কে?
উত্তর: ইসমাইল খান।

মুঘল আমলে ঢাকার নাম কি ছিল?
উত্তর: জাহাঙ্গীরনগর।

ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে?
উত্তর: সুবেদার ইসমাইল খান।

বাংলার প্রথম সুবেদার কে ছিলেন?
উত্তর: ইসমাইল খান।

ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় বাংলার সুবেদার কে ছিলেন?
উত্তর: ইসমাইল খান।

সম্রাট জাহাঙ্গীর নিজের নামে মুদ্রা প্রচলন করেন কত সালে?
উত্তর: ১৬১২ সালে।

সম্রাট শাহজাহান:

সম্রাট শাহাজাহান মুঘল বংশের কততম শাসক?
উত্তর: পঞ্চমতম।

ভারতবর্ষের "Prince of Builders" নামে খ্যাত কে?
উওর: সম্রাট শাহজাহান।

কার শাসন আমলে ভারতে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে?
উত্তর: সম্রাট শাহজাহানের।

মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়?
উত্তর: সম্রাট শাহজাহানের রাজত্বকালকে।

কোন মুঘল সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করা হয়?
উত্তর: সম্রাট শাহজাহানের।

মমতাজ মহল কে ছিলেন?
উত্তর: শাহাজাহানের স্ত্রী।

"তাজমহল" ও "ময়ূর সিংহাসন" নির্মাণ করেন কে?
উওর: সম্রাট শাহজাহান।

দিল্লির "দেওয়ান - ই আম" ও “দেওয়ান- ই-খাস" নির্মাণ করেন কে?
উওর: শাহজাহান।

আগ্রার জামে মসজিদ নির্মাণ করেন কে?
উওর: সম্রাট শাহজাহান।

দিল্লির লালকেল্লা নির্মাণ করেন কে?
উওর: সম্রাট শাহজাহান।

শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম কি?
উত্তর: মুরাদ।

“জামি মসজিদ”, “দেওয়ান আম”, ও “দেওয়ান খাস” কে নির্মাণ করেন?
উত্তর: সম্রাট শাহজাহান।

সম্রাট শাহজাহানের কতজন পুত্র ছিল?
উত্তর: ৪ জন।

সম্রাট শাহজাহান বাংলায় প্রথম সুবেদার হিসেবে কাকে প্রেরণ করেন?
উত্তর: কাসিম খান জুয়িনী কে।

সম্রাট শাহাজাহান অসুস্থ হয়ে পড়লে তারে বন্দী করেন কে?
উত্তর: পুত্র আওরঙ্গজেব।

আওরঙ্গজেব শাহাজাহানকে বন্দী করেন কত সালে?
উত্তর: ১৬৫৮ সালে।

বন্দী অবস্থায় সম্রাট শাহাজাহান মৃত্যুবরণ করে কত সালে?
উত্তর: ১৬৬৬ সালে।

সম্রাট শাহাজাহানের সমাধি কোথায়?
উত্তর: তাজমহল, আগ্রা।

তাজমহলের রুপকার কে ছিলেন?
উওর: রুপকার বলদেব দাস।

তাজমহলের স্থপতি কে ছিলেন?
উত্তর: মাস্টার দ্য ওস্তাদ ঈশা সিরাজী।

সম্রাট আওরঙ্গজেব:

আওরঙ্গজেবের পিতার নাম কি?
উত্তর: শাহাবউদ্দিন মুহাম্মদ শাহজাহান।

আওরঙ্গজেবের মাতার নাম কি?
উত্তর: মমতাজ মহল।

শাহজাদা সুজা আওরঙ্গজেবের সম্পর্কে ছিলেন?
উত্তর: ভাই।

আওরঙ্গজেবের সেনাপতি কে ছিল?
উত্তর: মীর জুমলা।

আওরঙ্গজেব শাহাজাদা সুজা কে দমন করার জন্য বাংলায় প্রেরণ করেন?
উত্তর: সেনাপতি মীর জুমলা কে।

দক্ষিণাত্য নীতি কে প্রণয়ন করেন?
উত্তর: সম্রাট আওরঙ্গজেব।

ভারতের কোন সম্রাটকে আলমগীর বলা হতো?
উত্তর: আওরঙ্গজেব।

ভারত পৃথিবীর সর্ব বৃহৎ অর্থনীতি হিসেবে গড়ে উঠেছিল কখন?
উত্তর: সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে।

সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে করের পরিমান কত ছিল?
উত্তর: ৪৫০ মিলিয়ন ডলার। যা তার সমসাময়িক ফ্রান্সের চতুর্দশ লুইয়ের সময়ের করের পরিমানের ১০ গুন ছিল।

আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ২০ ফেব্রুয়ারি, ১৭০৭। ৮৯ বছর বয়সে।

ভারতের মধ্যযুগীয় যুগ শেষ হয় কখন?
উত্তর: সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর।

সম্রাট শাহাজাদা সুজা:

সম্রাট শাহাজাহানের দ্বিতীয় পুত্র কে ছিলেন?
উত্তর: শাহাজাদা সুজা।

বাংলায় ইংরেজরা বাণিজ্য করার সুযোগ পায় কার শাসন আমলে?
উত্তর: শাহাজাদা সুজার সময়।

বাংলায় ইংরেজরা বাণিজ্য করার সুযোগ পায় কত সালে?
উত্তর: ১৬১৫ সালে।

ঢাকার চকবাজারের বড় কাটরা কে নির্মাণ করেন?
উত্তর: শাহাজাদা সুজা।

ধানমন্ডি ঈদগাহ নির্মাণ করেন কে?
উত্তর: শাহাজাদা সুজা।

শাহাজাদা সুজা বাংলা শাসন করেন কত বছর?
উত্তর: ২০ বছর।

আওরঙ্গজেবের কাছে শাহাজাদা সুজা পরাজিত হন কত সালে?
উত্তর: ১৬৫৯ সালে।

শাহাজাদা সুজাকে স্বপরিবারে হত্যা করেন কে!
উত্তর: আওরঙ্গজেব।

সম্রাট মুহাম্মদ আজম শাহ:

ঢাকার লালবাগের কেল্লা নির্মাণ শুরু করেন কে?
উত্তর: মুহাম্মদ আজম শাহ।

মুহাম্মদ আজম শাহের পিতার নাম কি?
উত্তর: আওরঙ্গজেব।

সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ:

মুঘল বংশের শেষ সম্রাট কে?
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহ।

দ্বিতীয় বাহাদুর শাহ শাসন করেন?
উত্তর: ১৮৩৭ থেকে ১৮৫৭ সাল পযর্ন্ত। 

ব্রিটিশ শাসক কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ কে ক্ষমতাচ্যুত করেন কত সালে?
উত্তর: ১৮৫৭ সালে।

মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে কত সালে?
উত্তর: ১৮৫৭ সালে।

দ্বিতীয় বাহাদুর শাহ মৃত্যুবরণ করেন কত সালে?
উত্তর: ১৮৬২ সালে।

দ্বিতীয় বাহাদুর শাহর কবর কোথায়?
উত্তর: মিয়ানমারের ইয়াঙ্গুনে।