মুন্সিগঞ্জ জেলা পরিচিতি
May 27, 2020
1

বঙ্গ রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উত্তর: বিক্রমপুর বর্তমান মুন্সিগঞ্জ।
সেন বংশের রাজা বল্লাল সেনের বাড়ির সন্ধান পাওয়া যায় কোথায়?
উত্তর: রামপাল, মুন্সিগঞ্জ।
মুন্সিগঞ্জ জেলার পুরাতন নাম কি?
উত্তর: বিক্রমপুর ও ইদ্রাকপুর।
মুন্সিগঞ্জ জেলার বিখ্যাত খাবার কোনটি?
উত্তর: ভাগ্যকুলের মিষ্টি ও কলা।
মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্য কি?
উত্তর: নৌকা বাইচ, প্রাচীন বৌদ্ধবিহার।
মুন্সিগঞ্জ জোলার ভৌগোলিক সীমানা হলো?
উত্তর: মুন্সিগঞ্জ জেলার উত্তরে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা, দক্ষিণে পদ্মা নদী যার অপর পাড়ে শরীয়তপুর, পূর্বে কুমিল্লা ও চাঁদপুর জেলা এবং পশ্চিমে শরিয়তপুর ও মাদারীপুর জেলাকে পদ্মা নদী বিভাজন করেছে।
মুক্তিযুদ্ধের সময় মুন্সিগঞ্জ জেলা কত নং সেক্টরে ছিল?
উত্তর: ২ নং।
মুন্সিগঞ্জ মুক্ত দিবস কবে?
উত্তর: ১১ ডিসেম্বর।
মুন্সিগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১লা মার্চ, ১৯৮৪।
মুন্সিগঞ্জ জেলার নামকরণ করা হয় কিভাবে?
উত্তর: মোঘল শাসন আমলে ফৌজদার মুন্সী হায়দার হোসেন নামে একজন ব্যক্তি ছিলেন। যার নাম অনুসারে মুন্সিগঞ্জ জেলার নামকরণ করা হয়। আবার কারো কারো মতে, জমিদার এনায়েত আলী মুন্সীর নামানুসারে মুন্সিগঞ্জ জেলার নামকরন করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলার আয়তন কত?
উত্তর: ৯৫৪.৯৬ বর্গ কি.মি।
মুন্সিগঞ্জ জেলার জনসংখ্যা কত?
উত্তর: ১৫,০২,৪৪৯ জন। (আদমশুমারি: ২০১১)
মুন্সিগঞ্জ জেলায় পৌরসভা কয়টি?
উত্তর: ২ টি।
মুন্সিগঞ্জ জেলার জাতীয় সংসদীয় আসন কয়টি?
উত্তর: ৩ টি।
মুন্সিগঞ্জ জেলার উপজেলা কয়টি ও কি কি?
উত্তর: ৬ টি। যথা: মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ি উপজেলা, শ্রীনগর, লৌহজং, গজারিয়া ও সিরাজদিখান।
মুন্সিগঞ্জ জেলার থানা কয়টি?
উত্তর: ৬ টি।
মুন্সিগঞ্জ জেলায় ইউনিয়ন পরিষদ কয়টি?
উত্তর: ৬৭ টি।
মুন্সিগঞ্জ জেলায় মৌজা সংখ্যা কত?
উত্তর: ৬৬২ টি।
মুন্সিগঞ্জ জেলায় গ্রাম সংখ্যা কত?
উত্তর: ৯০৬ টি।
অতীশ দীপঙ্কর জন্মস্থান কোথায়?
উত্তর: মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী গ্রামে।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মস্থান কোথায়?
উত্তর: মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার তেলীরবাগ গ্রামে।
সমরেশ বসুর জন্মস্থান কোথায়?
উত্তর: মুন্সীগঞ্জের রাজানগরে।
কবি হুমায়ূন আজাদের জন্মস্থান কোথায়?
উত্তর: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁ।
জগদীশ চন্দ্র বসুর পৈত্রিক নিবাস কোথায়?
উত্তর: শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল গ্রামে।
সরোজিনী নাইডুর পৈত্রিক নিবাস কোথায়?
উত্তর: মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনকসার গ্রামে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈত্রিক নিবাস কোথায়?
উত্তর: মুন্সীগঞ্জের মালপদিয়া গ্রামে।
কবি বুদ্ধদেব বসুর পৈত্রিক নিবাস কোথায়?
উত্তর: মুন্সীগঞ্জের মালখানগরে।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পৈত্রিক নিবাস কোথায়?
উত্তর: মুন্সিগঞ্জ জেলায়।
মুন্সিগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তি বর্গ হলো?
উত্তর: অতীশ দীপঙ্কর, জগদীশ চন্দ্র বসু, সরোজিনী নাইডু, মানিক বন্দ্যোপাধ্যায়, কবি বুদ্ধদেব বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ।
রাজা বল্লাল সেনের দিঘী বা রামপালের দিঘী কোথায় অবস্থিত?
উত্তর: রামপাল, মুন্সিগঞ্জ।
বার আউলিয়ার মাজার কোথায় অবস্থিত?
উত্তর: মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের কেওয়ার গ্রামে।
বাবা আদমের মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর: মুন্সিগঞ্জ।
শিমুলিয়া ফেরিঘাট কোথায়?
উত্তর: মুন্সিগঞ্জ।
মাওয়া রিসোর্ট কোথায় অবস্থিত?
উত্তর: লৌহজং, মুন্সিগঞ্জ।
পদ্মা রিসোর্ট কোথায় অবস্থিত?
উত্তর: লৌহজং, মুন্সিগঞ্জ।
ইদ্রাকপুর কেল্লা কোথায়?
উত্তর: মুন্সিগঞ্জ সদর।
মুন্সিগঞ্জ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান গুলো কি কি?
উত্তর: অতীশ দিপঙ্করের জন্মস্থান, রাজা বল্লাল সেনের দিঘী, বার আউলিয়ার মাজার, বাবা আদমের মসজিদ, ইদ্রাকপুর কেল্লা, রাজা শ্রীনাথের বাড়ি, সোনারং জোড়া মন্দির, পদ্মাচর।