নরসিংদী জেলা পরিচিতি

নরসিংদী জেলা পরিচিতি
নরসিংদী জেলা পরিচিতি
বাংলাদেশের কোথায় তিন হাজার বছরের প্রাচীন সভ্যতার সন্ধান পাওয়া গেছে?
উত্তর: নরসিংদী জেলার বেলাব উপজেলার উয়ারী-বটেশ্বর এলাকায় অসমরাজার গড় নামক স্থানে।

নরসিংদী কিসের জন্য বিখ্যাত?
উত্তর: সাগর কলা ও লটকন।

নরসিংদী জেলার ঐতিহ্য কি?
উত্তর: তাঁত শিল্প।

প্রাচ্যের ম্যানচেষ্টার বলা হয়?
উত্তর: নরসিংদী জেলার বাবুরহাট কে।

নরসিংদী জোলার ভৌগোলিক সীমানা হলো?
উত্তর: নরসিংদী জেলার উত্তরে কিশোরগঞ্জ, দক্ষিণে নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এবং পশ্চিমে গাজীপুর জেলায় অবস্থিত।

মুক্তিযুদ্ধের সময় নরসিংদী কত নং সেক্টরে ছিল?
উত্তর: ২ নং।

নরসিংদী জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৪ সালে।

নরসিংদী জেলার নামকরণ করা হয় কিভাবে?
উত্তর: রাজা নরসিংহের নাম অনুসারে নরসিংদী জেলার নামকরণ করা হয়।

নরসিংদী জেলার আয়তন কত?
উত্তর: ১১৪০.৭৬ বর্গ কি.মি।

নরসিংদী জেলার জনসংখ্যা কত?
উত্তর: ২২,২৪,৯৪৪ জন। (আদমশুমারি: ২০১১)

নরসিংদী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: মেঘনা নদীর।

নরসিংদী জেলায় পৌরসভা কয়টি?
উত্তর: ৬ টি।

নরসিংদী জেলার সংসদ আসন কয়টি?
উত্তর: ৫ টি।

নরসিংদী জেলায় উপজেলা কয়টি ও কি কি?
উত্তর: ৬ টি। যথা: নরসিংদী সদর, মনোহরদী, বেলাবো, রায়পুরা, শিবপুর ও পলাশ।

নরসিংদী জেলায় থানা কয়টি?
উত্তর: ৬ টি।

নরসিংদী জেলায় ইউনিয়ন পরিষদ কয়টি?
উত্তর: ৭১ টি।

নরসিংদী জেলায় মৌজা সংখ্যা কত?
উত্তর: ৬২৪ টি।

নরসিংদী জেলায় গ্রাম সংখ্যা কত?
উত্তর: ১০৯৫ টি।

নরসিংদী জেলার গ্যাস ক্ষেত্রটি কত সালে আবিষ্কার করা হয়?
উত্তর: ১৯৯০ সালে।

বাংলাদেশের প্রথম দ্বিতলবিশিষ্ট রেলওয়ে স্টেশন কোনটি?
উত্তর: ঘোড়াশাল রেলওয়ে স্টেশন, পলাশ, নরসিংদী।

নরসিংদী জেলার অর্থনীতি কি নির্ভর?
উত্তর: তাঁত বা কাপড় শিল্প নির্ভর।

বাংলাদেশের সর্ব বৃহৎ পাইকারি কাপড়ের বাজার কোনটি?
উত্তর: বাবুরহাট পাইকারি বাজার, নরসিংদী।

পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক কে?
উত্তর: ভাই গিরিশ চন্দ্র সেন।

ভাই গিরিশ চন্দ্র সেনের জন্মস্থান কোথায়?
উত্তর: পাঁচদোনা, নরসিংদী।

গণ গণঅভ্যুত্থানের নায়ক শহীদ ‌‌আসাদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ধানুয়া, শিবপুর, নরসিংদী।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমানের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: নরসিংদী জেলায়।

কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে।

নরসিংদী জেলার বিখ্যাত ব্যক্তি বর্গ হলো?
উত্তর: ললিত মোহন রায় বি.এ.বি.এল, সতীশচন্দ্র পাকড়াশী, ভাই গিরিশ চন্দ্র সেন, রশিদ উদ্দিন আহমদ, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান, কবি শামসুর রাহমান, ড. আলাউদ্দিন আল-আজাদ, আপেল মাহমুদ, কে,জি,গুপ্ত ইত্যাদি।

অসমরাজার গড় কোথায় অবস্থিত?
উত্তর: উয়ারী-বটেশ্বর, বেলাব, নরসিংদী।

উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
উত্তর: বেলাব, নরসিংদী।

উয়ারী-বটেশ্বর কেন বিখ্যাত?
উত্তর: অসমরাজার গড়ের জন্য বিখ্যাত। এখানে প্রত্নতাত্ত্বিকবিদরা তিন হাজার বছরের প্রাচীন সভ্যতার সন্ধান পেয়েছে।

গঙ্গাঋদ্ধি জাদুঘর কোথায় নির্মাণ করা হচ্ছে?
উত্তর: উয়ারী-বটেশ্বর, বেলাব, নরসিংদী।

ড্রীম হলিডে পার্ক কোথায়?
উত্তর: পাঁচদোনা, নরসিংদী।

ঘোড়াশাল সার কারখানা কোথায় অবস্থিত?
উত্তর: ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।

পলাশ সার কারখানা কোথায় অবস্থিত?
উত্তর: পলাশ, নরসিংদী।