বাংলাদেশের পত্র-পত্রিকা
April 25, 2021

উপমহাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?
উওর: বেঙ্গল গেজেট বা হিকির বেঙ্গল গেজেট।
বেঙ্গল গেজেট বা হিকির বেঙ্গল গেজেট প্রথম কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৭৮০ সালে।
বেঙ্গল গেজেট বা হিকির বেঙ্গল গেজেটের সম্পাদক কে ছিলেন?
উত্তর: জেমস অগাস্টাস হিকি।
উপমহাদেশে বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্রের নাম কি?
উওর: দিকদর্শন।
দিকদর্শন প্রথম কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৮১৮ সালে।
দিকদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উত্তর: জন ক্লার্ক মার্শম্যান।
বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তর: সমাচার দর্পন।
বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি?
উওর: সমাচার দর্পণ। (সাপ্তাহিক)
সমাচার দর্পন প্রথম প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ১৮১৮ সালে।
সমাচার দর্পন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উত্তর: জন ক্লার্ক মার্শম্যান।
বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি?
উওর: বাংলা গেজেট।
বাংলা গেজেট প্রথম প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ১৮১৮ সালে।
বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১৮৭২ সালে।
বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বাংলা গেজেটের প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উত্তর: গঙ্গাকিশোর ভট্টাচার্য।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাপত্রের নাম কি?
উওর: সংবাদ প্রভাকর।
বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র কোনটি?
উত্তর: সংবাদ প্রভাকর।
সংবাদ প্রভাকরের প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।
তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ হয় কত সালে?
উত্তর: ১৮৪৩ সালে।
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে?
উত্তর: অক্ষরকুমার দত্ত।
সবুজপত্র কি?
উত্তর: সাময়িকপত্র বা সাহিত্য পত্রিকা।
সবুজপত্র পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উত্তর: প্রমথ চৌধুরি।
সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ১৯১৪ সালে।
বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
উত্তর: সবুজপত্র।
মাসিক সওদাগর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উত্তর: মোঃ নাসির উদ্দিন।
মাসিক সওদাগর পত্রিকা কোন সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯১৮ সালে।
আঙুর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উত্তর: ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ।
আঙুর পত্রিকা প্রকাশিত হয় কোন সালে?
উত্তর: ১৯২০ সালে।
মোসলেম ভারত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: মোঃ আকরাম খাঁ।
কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা গুলোর নাম কি কি?
উওর: ধূমকেতু, লাঙ্গল ও দৈনিক নবযুগ।
রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় অভিনন্দন বাণী দিয়েছিলেন?
উত্তর: ধূমকেতু।
ধূমকেতু পত্রিকা কোন সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২২ সালে।
কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন?
উত্তর: নবযুগ।
কল্লোল পত্রিকা কোন সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৬ সালে।
মাসিক মোহাম্মদি কোন সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৭ সালে।
সংবাদ কৌমুদী ও সমাচার চন্দ্রিকা পত্রিকা দুটির সম্পাদক কে ছিলেন?
উওর: ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।
সাপ্তাহিক সুধাকর পত্রিকার সম্পাদক কে?
উত্তর: শেখ আব্দুর রহিম।
ভারতী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
উওর: দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকার নাম কি?
উত্তর: সাধনা।
সাধনা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
জাপান থেকে প্রকাশিত বাংলা পত্রিকার নাম কি?
উওর: মানচিত্র।
বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি?
উওর: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
বাংলাভাষী অঞ্চলের বাইরে প্রথম প্রকাশিত বাংলা সংবাদপত্রের নাম কি?
উওর: দেশবার্তা।
দেশবার্তা সংবাদপত্রটি কোথায় থেকে প্রকাশিত?
উত্তর: লন্ডন থেকে প্রকাশিত।
সপ্তাহে একদিন একটি বাংলা পাতা ছাপানো হয় কোন পত্রিকায়?
উওর: রিয়াদ ডেইলি পত্রিকায়।
ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?
উত্তর: ঢাকা প্রকাশ।
স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
উত্তর: চট্টগ্রামের দৈনিক আজাদী।।
সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: সিকান্দার আবু জাফর।
সমকাল পত্রিকাটি কোথায় থেকে প্রকাশিত হয়?
উত্তর: ঢাকা থেকে।
ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত পত্রিকার নাম কি?
উত্তর: শিখা।
বাংলাদেশের প্রথম ট্যবলয়েড পত্রিকা কোনটি?
উত্তর: মানবজমিন।
বাংলাদেশের কোন পত্রিকাটির কলকাতা সংস্করণ প্রকাশিত হয়?
উত্তর: কালি ও কলম।
বেগম পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: বেগম সুফিয়া কামাল ও জাহানারা আরজু।
চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: হুমায়ূন কবির।
বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা কোনটি?
উত্তর: উত্তরাধিকার।
ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম কি?
উত্তর: মানিক মিয়া। প্রকৃত নাম তোফাজ্জল হোসেন।
বাংলাদেশের সবচেয়ে পুরাতন ইংরেজি দৈনিক কোনটি?
উত্তর: Bangladesh Observer.
জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৫৪ সালে।
ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম কি?
উত্তর: দিশারী।
দি ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
উত্তর: এসএম আলী।
সংস্কৃতি পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: বদরুদ্দীন উমর।
বাংলাদেশের ভূখন্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তর: রংপুর বার্তাবহ।