উত্তর কোরিয়া
April 26, 2021
![]() |
উত্তর কোরিয়া | Original Photos: Getty Images |
উওর: গণতান্ত্রিক প্রজাতন্ত্রী কোরিয়া।
উত্তর কোরিয়ার রাজধানী কোথায়?
উত্তর: পিয়ং ইয়াং।
উত্তর কোরিয়ার বৃহত্তম শহর কোনটি?
উত্তর: পিয়ং ইয়াং।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তর: কোরীয়ান।
উত্তর কোরিয়ার প্রধান ধর্ম কি?
উত্তর: নাস্তিকতা।
উত্তর কোরিয়ার জনসংখ্যা কত?
উত্তর: ২৩,৩০১,৭২৫ জন। (আদমশুমারি ২০০৭)
উত্তর কোরিয়ার আয়তন কত?
উত্তর: ১,২০,৫৩৮ বর্গ কিলোমিটার।
উত্তর কোরিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: উত্তর কোরিয়ান উন।
উত্তর কোরিয়ার সরকার ব্যবস্থা কেমন?
উত্তর: সংবিধানিক সরকার ব্যবস্থা গণতান্ত্রিক কেন্দ্রিকতা হলেও দেশটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গণ্য।
উত্তর কোরিয়া স্বাধীনতা লাভ করে কবে?
উত্তর: ৯ সেপ্টেম্বর, ১৯৪৮।
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কে?
উত্তর: কিম ইল সং।
উওর কোরিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
উওর: ৪ বছর।
উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: কিম জং উন।
উওর কোরিয়ার প্রেসিডেন্ট কীভাবে নির্বাচিত হন?
উওর: জাতীয় পরিষদ কর্তৃক।
উওর কোরিয়া জাতিসংঘের সদস্য পদ লাভ করে কত সালে?
উওর: ১৭ সেপ্টেম্বর ১৯৯২ সালে।
উওর কোরিয়ার উচ্চ গণপরিষদে কয়জন ডেপুটি রয়েছে?
উওর: ৬৮৭ জন।
জাপান কবে কোরিয়া দখল করে?
উওর: ২৯ আগষ্ট, ১৯১০।
উওর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে বিভক্ত হয়?
উওর: ১৫ আগষ্ট, ১৯৪৫।
উওর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রামণ করে কবে?
উওর: ২৫ জুন, ১৯৫০।
মার্কিন যুক্তরাষ্ট্র কবে কোরিয়া হস্তক্ষেপ করে?
উওর: ৭ আগষ্ট, ১৯৫০।
জাতিসংঘ বাহিনী পিয়ংইয়ং অধিকার করে নেয় কবে?
উওর: ১৯ অক্টোবর, ১৯৫০ সালে।
উওর কোরিয়া ও চীনের বাহিনী কবে সিওল অধিকার করেছিল?
উওর: ৪ জানুয়ারী, ১৯৫১।
রাশিয়া কবে কোরিয়া যুদ্ধ বিরতি ঘোষনা করে?
উওর: ২৬ জুন, ১৯৫১।
যুক্তরাষ্ট্র কবে উওর কোরিয়ার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা জারি হয়?
উওর: ১৯৫৩ সালে।
দুই কোরিয়ার মধ্যে অনাক্রামণ চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উওর: ১৩ ই ডিসেম্বর, ১৯৯১ সালে।
যুক্তরাষ্ট্র কবে উওর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে?
উওর: ১৭ সেপ্টেম্বর, ১৯৯৯।
দীর্ঘ ৫৫ বছর পর কবে উওর ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টদ্বয় শীর্ষ সম্মেলনে মিলিত হয়?
উওর: ১৩ জুন, ২০০০।
রাশিয়া ও উওর কোরিয়ার মধ্যে ঐতিহাসিক 'মস্কো ঘোষণা’ চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উওর: ৪ আগষ্ট, ২০০১।
রাশিয়া ও উওর কোরিয়ার মধ্যকার মস্কো ঘোষণার স্ব-স্ব দেশের স্বাক্ষরকারীগণের নাম কি?
উওর: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উওর কোরিয় নেতা কিম জং ইল।
দীর্ঘ ৫০ বছর পর দুই কোরিয়ার মধ্যে প্রথম কবে চিঠি বিনিময় করা হয়?
উওর: ১৪ মার্চ, ২০০১।
উওর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে?
উওর: ১৬ জুন, ২০০০।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পযর্ন্ত উওর কোরিয়া কার অধীনে ছিল?
উওর: জাপানের।
অষ্টম পারমাণবিক অস্ত্রের অধিকারী হন কোন দেশ?
উওর: উওর কোরিয়া।
উওর কোরিয়া প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কোন তারিখে?
উওর: ৯ অক্টোবর, ২০০৬ সালে।
উওর কোরিয়ার এক একটি ক্ষেপণাস্ত্র কোন কোন এলাকা পযর্ন্ত আঘাত হানতে পারে?
উওর: জাপান, ফিলিপাইন ও চীন পযর্ন্ত।
উওর কোরিয়া দ্বিতীয়বারের মতো পরমাণু বোমার সফল পরীক্ষা চালায় কবে?
উওর: ২৫ মে, ২০০৯।
উওর কোরিয়া তৃতীয়বারের মতো পরমাণু বোমার সফল পরীক্ষা চালায় কবে?
উওর: ১২ ফেব্রুয়ারি, ২০১৩।
উওর কোরিয়া পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কোন স্থানে?
উওর: উওর পূর্বাঞ্চলীয় হামজিং প্রদেশের কিলজু এলাকার পাহাড়ি সুড়ঙ্গে।
উওর কোরিয়া কোয়াং মিয়ংসং-২ নামের দূর পাল্লার রকেট উৎক্ষেপন করেন কবে?
উওর: ৫ এপ্রিল, ২০০৯।
কত বছর পর দুই কোরিয়ার মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু হয়?
উওর: ৫০ বছর।
উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) থেকে নাম প্রত্যাহার করে নেয়?
উওর: ১০ জানুয়ারি, ২০০৩।
উওর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম জং ইল মৃত্যুবরণ করেন কবে?
উওর: ১৭ ডিসেম্বর ২০১১ সালে।
কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কে হন?
উত্তর: তার ছেলে কিম জং উন।
উত্তর কোরিয়া তাদের প্রথম হাইড্রোজেন বোমার সফল পরীক্ষণ চালায় কবে?
উত্তর: ৮ জানুয়ারি, ২০১১।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর নাম কি?
উত্তর: কোরিয়ান পিপলস আর্মি।
বিশ্বে উত্তর কোরিয়া সামরিক শক্তি ক্ষমতায় কততম?
উত্তর: ২৫ তম। (GFP Review 2020)
ওয়ানসেন নামের প্রসিদ্ধ শহরটি কোথায়?
উত্তর: উত্তর কোরিয়া।