ওমান

ওমান
ওমান | Original Photos: Getty Images
ওমান কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ এশিয়া।

ওমানের রাষ্ট্রীয় নাম কী? 
উত্তরঃ সুলতানাত অব ওমান।

ওমানের রাজধানী কোথায়?
উত্তরঃ মাস্কাট।

ওমানের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ মাস্কাট।

ওমানের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ আরবি।

ওমানের প্রধান ধর্ম কি?
উত্তরঃ ইসলাম।

ওমানের জনসংখ্যা কত?
উত্তরঃ ৪২,৯৮,৩২০জন। (আদমশুমারি:২০১৫)

ওমানের আয়তন কত?
উত্তরঃ ৩,০৯,৫০০ বর্গ কি.মি।

ওমানের মুদ্রার নাম কি?
উত্তরঃ রিয়াল।

ওমানের সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ রাজতন্ত্র।

ওমান স্বাধীনতা লাভ করে কবে?
উত্তরঃ ১৯৫১ সালে।

আয়তনের দিক থেকে ওমান বিশ্বের কততম দেশ?
উত্তরঃ ৭০ তম।

ওমানের প্রদেশ কয়টি?
উত্তরঃ ৪১টি।

ওমান কত বছর পর্তুগীজদের দখলে কত বছর ছিল?
উত্তরঃ ১৪৩ বছর।

স্থানীয় অধিবাসীরা কবে ওমান থেকে পর্তুগীজদের বিতাড়িত করে?
উত্তরঃ ১৬৫০ সালে।

সাবেক মাস্কট কে ওমান করা হয় কবে?
উত্তরঃ ১৯৭০ সালে।

ওমানের রাষ্ট্রপ্রধান কে?
উত্তরঃ সুলতান।

ওমানের বর্তমান সুলতান কে?
উত্তরঃ হাইসাম ইবন তারিক আস-সাইদ।

ওমানের সংবিধান কীরূপ?
উত্তরঃ অলিখিত।

আল হাজর পর্বতমালা কোথায় অবস্থিত?
উত্তরঃ ওমান।