কাতার
April 26, 2021
![]() |
কাতার | Photo: Quiz Bee |
কাতার কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ এশিয়া।
কাতারের রাষ্ট্রীয় নাম কী?
উত্তরঃ দাওলাত কাতার।
কাতারের রাজধানী কোথায়?
উত্তরঃ দোহা।
কাতারের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ দোহা
কাতারের রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তরঃ আরবি।
কাতারের প্রধান ধর্ম কি?
উত্তরঃ ইসলাম।
কাতারের জনসংখ্যা কত?
উত্তরঃ ২,৬৭৫,৫২২ জন।
কাতারের আয়তন কত?
উত্তরঃ ১১,৫৮১ বর্গ কিলোমিটার।
কাতারের মুদ্রার নাম কি?
উত্তরঃ রিয়াল।
কাতারের সরকার ব্যবস্থা কেমন?
উত্তরঃ সংবিধানিক রাজতন্ত্র।
কাতারের আইনসভার নাম কি?
উত্তর: কনসোলেটিভ অ্যাসেম্বলি।
কাতার কবে স্বাধীনতা ঘোষণা করে?
উত্তরঃ ১৯৭১ সালের, ৩ সেপ্টেম্বর ।
কাতারের সরকার প্রধান কে?
উত্তরঃ আমির ।
কাতারের বর্তমান আমির কে?
উত্তরঃ তামিম বিন হামাদ আল থানি।
কাতারের আমীর শাসন ব্যবস্থা চালু হয় কবে?
উত্তরঃ ১৯৯৮ সালে ।
আল জাজিরা কী?
উত্তরঃ কাতারের দুবাইতে অবস্থিত একটি স্যাটেলাইট টেলিভিশন কেন্দ্র ।
আল জাজিরা টিভি চ্যানেলের প্রতিষ্ঠিত হয কবে?
উত্তরঃ ১ নভেম্বর ১৯৯৬ সালে ।
সম্প্রতি চালুকৃত আল-জাজিরার ইংরেজি চ্যানেলে প্রথম সংবাদ পাঠ করেন কোন বাঙালী নারী?
উত্তরঃ ভারতের শিউলি ঘোষ ।
কাতারের নারীরা ভোটাধিকার পায় কত সালে?
উত্তরঃ ১৯৯৯ সালে ।
কোন দেশে রাজনৈতিক দল নেই?
উত্তরঃ কাতার।