মধ্যযুগের বাংলা সাহিত্য: শ্রীকৃষ্ণকীর্তন
April 25, 2021
![]() |
রাধা-কৃষ্ণ | Original Photo: Getty Images |
শ্রীকৃষ্ণকীর্তন কি?
উওর: মধ্যযুগের রচিত বাংলা ভাষায় প্রথম কাব্যগ্রন্থ।
বাংলা ভাষায় কোনো লেখকের প্রথম এককগ্রন্থ কোনটি?
উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কি বর্ণিত রয়েছে?
উত্তর: রাধা-কৃষ্ণের প্রেম ও কথার আড়ালে ঈশ্বরের প্রতি জীবকুলের আকুলতা বর্ণিত রয়েছে।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে প্রধান চরিত্র কয়টি?
উওর:তিনটি।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র গুলো কি কি?
উত্তর: কৃষ্ণ, রাধা ও বড়ায়ি।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যগ্রন্থের কবি কে?
উওর: বড়ু চন্ডীদাস। প্রকৃত নাম অনন্ত বড়ু।
মধ্যযুগের রচিত বাংলা ভাষায় প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যগ্রন্থ।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য আবিষ্কার করা হয় কত সালে?
উত্তর: ১৯০৯ সালে।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে আবিষ্কার করেন?
উত্তর: বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ।
বসন্তরঞ্জন রায় কে বিদ্বদ্বল্লভ উপাধি কে দিয়েছেন?
উত্তর: বঙ্গীয় সাহিত্য পরিষদ।