দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া | Original Photos: Getty Images
বিশ্বের প্রাচীন মান মন্দির কোথায় অবস্থিত?
উত্তর: দক্ষিণ কোরিয়া।

শান্ত সকালের দেশ হিসেবে পরিচিত?
উত্তর: দক্ষিণ কোরিয়া।

টাইগার অর্থনীতির দেশ বলা হয়?
উত্তর: দক্ষিণ কোরিয়া কে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নাম বা সরকারি নাম কী?
উওর: প্রজাতন্ত্রী কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার রাজধানী কোথায়?
উত্তর: সিউল।

দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর কোনটি?
উত্তর: সিউল।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় ভাষা কি?
উত্তর: কোরীয়।

দক্ষিণ কোরিয়ার প্রধান ধর্ম কি?
উত্তর: নেই (নাস্তিকতা)।

দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা কত?
উত্তর: ৫১,৭০৯,৯০৩ জন। (আদমশুমারি ২০১৯)

দক্ষিণ কোরিয়ার আয়তন কত?
উত্তর: ১০০,৩৬৩ বর্গ কিলোমিটার।

দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: দক্ষিণ কোরিয়ান ওন।

দক্ষিণ কোরিয়ার সরকার ব্যবস্থা কেমন?
উত্তর: রাষ্ট্রপতিশাসিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

সানশাইন পলিসির দেশ হিসেবে পরিচিত?
উত্তর: দক্ষিণ কোরিয়া।

জাপান সাগর ও পীত সাগরের মধ্যে অবস্থিত উপদ্বীপ কোনটি?
উওর: কোরিয় উপদ্বীপ।

দক্ষিণ কোরিয়া রাষ্ট্রের উদ্ভব ঘটে?
উত্তর: ১৫ আগস্ট, ১৯৪৫।

দক্ষিণ কোরিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট কে?
উত্তর: পার্ক জিউন হাই।

দুই কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম কী?
উওর: ৩৮° অক্ষরেখা।

দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্তবর্তী গ্রামটির নাম কি?
উওর: পানমুনজাম।

দক্ষিণ কোরিয়ার জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?
উওর: ২৭ নভেম্বর ১৯৪৫ সাল।

কবে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রের অভ্যুদয় ঘটে?
উওর: ১৯৪৫ সালের,১৫ আগষ্ট।

কবে কোরিয়া যুদ্ধের অবসান ঘটে?
উওর: ১৯৫৩ সালের,২৭ জুলাই।

কবে দুই কোরিয়া পুনরায় একত্রি করণের লক্ষ্যে প্রথমবারের মতো সরকারিভাবে যৌথ ঘোষনা দেওয়া হয়?
উওর: ১৯৭২ সালের, ৪ জুলাই।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট  কিভাবে নির্বাচিত হন?
উওর: জনগণের প্রত্যক্ষ ভোটে।

দক্ষিণ কোরিয়ায় জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
উওর:২৯৯ টি।

কত তারিখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রো মো হিউন এর ইমপিচমেন্ট হয়?
উওর: ১২ মার্চ,২০০৪।

দক্ষিণ কোরিয়া রাজবংশের অধীনে ছিল কত সাল পযর্ন্ত?
উওর: ৬৬৮ সালে পযর্ন্ত।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
উওর: ৪ বছর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পযর্ন্ত দক্ষিণ কোরিয়া কার অধীনে ছিল?
উওর: জাপানের।

জাতিসংঘের নবনির্বাচিত অষ্টম মহাসচিব বান কি মুন কোন দেশের?
উওর: দক্ষিণ কোরিয়ার।

দক্ষিণ কোরিয়ার প্রথম নারী কে?
উওর: হুয়াং কিউ এন।

দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: মুন জে ইন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি?
উত্তর: ব্ল হাউস বা ছং ওয়া দে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রস্থলে ৬০০ বছরের পুরনো ঐতিহ্য 'গ্রেট সাউথ গ্রেট ' কবে আগুনে পুড়ে যায়?
উওর: ১১ ফেব্রুয়ারি, ২০০৮।