বৈদিক বা আর্য সভ্যতা
April 25, 2021
![]() |
বৈদিক বা আর্য সভ্যতা |
উত্তর: অনার্য ও দ্রাবিড়।
আর্যবত নামে পরিচিত ছিল কোন দেশ?
উত্তর: প্রাচীন ভারত।
আর্য শব্দের অর্থ কি?
উত্তর: ভদ্রলোক।
আর্যদের রচিত প্রাচীন সাহিত্যের নাম কি?
উত্তর: বেদ।
আর্যদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি?
উত্তর: বেদ।
বেদ অর্থ কি?
উত্তর: জ্ঞান।
বেদ কোন যুগে রচিত হয়েছিল?
উত্তর: বৈদিক যুগে।
বৈদিক যুগে রচিত গ্রন্থ কি কি?
উত্তর: বেদ ও উপনিষদ।
আর্যদের ভাষার নাম কি?
উত্তর: প্রাচীন বৈদিক ভাষা। সুপ্রাচীন সংস্কৃত ভাষা থেকে যার উদ্ভব।
আর্য জাতি ভারতে প্রবেশ করেন কখন?
উত্তর: খ্রিস্টের জন্মের ২০০০ বছর আগে।
আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেন কোন দিক দিয়ে?
উত্তর: ভারতের উত্তর পশ্চিমের পাহাড় ডিঙ্গিয়ে।
আর্য পরিবারের প্রধান কে?
উত্তর: পিতা বা কর্তা।
আর্য পরিবারের প্রধানকে কি বলা হয়?
উত্তর: কুলপ।
ভারতবর্ষে হিন্দু সভ্যতার বিকাশ ঘটে কখন?
উত্তর: আর্য ও অনার্যদের মিশ্রনের ফলে।
আর্যরা দেখতে কেমন ছিল?
উত্তর: গৌরবর্ণ ও দীর্ঘকার।
পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতি নিরূপন করেছিলেন কে?
উত্তর: বরাহমিহির।
বরাহমিহিরের উল্লেখ যোগ্য রচনা কোনটি?
উত্তর: পঞ্চসিদ্ধান্তিকা।
রামায়ণ কি?
উত্তর: রাজা রামচন্দ্র ও সীতাদেবীর কাহিনী ও রামের সাথে লঙ্কার রাজ রাবণের যুদ্ধ বর্ণিত গ্রন্থই রামায়ণ। অর্থাৎ আর্যদের সাথে দক্ষিণ ভারতের দ্রাবিড়দের যুদ্ধ কাহিনী বর্ণিত গ্রন্থ হচ্ছে রামায়ণ। যা হিন্দুদের একটি পবিত্র গ্রন্থ।
রামায়ণ রচনা করেন কে?
উত্তর: বাল্মীকি মুনি।
মহাভারত রচনা করেন কে?
উত্তর: কৃষ্ণদ্বৈপায়ম বেদব্যাস।
মহাভারত কি?
উত্তর: আর্যদের সাথে আর্যদের যুদ্ধকাহিনী। যা হিন্দুদের একটি পবিত্র গ্রন্থ।
অসম্মান ও দাসত্বের চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করতেন কারা?
উত্তর: প্রাচীন আর্যরা।