হিসাববিজ্ঞান: ব্যাংক সমন্বয় বিবরণী

হিসাববিজ্ঞান: ব্যাংক সমন্বয় বিবরণী
আধুনিক অর্থনীতির মূল চালিকাশক্তি কি?
উওর: ব্যাংক।

সাধারণ অর্থে ব্যাংককে কি বলা হয়?
উওর: ধার করা অর্থের ধারক।

ব্যাংক জমার বিবরণী কাকে বলে?
উওর: পাসবই ও নগদান বইয়ের মিলকরণকে ব্যাংক জমার বিবরণী বলে।

সমন্বয় কাকে বলে?
উওর: হিসাবকাল শেষে বিভিন্ন বিষয়ে অমিল দেখা দিলে তা সমাধানের জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকে সমন্বয় বলে।

ব্যাংক মিলকরণ বিবরণীর মূল উদ্দেশ্য কি?
উওর: নগদান বই ও পাস বইয়ের মধ্যে ব্যালেন্স মিলকরণ।

ব্যাংক তহবিলের প্রধান উৎস কি?
উওর: আমানত গ্রহণ।

আমানতকারী কাকে বলে?
উওর: যিনি ব্যাংকে টাকা জমা রাখেন তাকে আমানতকারী বলে।

ব্যাংক হিসাবের ধারককে কী বলা হয়?
উওর: আমানতকারী।

ব্যাংকের প্রধান কাজ কি?
উওর: আমানত গ্রহণ ও ঋণ প্রদান।

ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় একটি স্লিপ ব্যবহার করা হয় তাকে কি বলে?
উওর: জমা রশিদ।

ব্যাংক হিসাব কত প্রকার?
উওর: ৫ প্রকার।

আমানতকারী কে ইংরেজি তে কি বলে?
উওর: Depositor.

ব্যাংক সমন্বয় বিবরণীর কোন দফার জন্য আমানতকারীকে সমন্বয় দাখিলা দিতে হয়?
উওর: ব্যাংক সার্ভিস চার্জ।

ব্যাংক হিসাব খুললে আমনতকারীর কোন প্রবণতা বৃদ্ধি পায়?
উওর: সঞ্চয়ের।

সঞ্চয়ী হিসাবের সুদের পরিমাণ কেমন হয়?
উওর: চলতি হিসাব হতে বেশি কিন্তু স্থায়ী হিসাব হতে কম।

সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে ব্যাংক কিভাবে সুদ প্রদান করে?
উওর: বছরে দু বার আমানতের উপর নির্দিষ্ট হারে।

কোন ধরনের হিসাবের জন্য ব্যাংকে পর্যাপ্ত তারল্য রাখতে হয়?
উওর: চলতি হিসাব।

সাধারণত স্থায়ী আমানতের মাধ্যমে সংগ্রহ করে ব্যাংক কি করে?
উওর: দীর্ঘমেয়াদী বিনিয়োগ।

স্থায়ী হিসাবের ভোক্তা কারা?
উওর: বিত্তশালী ব্যক্তিগণ।

পাস বই কাকে বলে?
উওর: ব্যাংক যে বইতে আমানতকারীর হিসাব সংরক্ষণ করে তাকে পাস বই বলে।

পাস বই কে লিখেন?
উওর: ব্যাংক।

পাস বইয়ের ডেবিট ব্যালেন্স বলতে কি বুঝায়?
উওর: ব্যাংক ওভার ড্রাফট।

জের কাকে বলে?
উওর: হিসাবের দুই পাশের যোগফলের পার্থক্যকে জের বলে।

দ্বৈত জের কাকে বলে?
উওর: যদি কোনো হিসাবের দুই পাশেই জের হয় তখন তাকে দ্বৈত জের বলে।

ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় কয় ধরনের জের পরিলক্ষিত হয়?
উওর: চার।

আমানতকারী যখন ব্যাংকে টাকা জমা দেয় তখন তার নগদ বইতে ব্যাংক ঘরকে কি করতে হয়?
উওর: ডেবিট।

কত দিনের জন্য প্রতিষ্ঠানে সমন্বয়কারী বিবরণী প্রস্তুত করা হয়?
উওর: নির্দিষ্ট একটি মেয়াদের জন্য।

নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স বলতে কি বুঝায়?
উওর: নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত।

নগদান বইতে লেনদেন লিপিবদ্ধ করেন কে?
উওর: আমানতকারী।

আমানতকারী ব্যাংক হিসাবের দলিল কি?
উওর: ব্যাংক পাস বই।

চলতি হিসাব থেকে সপ্তাহে কতদিন টাকা উত্তোলন করা যায়?
উওর: যেকোনো দিন।

পাসবইয়ের সাথে নগদান বইয়ের সম্পর্ক কী?
উওর: বিপরীত ধর্মী।

পাসবই সাধারণত কী উদ্বৃত্ত প্রকাশ করে?
উওর: ক্রেডিট উদ্বৃত্ত।

ব্যাংক জমা পাসবইয়ের কী উদ্বৃত্ত প্রকাশ করে?
উওর: ক্রেডিট উদ্বৃত্ত।

সুদ উত্তোলন না করা হলে কী বৃদ্ধি পায়?
উওর: আমানত।

ব্যাংক সমন্বয় বিবরণীতে অপর্যাপ্ত তহবিল চেক কি করতে হয়?
উওর: আমানতকারীর বইয়ের জের হতে বাদ দিতে হয়।

চেক কাকে বলে?
উওর: টাকা প্রদানের শর্তহীন লিখিত আদেলনামা কে চেক বলে।

চেক কত প্রকার?
উওর: পাচঁ প্রকার।

সবচেয়ে নিরাপদ চেক কি?
উওর: দাগকাটা চেক।

বাহকের চেকের টাকা ব্যাংক থেকে তুলতে পারবে কে?
উওর: শুধুমাত্র চেকে উল্লেখিত ব্যক্তি বা প্রতিষ্ঠান।

নমুনা স্বাক্ষরের সাথে চেক প্রদত্ত স্বাক্ষর মিলিয়ে ব্যাংক আমানতকারীকে কি প্রদান করে?
উওর: অর্থ প্রদান করে।

ইস্যু কাকে বলে?
উওর: চেক পরিপূর্ণভাবে প্রদান করাকে ইস্যু বলে।

প্রত্যাখ্যান কাকে বলে?
উওর: ইস্যুকৃত চেক কোনো কারণে ব্যাংক কর্তৃক মূল্যায়িত না হয়ে ফেরত আসাকে চেকের প্রত্যাখ্যান বলে।

উপস্থাপন কাকে বলে?
উওর: ইস্যুকৃত চেক নির্ধারিত সময়ে ব্যাংকে উপস্থিত করাকে চেকের উপস্থাপন বলে।

"DPS" কী?
উওর: Deposit Pension Scheme.

ATM Card এর সাহায্যে কি করা হয়?
উওর: নির্দিষ্ট ব্যাংকের যেকোনো ATM বুথ থেকে টাকা উঠানো যায়।

সুদ কাকে বলে?
উওর: আমানতকারীর ব্যাংকে জমাকৃত অর্থের উপর নির্দিষ্ট হারে মুনাফা পাওয়াকে সুদ বলে।

সুদ উত্তোলন না করা হলে কি বৃদ্ধি পায়?
উওর: আমানত।

ধার্যকৃত চার্জ কাকে বলে?
উওর: আমানতকারীর পক্ষে কাজ করার জন্য অনেক সময় ব্যাংক খরচ ধার্য করে আমানতকারীর হিসেবে ডেবিট করে একে ব্যাংক ধার্যকৃত চার্জ বলে।