হিসাববিজ্ঞান: আর্থিক বিবরণী (Financial Statements)
April 22, 2023

আর্থিক বিবরণী কাকে বলে?
উওর: হিসাব কাল শেষের দিনে ব্যবসায়ের প্রকৃত অবস্থা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে।
আর্থিক বিবরণী উদ্দেশ্য কি?
উওর: ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা সঠিকভাবে জানার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা।
আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় কখন?
উওর: আয় বিবরণী প্রস্তুত করার পর আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়।
আর্থিক বিবরণীর অংশ কয়টি?
উওর: তিনটি।যথা:
১.বিশদ আয় বিবরণী
২.মালিকানা স্বত্ব বিবরণী
৩.আর্থিক অবস্থার বিবরণী
আর্থিক বিবরণী সমূহ প্রস্তুতকরণ হিসাবচক্রের কততম ধাপ?
উওর: অষ্টম।
আর্থিক অবস্থার বিবরণী কে কয় ভাগে ভাগ করা যায়?
উওর: দুই ভাগে। যথা:
১.অবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী ও
২.সুবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী
পরিচালন ব্যয় কাকে বলে?
উওর: পণ্য ক্রয় বিক্রয় ছাড়াই ও ব্যবসা পরিচালনার জন্য ভাড়া,বিজ্ঞাপন, ছাপা, মনিহারি খরচ প্রদান করা হয় এই জাতীয় খরচকে পরিচালন ব্যয় বলে।
দীর্ঘমেয়াদী ঋণ কাকে বলে?
উওর: ব্যবসায় কার্য পরিচালনার জন্য অথবা স্থায়ী সম্পদ অর্জনের জন্য কোন সম্পদ বন্ধক রেখে দীর্ঘমেয়াদে যে ঋণ নেওয়া হয় তাকে দীর্ঘ মেয়াদি ঋণ বলে।
বিলম্বিত কাকে বলে?
উওর: মুনাফা জাতীয় ব্যয় অংশ দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যায় বা যে খরচ কয়েক বছরের জন্য প্রদান করা হয় তার ভবিষ্যৎ অংশকে বিলম্বিত বলে।
সঞ্চিতি তহবিল কাকে বলে?
উওর: লাভের একটি অংশ কারবারে ব্যবহার বা মালিক কর্তৃক উত্তোলন না করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয় তাকে সঞ্চিতি তহবিল বলে।
কাল্পনিক বা ভুয়া সম্পত্তি কাকে বলে?
উওর: যে সমস্ত সম্পত্তির বাস্তবে অস্তিত্ব নেই এবং ব্যবসায়িক মূল্য নেই সে সমস্ত সম্পত্তি কে কাল্পনিক বা ভুয়া সম্পত্তি বলে।
প্রাপ্য আয় কাকে বলে?
উওর: সেবা প্রদান করার পর যদি বিল বকেয়া থাকে তাকে প্রাপ্য আয় বলে।
অস্পর্শনীয় সম্পদ কাকে বলে?
উওর: যেসব সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই বাজে সকল সম্পত্তি স্পর্শ করা যায় না তাকে অস্পর্শনীয় সম্পদ বলে।
বিক্রিত পণ্যের ব্যয় কাকে বলে?
উওর: বিক্রিত পণ্যের বিক্রয় করা পর্যন্ত খরচকে বিক্রিত পণ্যের ব্যয় বলে।
মেয়াদোত্তীর্ণ কাকে বলে?
উওর: কোন খরচের জন্য অগ্রিম প্রদান করা হলে ঐ খরচের মেয়াদ আংশিক বা সম্পূর্ণ শেষ হলে তাকে মেয়াদ উত্তীর্ণ বলে।
অনুপার্জিত আয় কাকে বলে?
উওর: ভবিষ্যতে সেবাদানের জন্য যে অগ্রিম গ্রহণ করা হয় তাকে অগ্রিম আয় বা আয় বলে।
সুনাম কারবারের জন্য কি?
উওর: সম্পদ।
রপ্তানি শুল্ক কিসের সাথে জড়িত?
উওর: পণ্য বিক্রয়ের সাথে।
ব্যক্তিগত টাকা চুরি হলে ব্যবসায় কোন ধরনের প্রভাব পড়বে?
উওর: কোন ধরনের প্রভাব পড়বে না।
ব্যবসার প্রধান উদ্দেশ্য কি?
উওর: মুনাফা অর্জন।
আয় বিবরণীতে কোন জাতীয় হিসাব অন্তর্ভুক্ত করা হয়?
উওর: মুনাফা জাতীয়।
কারবারের আর্থিক অবস্থা জানার জন্য কোন হিসাব খাত তৈরি করা হয়?
উওর: আর্থিক অবস্থার বিবরণী।
বহুধাপ আয় বিবরণী কে কয় ভাগে ভাগ করা হয়?
উওর: চার ভাগে।
IAS-১০ অনুযায়ী কোনো প্রতিষ্ঠান কি প্রকাশ করে?
উওর: মূল্য সংযোজন প্রতিবেদন।
নামিক হিসাবের ডেবিট জের কোথায় দেখাতে হয়?
উওর: আয় বিবরণীর ব্যয় অংশে।
সকল প্রত্যক্ষ ব্যয় কোথায় লিপিবদ্ধ করা হয়?
উওর: নিট লাভ নির্ণয়ে।
ট্রেডমার্ক কারবারের জন্য কোন ধরনের সম্পদ?
উওর: অদৃশ্যমান।
বিক্রেয়কারীর নিকট ভ্যাট কি?
উওর: দায়।
হিসাব কাল সাধারণত কত সময়ের জন্য তৈরি হয়?
উওর: ১ বছর।
কার্যকরী মূলধন কাকে বলে?
উওর: মূলধনের যে অংশ চলতি সম্পদে বিনিয়োগ থাকে তাকে কার্যকরী মূলধন বলে।
তৈরি পণ্য বিক্রয়ের জন্য কোন ব্যয় হয়?
উওর: বিক্রয় উপরিব্যয়।
নীট ক্ষতি আর্থিক অবস্থার বিবরণীতে কিরূপে দেখানো হয়?
উওর: মূলধন থেকে বিয়োগ করে।
পরোক্ষ খরচ কাকে বলে?
উওর: উৎপাদনের প্রত্যক্ষ খরচ এর পাশাপাশি অন্যান্য খরচ কে পরোক্ষ খরচ বলে।
সঞ্চিতি কাকে বলে?
উওর: লাভের অংশ ভবিষ্যতের জন্য সংগ্রহ করা হয় তাকে সঞ্চিতি বলে।
আর্থিক বিবরণী সাজানোর পদ্ধতি কয়টি?
উওর: তিনটি।
ক্রয়-বিক্রয় হিসাবকে কি ইংরেজিতে কী বলা হয়?
উওর: Trading A/C.
যদি বিক্রয় মূল্য > ক্রয় মূল্য হয় তাহলে কি হবে?
উওর: মোট লাভ।
যদি বিক্রয়মূল্য < ক্রয়মূল্য হয় তাহলে কি হবে?
উওর: মোট ক্ষতি।
বকেয়া বেতন কোথায় দেখাতে হয়?
উওর: আর্থিক অবস্থার দায় অংশে।
বছর শেষে ব্যবসায়ী কি জানতে চায়?
উওর: সম্পত্তি ও দায়ের পরিমাণ।
প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের স্বীকৃত মাধ্যম কি?
উওর: আর্থিক অবস্থার বিবরণী।
হিসাববিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী প্রতিষ্ঠান ও মালিক সম্পূর্ণ পৃথক?
উওর: সত্তা ধারণা।
উৎপাদন ব্যয় আয় বিবরণী কোন অংশে স্থানান্তরিত হয়?
উওর: প্রত্যক্ষ ব্যয় অংশে।
প্রত্যক্ষ ব্যয় কাকে বলে?
উওর: পণ্য ক্রয় ও আমদানির সাথে জড়িত খরচ কে প্রত্যক্ষ ব্যয় বলে।
আর্থিক বিবরণীর রিজার্ভ ফান্ডের মালিক কে?
উওর: মালিক।
উত্তোলনের সুদ কিভাবে দেখানো হয়?
উওর: অপরিচালন আয় হিসাবে এবং মালিকানাস্বত্ব বিবরণীতে।