হিসাববিজ্ঞান: একতরফা দাখিলা পদ্ধতি (Single Entry System)

হিসাববিজ্ঞান: একতরফা দাখিলা পদ্ধতি (Single Entry System)
‌একতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে?
উওর: যে হিসাবরক্ষণ পদ্ধতিতে সকল লেনদেনের দুটি পক্ষকে লিপিবদ্ধ করা হয় না অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম কানুন মেনে চলে না তাকে একতরফা দাখিলা পদ্ধতি বলে।

বিশুদ্ধ একতরফা দাখিলা কাকে বলে?
উওর: যে ক্ষেত্রে কেবলমাত্র ব্যক্তিবাচক হিসাব সমূহ খোলা হয়। নামিক‌ ও সম্পত্তিবাচক হিসাব সমূহ রাখা হয় না তাকে বিশুদ্ধ একতরফা দাখিলা বলে।

দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে?
উওর: যে হিসাবরক্ষণ পদ্ধতিতে কোন লেনদেনকে বিশ্লেষণ করে তার দুটি পক্ষকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে।

বৈষয়িক বিবরণী কাকে বলে?
উওর: একতরফা দাখিলা পদ্ধতিতে একটি নির্দিষ্ট হিসাব কাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার লক্ষ্যে সম্পত্তি, দায় ও মূলধনের যে বিবরণী তৈরি করা হয় তাকে বৈষয়িক বিবরণী বলে।

মিশ্র পদ্ধতি কাকে বলে?
উওর: এক বা একাধিক পদ্ধতির সংমিশ্রণকে মিশ্র পদ্ধতি বলে।

ত্রুটিপূর্ণ পদ্ধতি কাকে বলে?
উওর: যে পদ্ধতিতে নির্দিষ্ট কোন নিয়ম মানা হয়না তাকে ত্রুটিপূর্ণ পদ্ধতি বলে।

প্রারম্ভিক কাকে বলে?
উওর: হিসাব কালের শুরু অর্থাৎ যেদিন হিসাব বছর আরম্ভ হয় তাকে প্রারম্ভিক বলে।

সমাপনী কাকে বলে?
উওর: হিসাব কালের শেষ অর্থাৎ যেদিন হিসাব বছর শেষ হয় তাকে সমাপনী বলে।

অন্তঃদায় কাকে বলে?
উওর: সম্পত্তির উপর মালিকের যে দাবি তাকে অন্তঃদায় বলে।

বহির্দায় কাকে বলে?
উওর: সম্পত্তির ওপর বাহিরের পক্ষের যে দাবি তাকে বহির্দায় বলে।

ত্রুটিপূর্ণ পদ্ধতি কাকে বলে?
উওর: যে পদ্ধতিতে নিদিষ্ট কোন নিয়ম মানা হয়না তাকে ত্রুটিপূর্ণ পদ্ধতি বলে।

অবৈজ্ঞানিক কাকে বলে?
উওর: কোন বিষয়ে বিজ্ঞানের নিয়ম-নীতি অনুপস্থিতি থাকলে তাকে অবৈজ্ঞানিক বলে।

গোঁজামিল কাকে বলে?
উওর: যেনতেনভাবে মিলকরণকে গোঁজামিল বলে।

বিনা তরফা কাকে বলে?
উওর: কোনো পক্ষই সঠিকভাবে লিপিবদ্ধ না হওয়া কি বিনা তরফা বলে।

একতরফা দাখিলা পদ্ধতিতে নিট লাভ জানার জন্য কি প্রস্তুত করতে হয়?
উওর: লাভ-লোকসান বিবরণী।

একতরফা দাখিলা পদ্ধতি কোন ধরনের হিসাব পদ্ধতি?
উওর: অবৈজ্ঞানিক হিসাব পদ্ধতি।

দুতরফা দাখিলা পদ্ধতি ছাড়াও আমাদের দেশে একটি বিশেষ সুপরিচিত প্রচলন রয়েছে তা কোন হিসাব পদ্ধতি?
উওর: একতরফা দাখিলা পদ্ধতি।

একতরফা দাখিলা পদ্ধতি কোন ধরনের হিসাব পদ্ধতি?
উওর: অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ।

একতরফা দাখিলা তে ক্রয় বিক্রয় হিসাব এর পরিবর্তে কোন বিবরণী প্রস্তুত করতে হয়?
উওর: লাভ-লোকসান বিবরণী।

একতরফা দাখিলা পদ্ধতিতে দু'তরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তর করা যায় কি?
উওর: হ্যাঁ।

কোন পদ্ধতিতে হিসাব সংরক্ষণ এর কোনো সুনির্দিষ্ট নীতিমালা অনুসৃত হয় না?
উওর: একতরফা দাখিলা পদ্ধতি।

"Any system who is ignore that to fold aspect of each transaction that termed as single entry"- সংজ্ঞাটি কার
উওর: H.Benergee.

একতরফা দাখিলা পদ্ধতিকে কেন হিসাবরক্ষণের অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ পদ্ধতি বলা হয়?
উওর: সকল লেনদেনের দুটি পক্ষ হিসাবভুক্ত না করার কারণে।

ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি জনপ্রিয় কেন?
উওর: সহজ সরল পদ্ধতি।

একতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন কোথায় হিসাবভুক্ত করা হয়?
উওর: লাভ-লোকসান বিবরণী ও বিষয় বিবৃতিতে।

একতরফা দাখিলা পদ্ধতিতে সমাপনী মূলধন কোথায় হিসাবভুক্ত করা হয়?
উওর: লাভ-লোকসান বিবরণীতে।

কোন পদ্ধতিতে লেনদেনের দ্বৈতসত্তা উপেক্ষা করা হয়?
উওর: একতরফা পদ্ধতি।

উত্তোলন লাভ-ক্ষতি বিবরণের কোথায় দেখানো হয়?
উওর: উপরের অংশে।

একতরফা দাখিলা পদ্ধতিতে মূলধনের কোন ব্যালেন্স এর উপর সুদ বের করতে হয়?
উওর: প্রারম্ভিক ব্যালেন্সের উপর।

অতিরিক্ত মূলধন একতরফা দাখিলা পদ্ধতির কোথায় বসে?
উওর: লাভ-ক্ষতি বিবরণীর ব্যয় অংশে এবং বিষয় বিবৃতির দায় অংশে।

উত্তোলনের সুদ নির্ণয় এর জন্য কোনো তারিখ দেয়া না থাকলে কত সময়ের জন্য উত্তোলনের সুদ ধার্য করতে হয়?
উওর: ছয় মাসের।

লাভ-ক্ষতির বিবরণী সর্বদা ব্যবসায় কি প্রকাশ করে?
উওর: নিট লাভ বা ক্ষতি প্রকাশ করে।

কোন পদ্ধতিতে হিসাব রাখলে রেওয়ামিলের দ্বারা গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা যায় না?
উওর: একতরফা দাখিলা পদ্ধতি।

একতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত বই সমূহ কি কি?
উওর: ক্রয় বই, বিক্রয় বই, ক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত বই, প্রাপ্য বিল ,প্রদেয় বিল।

"একতরফা দাখিলা পদ্ধতি মূলত একতরফা, দু'তরফা দাখিলা এবং বিনা দাখিলার সংমিশ্রন ছাড়া আর কিছুই নয়"- উক্তিটি কে করেছেন?
উওর: William Pickles.

একতরফা দাখিলা পদ্ধতিতে মালিকের সুবিধা অনুযায়ী হিসাব রাখা হয় বলে কিসের প্রতিফলন অসম্ভব?
উওর: সর্বজনস্বীকৃত নীতিমালার।

একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে মুনাফা নির্ণয় করা হয়?
উওর: সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিয়ে।

কোন ধরনের প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে?
উওর: ক্ষুদ্র ও মাঝারি ধরনের প্রতিষ্ঠান।

অগ্রিম ব্যয়সমূহ একতরফা দাখিলা পদ্ধতির কোথায় হিসাবভুক্ত হয়?
উওর: লাভ লোকসান বিবরণীর উপরের অংশে ও বৈষয়িক বিবৃতি সম্পদ পাশে।