হিসাববিজ্ঞান: রেওয়ামিল (Trial Balance)
April 22, 2023
রেওয়ামিল কাকে বলে?
উওর: একটি উল্লিখিত সময়ে হিসাবসমূহে জের সংবলিত তালিকাকে রেওয়ামিল বলে।
রেওয়ামিল হিসাবচক্রের কততম ধাপ?
উওর: পঞ্চম ধাপ।
রেওয়ামিলের ইংরেজি শব্দ কি?
উওর: Trial Balance.
Trial শব্দের অর্থ কি?
উওর: বারবার পরীক্ষা করা।
Balance শব্দের অর্থ কি?
উওর: উদ্বৃত্ত নির্ণয় করা।
Trial Balance শব্দের অর্থ কি?
উওর: হিসাবসমূহের উদ্বৃত্ত সংশোধনের পূর্ব পর্যন্ত বারবার পরীক্ষা করা।
রেওয়ামিল খতিয়ান হিসাব জেরের কি?
উওর: তালিকা।
রেওয়ামিল তৈরির উদ্দেশ্য কি?
উওর: ডেবিট ক্রেডিটের গাণিতিক সমতা যাচাই করা।
একটি রেওয়ামিল প্রস্তুত করার প্রাথমিক উদ্দেশ্য কি?
উওর: খতিয়ানে স্থানান্তরের পর ডেবিট এবং ক্রেডিট এর গাণিতিক শুদ্ধতা প্রমাণ করা।
রেওয়ামিল প্রস্তুত করা হয় কখন?
উওর: চূড়ান্ত হিসাব প্রস্তুত এর পূর্বে।
হিসাবচক্রের রেওয়ামিল তৈরি করার কাজ কে কি বলে?
উওর: সংক্ষিপ্তকরণ।
কারবারের রেওয়ামিল কখন তৈরি করতে হয়?
উওর: নির্দিষ্ট দিনে।
রেওয়ামিল তৈরি করার পর ভুল আবিষ্কৃত হলে একতরফা ভুল সংশোধন করার জন্য ডেবিট বা ক্রেডিট করতে হয় কি দিয়ে?
উওর: অনিশ্চিত হিসাব দিয়ে।
অগ্রিম খরচকে কারবারের সম্পদ বলা হয় কেন?
উওর: ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে তাই।
কিসের ব্যালেন্স নির্ণয় ও অনিশ্চিত হিসাব ধাপটি অন্তর্ভুক্ত করা হয়?
উওর: রেওয়ামিল।
অনিশ্চিত হিসাব কত সময়ের জন্য প্রদত্ত হয়?
উওর: সাময়িক।
রেওয়ামিলের ছকে ঘর কয়টি?
উওর: পাঁচটি।
রেওয়ামিলে কলামে খ.পৃ. লেখা হয় কেন?
উওর: হিসাবের জের ডেবিট করার জন্য।
সকল প্রকার খরচ রেওয়ামিলের কোন দিকে বসে?
উওর: ডেবিট।
বহিঃপরিবহন রেওয়ামিলের কোন দিকে বসে?
উওর: ডেবিট দিকে।
আন্তঃফেরত হিসাব সর্বদা কোন উদ্বৃত্ত প্রকাশ করে?
উওর: ডেবিট।
প্রাপ্ত বাট্টা রেওয়ামিলে কোন পাশে বসে?
উওর: ক্রেডিট।
অনিশ্চিত হিসাব রেওয়ামিলে কোন পাশে বসে?
উওর: ডেবিট ও ক্রেডিট যে পাশে প্রয়োজন।
সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না কেন?
উওর: এগুলো নিশ্চিত দায় বা সম্পদ নয় বলে।
বিনিয়োগের প্রাপ্য সুদ কে সম্পদ ধরা হয় কেন?
উওর: ভবিষ্যতে পাওয়া যাবে বলে।
রেওয়ামিলের ডেবিট পাশে যোগফল সর্বদা কি হয়?
উওর: ক্রেডিট পাশের যোগফলের সমান হয়।
সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে বসে না কেন?
উওর: প্রারম্ভিক মজুদ ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে বলে।
কোন পদ্ধতির রেওয়ামিল প্রস্তুত করা অপেক্ষাকৃত সহজ?
উওর: উদ্বৃত্ত পদ্ধতি।
সকল প্রকার অগ্রিম আয় রেওয়ামিলের কোন পাশে বসে?
উওর: ক্রেডিট পাশে।
উত্তোলন সর্বাবস্থায় কোন উদ্বৃত্ত প্রকাশ করে?
উওর: ডেবিট।
বন্ধকী ঋণ রেওয়ামিলের কোন পাশে বসে?
উওর: ক্রেডিট।
রেওয়ামিলের ছক এর তৃতীয় ঘরে কি লেখা হয়?
উওর: খতিয়ান পৃষ্ঠা।
অনুপার্জিত আয় ব্যবসায় কি হিসেবে গণ্য?
উওর: দায়।
অগ্রিম মজুরি রেওয়ামিলের কোন পাশে বসে?
উওর: ডেবিট।
হিসাব কাল অতিক্রান্ত হওয়ার পূর্ব পর্যন্ত অগ্রিম প্রদত্ত খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয়?
উওর: সম্পত্তি।
বকেয়া আয় কারবারের জন্য কি?
উওর: সম্পদ।
দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণের ফলে কি হয়?
উওর: রেওয়ামিলের উভয় পাশ মিলে যায়।
রেওয়ামিলের নিজস্ব কোন সত্ত্বা না থাকার অন্যতম কারণ কি?
উওর: রেওয়ামিল হিসাব ব্যবস্থার কোনো অংশ নয় বলে।
রেওয়ামিল নির্ভরতার অকাট্য প্রমাণ নয় কেন?
উওর: রেওয়ামিল মিললেও কিছু ভুল থাকতে পারে বলে।
চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে রেওয়ামিল তৈরি করা হয় কেন?
উওর: সময় ও শ্রম হ্রাসের জন্য।
রেওয়ামিলের উভয় ঘরের পার্থক্য কখন মূলধন ভাবা যায়?
উওর: মূলধন দফা না থাকলে।
বিনিয়োগের তারতম্য তহবিল রেওয়ামিলের কোন ঘরে বসবে?
উওর: ক্রেডিট।
রেওয়ামিলের মাধ্যমে কোন ভুল ধরা পড়ে?
উওর: গাণিতিক ভুল।
রেওয়ামিলে ভুল কে হিসাববিজ্ঞানে কয় ভাগে ভাগ করা হয়?
উওর: দুই ভাগে।
মূলধন জাতীয় ব্যয় কে মুনাফা জাতীয় ব্যয় ধরা হয় এটি কোন ধরনের ভুল?
উওর: নীতিগত ভুল।
কোন ধরনের ভুল রেওয়ামিলে উভয় দিকের সমতাকে বাধাগ্রস্ত করতে পারে?
উওর: কার্যের ভুল।
কোন কোন ভুল রেওয়ামিলে মিলকরণকে ব্যাঘাত ঘটায় না?
উওর: নীতির ভুল ও করণিক ভুল।
রেওয়ামিলের সাথে গভীর সম্পর্ক রয়েছে কার?
উওর: চূড়ান্ত হিসাবের।
রেওয়ামিলের সাথে যোগসূত্র রয়েছে কোন কোন হিসাবের?
উওর: খতিয়ান ও চূড়ান্ত হিসাবের।
খতিয়ান উদ্বৃত্ত থেকে কি প্রস্তুত করা হয়?
উওর: রেওয়ামিল।