হিসাববিজ্ঞান: কার্যপত্র (Worksheet)
April 22, 2023
1
কার্যপত্র কাকে বলে?
উওর: আর্থিক বিবরণী দ্রুত ও নির্ভুল ভাবে প্রস্তুত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের হিসাব তথ্যসমূহ কে সুশৃংখলভাবে লিপিবদ্ধকৃত বহুঘর বিশিষ্ট সহায়ক বিবরণীকে কার্যপত্র বলে।
মূলধন জাতীয় আয়-ব্যয় কাকে বলে?
উওর: যেসব আয়-ব্যয়ের ফলাফল প্রতিষ্ঠান দীর্ঘকাল ধরে ভোগ করে তাকে মূলধন জাতীয় আয় ব্যয় বলে।
মুনাফা জাতীয় আয়-ব্যয় কাকে বলে?
উওর: যেসব আয়-ব্যয়ের ফলাফল কেবলমাত্র সংশ্লিষ্ট হিসাব কালের মধ্যে নিঃশেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় আয়-ব্যয় বলে।
মূলধন জাতীয় আয়-ব্যয় কে প্রকৃতি অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়?
উওর: তিন ভাগে।
মূলধন জাতীয় প্রাপ্তি কাকে বলে?
উত্তর: ব্যবসায় আয় বা মুনাফার নয় এমন সকল দীর্ঘমেয়াদি প্রাপ্তিকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে।
মূলধন জাতীয় আয় কাকে বলে?
উওর: যেসকল আয় কারবারের স্বাভাবিক বা নিয়মিত কার্যক্রম হতে অর্জিত না হয়ে অন্য কোনো উপায়ে অর্জিত হয় তাকে মূলধন জাতীয় আয় বলে।
মূলধন জাতীয় ব্যয় কাকে বলে?
উওর: যে সকল ব্যয় প্রতিষ্ঠানে বারবার ঘটে না এবং একবার ঘটলে তাদের ফলাফল বা উপযোগ দীর্ঘকাল ধরে ভোগ করা যায় ঐ সকল ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলে।
মুনাফা জাতীয় আয় ব্যয় বা লেনদেন কে এদের প্রকৃতি অনুযায়ী কয় ভাগে ভাগ করা যাকে?
উওর: দুই ভাগে।
মুনাফা জাতীয় আয় কাকে বলে?
উওর: কারবার প্রতিষ্ঠানের দৈনন্দিন স্বাভাবিক কার্যাবলি পরিচালনা করে যে আয় পুনঃপুনঃ অর্জিত হয়ে থাকে তাকে মুনাফা জাতীয় আয় বলে।
সমন্বয় জাবেদা বা দাখিলা কাকে বলে?
উওর: কোন হিসাবকাল শেষে আর্থিক বিবরণী বা প্রস্তুতের পূর্ব মুহূর্তে অলিপিবদ্ধকৃত লেনদেন যেমন-বকেয়া খরচ, ব্যয়,আয় ও অগ্রিম প্রাপ্ত আয় ইত্যাদি বিষয় সমূহ হিসাবে লিপিবদ্ধকরণের দাখিলাকে সমন্বয় জাবেদা বা দাখিলা বলে।
সমাপনী দাখিলা কাকে বলে?
উওর: কোন হিসাব কাজ শেষে আর্থিক বিবরণী প্রণয়নকালে নামিক হিসাবসমূহ বন্ধ করার জন্য যে জাবেদা লিখন দিতে হয় তাকে সমাপনী জাবেদা বলে।
বিপরীত দাখিলা সমন্বয় দাখিলার কি?
উওর: বিপরীত।
Close করা কাকে বলে?
উওর: হিসাব শেষ করার পর দুই পাশের মোট ব্যালেন্স এর নিচে দুটি সরলরেখার টেনে দেওয়াকে Close করা বলে।
ক্ষণস্থায়ী কাকে বলে?
উওর: এক বছরের কম সময় কে ক্ষণস্থায়ী বলে।
স্থায়ী ব্যয় কাকে বলে?
উওর: কোন স্থায়ী সম্পত্তি প্রাপ্তির জন্য এককালীন যে অধিক পরিমাণ অর্থ দেওয়া হয় তাকে স্থায়ীভাবে বলে।
খরচ কাকে বলে?
উওর: ব্যয়ের ফলে প্রাপ্ত সম্পদের ব্যবহৃত অংশকে খরচ বলে।
বিলম্বিত ব্যয় কাকে বলে?
উওর: যে ব্যয় একটি আর্থিক বছরে শেষ না হয় একাধিক আর্থিক বছরে জড়িত থাকে তাকে বিলম্বিত ব্যয় বলে।
স্বাভাবিক ক্ষতি কাকে বলে?
উওর: ব্যবসায় পরিচালনা করতে গিয়ে সাধারণভাবে যে ক্ষতি হয় তা কি স্বাভাবিক ক্ষতি বলে।
অস্বাভাবিক ক্ষতি কাকে বলে?
উওর: অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে যে ক্ষতি হয় তাকে অস্বাভাবিক ক্ষতি বলে।
সাধারণত কোন ধরনের প্রতিষ্ঠান কার্যপত্রের প্রয়োজন পড়ে?
উওর: বড় ব্যবসা প্রতিষ্ঠানে।
একটি Workseet-এ কয়টি ধাপ থাকে?
উওর: পাঁচটি।
সমন্বয় জাবেদা কাকে বলে?
উত্তর: পাইল ও লারসন এর মতে "নির্দিষ্ট সময়ের আয় নির্ধারণ এবং আয়ের সাথে ব্যয় সমন্বয়ের জন্য যে জাবেদার প্রয়োজন হয় তাকে সমন্বয় জাবেদা বলে"।
সমন্বয় দাখিলা প্রস্তুত করা হয় কখন?
উওর: চূড়ান্ত হিসাব প্রস্তুতের সময়।
সাধারণত সমন্বয় জাবেদা কোন ধরনের বিষয় অন্তর্ভুক্ত করা হয়?
উওর: হিসাব বছরের সাথে সংশ্লিষ্ট অথচ হিসাবভুক্ত হয় নি।
অনুপার্জিত আয় এর সমন্বয় দাখিলা কোন হিসাবখাত এর প্রভাব ফেলে?
উওর: দায় এবং আয়।
ভুল সংশোধনী দাখিলা কাকে বলে?
উওর: কোন প্রতিষ্ঠান হিসেবে ভুল থাকলে ঐ ভুল সংশোধনের জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে ভুল সংশোধনী দাখিলা বলে।
কারবারের সমন্বয় দাখিলা প্রয়োজন কেন?
উওর: বকেয়া ধারণার বাস্তবায়ন করার জন্য।
সমন্বয় দাখিলা প্রয়োজন হয় কেন?
উওর: সঠিক আর্থিক ফলাফল নিরূপণের জন্য।
মুনাফা জাতীয় খরচ কে মূলধনজাতীয় খরচ হিসেবে লেখাকে কোন ভুল বলে?
উওর: নীতিগত ভুল।
করণিক ভুল কয় প্রকার?
উওর: চার প্রকার।
যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে না সে গুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
উওর: দুই ভাগে।
লেখার ভুল কোন ধরনের ভুল?
উওর: করণিক ভুল।
অনিশ্চিত হিসাব কি?
উওর: অস্থায়ী হিসাব।
রেওয়ামিলে সনাক্তকরণ ভুল কয় ধরনের হতে পারে?
উওর: তিন ধরনের।
অশুদ্ধি সংশোধন এর দৃষ্টিভঙ্গি থেকে ভুল কে কয় ভাগে ভাগ করা যায়?
উওর: দুই ভাগে।
ব্যক্তিগত প্রয়োজনে মালিক কর্তৃক পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা না হলে তা কোন পর্যায়ের ভুল?
উওর: বাদ পড়ার ভুল।
সমাপনী দাখিলা জাবেদাভূক্তকরণ এবং খতিয়ানের স্থানান্তর করার পর কোন হিসাবটির শূণ্য জের হয়?
উওর: সেবা আয়।
সমাপ্তি এন্ট্রি প্রদানের পর যে হিসেবে শূণ্য জের দেখানো হয় সেটি কোন হিসাব?
উওর: সেবা রাজস্ব।
রেওয়ামিলের এক পার্শের টাকার অঙ্কে ভুল অন্য পক্ষের অনুরুপ ভুল দ্বারা সমান হয়ে গেলে এমন ভুল কে কি বলে?
উওর: পরিপূরক ভুল।
ভুল সংশোধনী দাখিলা কখন প্রদান করা হয়?
উওর: ভুল খুঁজে পাওয়ার সাথে সাথে।