হিসাববিজ্ঞান: প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ (Accounting for Receivables)

প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ
প্রাপ্য হিসাব কাকে বলে?
উওর: কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ধারে পণ্য বিক্রয় বা সেবা প্রদান করলে প্রাপ্য আর্থিক দাবিকে প্রাপ্য বলে এবং এ সংক্রান্ত হিসাবকে প্রাপ্য হিসাব বলে।

প্রাপ্যাদি কাকে বলে?
উওর: কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ধারে বিক্রি সেবা প্রদান কিংবা অন্য কোনো কারণে প্রাপ্য আর্থিক দাবিকে প্রাপ্যাদি বলে।

প্রাপ্য সমূহকে কয় ভাগে ভাগ করা হয়?
উওর: দুই ভাগে।

ব্যবসায় প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি?
উওর: চলতি মূলধন।

ব্যবসায়িক প্রাপ্যসমূহ কাকে বলে?
উওর: প্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রমের মাধ্যমে উদ্বৃত্ত বা সৃষ্ট প্রাপ্যসমূহকে ব্যবসায়িক প্রাপ্যসমূহ বলে।

ব্যবসায়িক প্রাপ্যসমূহ কয় ধরনের?
উওর: দুই।

প্রাপ্য হিসাবসমূহ কাকে বলে?
উওর: যে ব্যবসায়ী প্রাপ্য সমূহের বিপরীতে কেবলমাত্র মৌখিক প্রতিশ্রুতি থাকে, কোন প্রকার লিখিত প্রতিশ্রুতি থাকে না তাকে প্রাপ্য হিসাবসমূহের বলে।

অব্যবসায়ী প্রাপ্যসমূহ কাকে বলে?
উওর: প্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রমের বাইরে হতে উদ্ভূত প্রাপ্যসমূহকে অব্যবসায়ী প্রাপ্যসমূহ বলে।

প্রাপ্যসমূহ আদায়ের মেয়াদকাল কত দিন?
উওর: ৩০-৯০ দিন পর্যন্ত।

অব্যবসায়ী প্রাপ্যসমূহ ধরনের?
উওর: দুই।

প্রাপ্য নোট সমূহ কাকে বলে?
উওর: যেসকল অব্যবসায়ী প্রাপ্য সমূহের বিপরীতে লিখিত প্রতিশ্রুতি রয়েছে তাকে অব্যবসায়ী প্রাপ্য নোট বলে।

প্রাপ্য নোট কয় ধরনের?
উওর: দুই ধরনের।

অন্যান্য প্রাপ্যসমূহ কাকে বলে?
উওর: যেসকল অব্যবসায়ী‌‌‌ প্রাপ্যসমূহ বিপরীতে টাকা আদায়ের কোন লিখিত প্রতিশ্রুতি থাকে না কেবলমাত্র মৌখিক প্রতিশ্রুতি থাকে তাকে অন্যান্য প্রাপ্যসমূহ বলে।

প্রাপ্য হিসাব সংক্রান্ত হিসাব কার্যপ্রণালী মূলত কয় ধরনের?
উওর: তিন ধরনের।

ধারে বিক্রয়ের শর্ত কয়টি
উওর: ৩টি।

নগদ বাট্টা হিসাবভুক্ত করার বিকল্প প্রণালী কয়টি?
উওর: দুইটি।

বাণিজ্যিক বাট্টা বা কারবারি বাট্টা কাকে বলে?
উওর: পণ্যের তালিকা মূল্য হতে যে পরিমাণ মূল্য বিক্রেতা কর্তৃক তাকে ছাড় দেয়া হয় তাকে কারবারি বাট্টা বাণিজ্যিক বাট্টা বলে।

হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী প্রাপ্য হিসাব অনাদায়যোগ্য অংশ?
উওর: রক্ষনশীলতার নীতি।

সম্ভাব্য ক্ষতিকে হিসাব করার পদ্ধতি কয়টি?
উওর: দুইটি।

অনাদায়ী পাওনা কাকে বলে?
উওর: প্রাপ্য হিসাবের যে অংশ বারবার চেষ্টার পরও আদায় করা সম্ভব হয়না তাকে অনাদায়ী পাওনা বলে।

অনাদায়ী পাওনা সঞ্চিতি কাকে বলে?
উওর: অনাদায়ী পাওনার জন্য পূর্বেই যে সঞ্চিতির ব্যবস্থা করা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে।

অনাদায়ী পাওনা বা কুঋণ লিপিবদ্ধ করার পদ্ধতি কয়টি?
উওর: দুইটি।

অবসায়ন কাকে বলে?
উওর: মেয়াদপূর্তিতে নোটের টাকা পরিশোধের মাধ্যমে কার্যক্রম সমাপ্তি ঘটানাকে অবসায়ন বলে।

মালিকানাস্বত্ব কাকে বলে?
উওর: প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিকের দাবিকে মালিকানা স্বত্ব বলে।

অবলোপন কাকে বলে?
উওর: অদৃশ্য সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাসকে অবলোপন বলে।

কুঋণ কাকে বলে?
উওর: প্রাপ্য হিসাবের কাছ থেকে যে টাকা পাওয়া যাবে না বলে ধরে নেওয়া হয় তাকে কুঋণ বলে।

নোটের অমর্যাদা কাকে বলে?
উওর: পণ্য আদান-প্রদানের ক্ষেত্রে নগদ টাকা চেকের পরিবর্তে মেয়াদী নোট ব্যবহার করা হয় তাকে প্রাপ্য নোট বলে। মেয়াদপূর্তিতে যদি আদিষ্ট নোট পরিশোধে অপারগতা স্বীকার করে একে নোটের অমর্যাদা বলে।

স্বীকৃতি কাকে বলে?
উওর: নোট তৈরি করার পর বিপরীত পক্ষের সম্মতিতে স্বীকৃতি বলে।

বছর শেষে পাওনাদার হিসাবের উদ্বৃত্ত প্রতিষ্ঠানের কি?
উওর: দায়।

ব্যবসায়ের অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখার ফলে কি সুরক্ষিত থাকে?
উওর: মুনাফা।

অনাদায়ী পাওনা কোন জাতীয় হিসাব?
উওর: ব্যয় হিসাব।

লভ্যাংশের ওপর অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রভাব কি?
উওর: লভ্যাংশের ওপর কোনো প্রভাব নেই।

সঞ্চিতি টাকা কিসে রূপান্তর করা যায়?
উওর: মূলধন সঞ্চিতি হিসাবে।

সন্দেহজনক অনাদায়ী পাওনা সঞ্চিতি কার উপর ধার্য করতে হয়?
উওর: প্রাপ্য হিসাব।

অনাদায়ী পাওনা সঞ্চিতি সাধারণত কোন উদ্বৃত্ত প্রকাশ করে?
উওর: ক্রেডিট

কুঋণ সঞ্চিতি কি?
উওর: অন্তর্দায়।

অনাদায়ী দেনা সৃষ্টি হয় কি থেকে?
উওর: প্রাপ্য হিসাব।

নতুন কুঋণ সঞ্চিতি নির্ণয় করা হয় কিসের উপর?
উওর: প্রাপ্য হিসাবের সমাপনী ব্যালেন্স এর উপর।

প্রতিষ্ঠানের সম্পদের উপর প্রদত্ত বাট্টা প্রভাব কি করে?
উওর: হ্রাস করে।

অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখার উদ্দেশ্য কি?
উওর: ভবিষ্যৎ ক্ষতিপূরণের জন্য।

কারবারে অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করার মাধ্যমে কি জানা যায়?
উওর: প্রকৃত মুনাফার পরিমাণ জানা যায়।

সোনালী ব্যাংক কোন নামে ডেবিট কার্ড ইস্যু করে?
উওর: Q Cash.

ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় শতকরা কত চার্জ কর্তন করা হয়?
উওর: ২%-৪%।

প্রাপ্য নোটকে কিসের হস্তান্তর দলিল বলা হয়?
উওর: ঋণের হস্তান্তরযোগ্য।

দেনাদারদের নগদ বাট্টা দেয়া হয় কেন?
উওর: দ্রুত টাকা পরিশোধে উৎসাহিত করার জন্য।